Jago Agro Solution

Jago Agro Solution Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jago Agro Solution, Digital creator, Chawthaimohal, Nazirpur.

jagoagro.com

AIP Award-২০২০,জাতীয় কৃষি পদক-১৪২৬ জয়ী, দেশের একমাত্র কেঁ‌চো সার,ট্রাই‌কোডার্মা জৈব সার উৎপাদন,বিপণন,বি‌ভিন্ন জৈব কৃ‌ষি উপকরন বিপণন ও কৃ‌ষি প্রশিক্ষন এবং পরামর্শ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা-২০১২ । #কে‌চোঁ_সার #ভা‌র্মিক‌ম্পোষ্ট

16/08/2025
16/08/2025

প‌লি নেট সেট হাউ‌জে মা‌টি বিহীন চারা তৈরী‌তে যা‌চ্ছে আমা‌দের কেঁ‌চো সার ।
01711057276

17/07/2025

বৃষ্টির পানি থেকে গাছ সাধারণত নিম্নলিখিত উপাদান ও খাদ্য উপকার পায়:

✅ *১. নাইট্রোজেন (N):*
বজ্রপাতের সময় বায়ুর নাইট্রোজেন অক্সাইড রূপে তৈরি হয়ে বৃষ্টির মাধ্যমে মাটিতে পড়ে, যা গাছ সহজে গ্রহণ করতে পারে।

✅ *২. জলের মাধ্যমে দ্রবীভূত খনিজ:*
বৃষ্টির পানি মাটির গভীরে জমে থাকা *পটাশ, ফসফরাস, ক্যালসিয়াম, সালফার* ইত্যাদি উপাদানকে গলিয়ে গাছের মূল পর্যন্ত নিয়ে আসে।

✅ *৩. জৈব পদার্থের সহজীকরণ:*
বৃষ্টির পানি মাটির জৈব পদার্থকে ভেঙে *হিউমিক অ্যাসিড* তৈরি করে, যা গাছের খাদ্যগ্রহণে সহায়তা করে।

✅ *৪. অম্লভাব (Slight acidity):*
বৃষ্টির পানি হালকা অম্লীয় হওয়ায় কিছু লবণ বা খনিজ দ্রবীভূত হয়ে যায়, যা গাছ সহজে গ্রহণ করতে পারে।

✅ *৫. পরোক্ষ উপকার:*
বৃষ্টি মাটিকে *শীতল ও আর্দ্র* রাখে, ফলে গাছের *শিকড় সহজে পুষ্টি গ্রহণ* করতে পারে।

সংক্ষেপে, বৃষ্টির পানি শুধু পানি নয়, এতে *উপকারী খনিজ ও নাইট্রোজেনিক যৌগ* থাকে, যা গাছের পুষ্টি জোগায়।

চাষা,কেঁ‌চো চাষা।
এ‌গ্রিকালচারাল ইম্পট‌্যান্ট পার্শন(এআই‌পি)।
সাধারন সম্পাদক,
কেন্দ্রীয় কার্যনির্বাহী ক‌মি‌টি,
বাংলা‌দেশ ভা‌র্মিক‌ম্পোষ্ট উৎপাদক এ‌্যা‌সো‌সি‌য়েশন।
যোগা‌যোগঃ ০১৭১১০৫৭২৭৬ ,, ০১৩৩২৫৬৬৩৭১

প্রু‌নিং বা ডাল সাটাইঃবাগান করায় প্রু‌নিং বা ডাল সাটাই এক‌টি গুরুত্বপূর্ন কাজ। ফল সংগ্র‌হের প‌রে কা‌ছের ডাল সাটাই‌কে প্র...
14/07/2025

প্রু‌নিং বা ডাল সাটাইঃ

বাগান করায় প্রু‌নিং বা ডাল সাটাই এক‌টি গুরুত্বপূর্ন কাজ। ফল সংগ্র‌হের প‌রে কা‌ছের ডাল সাটাই‌কে প্রু‌নিং ব‌লে। ফল সংগ্রহ শে‌ষে এ কাজ‌টি কর‌তে হয়।অ‌নেক সময় ফল সংগ্রহের প‌রের সময় ছারাও এ কাজ‌টি কর‌তে হয়।

ডাইবাগ এবং লিপ ব্লাষ্ট আক্রান্ত গ‌া‌ছের ডাল ডগা থে‌কে শু‌কি‌য়ে মারা যে‌তে থাক‌লে প্রু‌নিং ক‌রে দি‌তে হয়।

একটা বিষয় কি আপ‌নি লক্ষ ক‌রে দে‌খে‌ছেন , আপনার বাগা‌নের সকল ডালে ফল ধ‌রে না ?

‌কোন কোন ডা‌লে ফল ধ‌রে না ?

ভাল ক‌রে লক্ষ ক‌রে দেখ‌বেন যে, গা‌ছের কিছু অ-প‌রিপক্ষ ডা‌লে ফল ধ‌রে না। এবং ঐ সকল ডাল বা শাখা অপেক্ষাকৃত চিকন এবং কিছুটা এলে‌বে‌লে টাইপ বাকা‌নো। এছারা ডাল বা শাখা অতি ঘন‌ত্বে ছায়ার সৃ‌ষ্টি কর‌লে অপেক্ষাকৃত ছায়াযুক্ত স্থা‌নের ডাল বা শাখায় ফল ধ‌রে না।অাপ‌নি নিশ্চয় দে‌খে‌ছেন যে, গা‌ছের ব‌হিরাং‌শের ডালগু‌লো‌তে যেখা‌নে পর্যাপ্ত আলো প‌রে সেই সকল ডা‌লের ডগায় ফল ধ‌রে ।

কিন্তু সকল শাখাই খাদ্য গ্রহন ক‌রে।এখন আপ‌নি য‌দি অ প‌রিপক্ষ ডাল ছাটাই ক‌রে দেন ত‌বে গা‌ছে পূ‌র্বের চে‌য়ে অধিক ফল দি‌বে এবং ফ‌লের সাইজ বর হ‌বে ,কালার সুন্দর হ‌বে ।

তাই ফল সংগ্র‌হের প‌রে অ-প‌রিপক্ষ ডাল সাটাই করুন। অতি ঘনত্ব অংশ থে‌কে এমন ভা‌বে ডাল সাটাই করুন যেন গা‌ছে থাকা সকল শাখায় পর্যাপ্ত আলো প‌রে।এই পর্যায় ছাটাই একটু বে‌শি প‌রিমান করুন। যেন পরবর্তী বছর ফুল আসার পূর্ব পর্যন্ত নতুন শাখাগু‌লি‌তেও পর্যাপ্ত আলো প‌রে।

ফল সংগ্র‌হের শে‌ষে প্রথম সাটাই‌য়ের প‌রে প্র‌তি‌টি ডাল থে‌কে একা‌ধিক কু‌শি বের হ‌বে । তখন লক্ষ ক‌রে দেখুন অরপক্ষাকৃত সবল শাখা থে‌কে ১ টি কিম্বা ২ টি শাখা রে‌খে বা‌কি শাখা ক‌চি অবস্থায়ই ছে‌টে দিন।‌যেন পুনরায় এক‌টি শাখা থে‌কে একা‌ধিক শাখার সৃ‌ষ্টি হ‌য়ে আবার আপনার গা‌ছের কিছু অং‌শে অন্ধকারাচ্ছন্নতা তৈরী না কর‌তে পা‌রে।

ফল সংগ্র‌হের পর্যায় প্রু‌নিং এর ক্ষে‌ত্রে শাখার অগ্রভাগ থে‌কে গা‌ছের ভ্যারাই‌টি ও সাইজ ভে‌দে ১/২ ফুট দুরত্ব থে‌কে কাট‌তে হ‌বে।

ডাইবাগ এবং লিপব্লাষ্ট সৃষ্ট শাখা মরা পর্যায় মরা শাখার মৃত অংশ থে‌কে ৮/১০ ইঞ্চি প‌রে কে‌টে দি‌তে হ‌বে।

সকল ছাটাই ক্ষে‌ত্রে ধারাল কা‌চি ব্যবহার কর‌তে হ‌বে এবং গোল ক‌রে কাট‌তে হ‌বে যেন কোন অংশ থে‌কে বাকল থেত‌লে না যায় বা বাক‌লের কিছু অংশ উঠে না যায়।

প্রু‌নিং এর অন্য এক‌টি উদ্দ্যেশ্য হল কাছ খাট রাখা।এটি সাধারনত ছাদ বাগা‌নের ক্ষে‌ত্রে বে‌শি হয়।

প্রু‌নিং পূর্ববর্তী ও পরবর্তী যত্নঃ

আপ‌নি য‌দি ম‌নে ক‌রেন যে আপনার গা‌ছের ড্রা‌মের মা‌টি প‌রিবর্তন(ছাদ বাগা‌নের ক্ষে‌ত্রে) কর‌বেন ত‌বে সেটা প্রু‌নিং এর অন্তত ২০/৩০ দিন পূ‌র্বে ক‌রে ফেলুন।এবং মা‌টি‌তে খাদ্য/সার প্র‌য়ো‌গের কাজ‌টি কর‌তে পা‌রেন প্রু‌নিং এর ১০/১৫ দিন পূ‌র্বে।ত‌বে য‌দি ড্রা‌মের মা‌টি প‌রিবর্ত‌নের থা‌কে তাহ‌লে আলাদা ক‌রে সার ব্যবহার না ক‌রে মা‌টি তৈরীর সময় প্র‌য়োজ‌নিয় সার/খাদ্য দি‌য়ে দিন।

প্রু‌নিং এর প‌রে জৈব / রাসায়‌নিক ছত্রাক নাশক স্প্রে করুন। মেঘলা আকা‌শে প্রু‌নিং না করা উত্তম।মে‌নে রাখ‌তে হ‌বে প্রু‌নিং সময় কা‌ছের শাখার ক‌র্তিত অং‌শ থে‌কে যে কশ বের হ‌বে তা ক‌র্তিত অং‌শ চি‌কিৎসায় প্রাকৃ‌তিক দান হিসা‌বে কাজ ক‌রে।তাই ক‌র্তিত অং‌শের নির্গত কষ যেন বু‌ষ্টি‌তে ধু‌য়ে যে‌তে না পা‌রে।

লতা জাতীয় কোন কোন গা‌ছের প্রু‌নিং একটু ভিন্ন হয়।‌সে ক্ষে‌ত্রে গা‌ছের এক‌টি নিদৃষ্ট অংশ রে‌খে বা‌কি সকল অংশ ছে‌টে দি‌তে হয়।

বিদ্রঃব্যা‌ক্তিগত অ‌ভিজ্ঞতায় লেখা।প্র‌য়োজ‌নিয় পরামর্শ ও সমা‌লোচনা প্রতাশা রইল।

চাষা,‌কেঁ‌চো চাষা।

মোঃ বদরুল হায়দার বেপারী
চাষা , কেঁ‌চো চাষা
এ‌গ্রিকালচারাল ইমপট‌্যান্ট পা‌র্শন (এআই‌পি )
সাধারণ সম্পাদক,
কেন্দ্রীয় কার্যনির্বাহী ক‌মি‌টি,
বাংলা‌দেশ ভা‌র্মিক‌ম্পোষ্ট উৎপাদক এ‌্যা‌সো‌সি‌য়েশন।
যোগা‌যোগঃ ০১৭১১ ০৫৭২৭৬, ০১৯১৭ ৯৮৩০২২।।

#প্রু‌নিং_ও_চাষার_গল্প।

বাগানের মাটিতে কেঁচো সার,গোবর সার নয় কেন?আমরা জানি গোবর একটি ভাল জৈব সার।কেঁচো সার উৎপাদনে গোবর অন্যতম উপাদান।তবে বাগানে...
03/07/2025

বাগানের মাটিতে কেঁচো সার,গোবর সার নয় কেন?

আমরা জানি গোবর একটি ভাল জৈব সার।কেঁচো সার উৎপাদনে গোবর অন্যতম উপাদান।তবে বাগানের মাটিতে কেঁচো সার ব্যাবহার করব, কিন্তু গোবর সার নয় কেন?

হ্যা,এই বিষয়টি পরিশ্কারের জন্য প্রথমে জানা দরকার গোবর আমাদের মাটিতে কিভাবে সারের প্রয়োজন মিটায়।

গোবর প্রথম অবস্থায় এ্যামোনিয়া সহ বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ছত্রক, ব্যাকটেরিয়া সমৃদ্ধ থাকে।এটা দ্বিতিয় পর্যায় এ্যামনিয় এবং অন্যান্য গ্যাস দুরিভূত হয়ে ডি কম্পোষ্ট এবং তৃতিয় পর্যায় কম্পোষ্টে রুপান্তরিত হয়।
এই কম্পোষ্টেও কিছু ক্ষতিকর ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে যায়।

গোবর এই কম্পোষ্ট পর্যায় পর্যন্ত আসতে যে সময়টুক দরকার হয় সেই সময়ের মধ্যে গোবর সংরক্ষন ও উত্তম গুনগত মান ধরে রাখতে গোবরকে কিছু নিয়মের মধ্যে সংরক্ষন প্রয়োজন।

যেমনঃগোবরের স্তুপকে একটি নিদৃষ্ট উচ্চতার মধ্যে সংরক্ষন, যেন এ্যামনিয়া সহ ক্ষতিকর গ্যাস সহজে বের হয়ে যেতে পারে।রোদ এবং বৃষ্টি থেকে গোবরকে রক্ষা করতে হবে। যেন গোবরের মাটির জন্য প্রয়োজনিয় উপাদান বৃষ্টিতে ভিজে, রোদের তাপে নষ্ট না হয়।

এছারা আরও কিছু ধাপ অতিক্রম করে তবে গোবর উত্তম জৈব সারে পরিনত হয়।

কিন্তু সমস্যা হচ্ছে গোবরকে জৈব সারে রুপান্তরের জন্য সংরক্ষনের এই ধাপগুলোর একটিও পালন করা হয়না বিধায় গোবর সারে মাটির জন্য প্রয়োজনিয় উপাদানগুলো পাওয়া যায় না।

বিশেষত শহরের বাগানিগন হয় কোন খামার থেকে নয়ত নার্সারি থেকে গোবর সংগ্রহ করে থাকে।গোবর যত্রতত্র ফেলে রাখা হয়।সেখানে সংরক্ষনের কোন নিয়ম মানা হয়না বিধায় গোবর থেকে যে সুফল আমাদের পাওয়ার কথা তা কোন ভাবেই আমরা পাইনা।আমাদের বাগানি ভাইবোনেরা তাদের বাগানে গোবর সার ব্যাবহার করে মনে করে যে, তার বাগানে পর্যাপ্ত জৈব সার ব্যাবহার করেছে তাই ভাল রেজাল পাবে। কিন্তু দেখা যায় তারা তাদের কাংখিত ফলন পাচ্ছে না।

অন্যদিকে,কেঁচো সার তৈরী করতে কেঁচোকে উত্তম খাদ্য ও বাসস্থানের ব্যাবস্থা করতে হয়।কেঁচোকে দেয় খাদ্য খেয়ে কেঁচো যে মল ত্যাগ করে তাই কেঁচো সার।

তাই,কেঁচোকে সুস্থ ভাবে বাঁচিয়ে রেখে বংশ বিস্তারের মাধ্যমে কেঁচো সার পেতে গোবর সহ কেঁচোর খাদ্যকে রোদ, বৃষ্টি মুক্ত পরিবেশে রেখে প্রসেস করে এ্যামোনিয়া সহ ক্ষতিকর গ্যাসমুক্ত করে কেঁচো সার উৎপাদনে সুন্দর পরিবেশে উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কেঁচোর খাদ্য হিসাবে গোবর সহ অন্যান্ন উপাদান ডি কম্পোস্ট করে কেঁচোকে খাদ্য সরবারহ করা হলে কেঁচো খেয়ে যে মল ত্যাগ করে সে মলের সাথে কেঁচোর শরির থেকে বিভিন্ন হরমোন, এ্যানজাইন যোগ হয়ে ক্ষতিকর ছত্রাক ও ব্যাকটেরিয়া মুক্ত হয়ে প্রয়োজনিয় হরমোন, এ্যানজাইন,অনুজিব সমৃদ্ধ কেঁচো সার আমরা পেয়ে থাকি।

তাছারা গোবরের সাথে কচুরিপনা,এ্যাজোলা,ঘাষ,বাজারের তরিতরকারির উচ্ছিষ্ট,কলাগাছ, লতাপাতা পচিয়ে কেঁচোর খাদ্য সরবারহ হয় বিধায় মাটির প্রয়োজনিয় ১৪টি গুরুত্বপূর্ন উপাদানের প্রায় সবকটি উপাদান, হরমোন,এ্যানজাইম,অনুজিব সমৃদ্ধ থাকে তাই কেঁচো সার মাটির জন্য,আমাদের বাগানের জন্য উত্তম সার।

তাই গোবর সার নয়,বাগানের মাটিতে কেঁচো সার ব্যাবহার করুন।

চাষা।‌কেঁ‌চো চাষা।

মোঃবদরুল হায়দার বেপারী
এ‌গ্রিকালচারাল ইম্পট‌্যান্ট পার্শন(এআই‌পি)।
সাধারন সম্পাদক,
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,
বাংলাদেশ ভার্মীকম্পোষ্ট উৎপাদক এ্যাসোসিয়েশন।
কথাঃ০১৭১১০৫৭২৭৬/০১৯১৭৯৮৩০২২

রাসায়‌নিক সার ব্যাবহা‌রের কুফলঃআমা‌র মতামত। আ‌লোচনার  প্রস্তব‌টি রে‌খে‌ছিরলন  আমা‌দের Shilpi Akhter আপু। হ্যা,রাসায়‌নিক...
02/07/2025

রাসায়‌নিক সার ব্যাবহা‌রের কুফলঃআমা‌র মতামত।

আ‌লোচনার প্রস্তব‌টি রে‌খে‌ছিরলন আমা‌দের Shilpi Akhter আপু।

হ্যা,রাসায়‌নিক সার ব্যাবহা‌রে আমা‌দের মা‌টি,পা‌নি,প‌রি‌বেশ ও প্রানী দে‌হে ক্ষ‌তিকর প্রভাব বিস্তার ক‌রে ।

# রাসায়‌নিক সার ব্যাবহা‌রের ফ‌লে প্রাকৃ‌তিক "ইকো সি‌স্টেম ক্ষ‌তিগ্রস্থ হয়।প্রাকৃ‌তিক "ইকো সি‌স্টেম" ক্ষ‌তিগ্রস্ত হওয়া মা‌নে দাড়ায় ব্রহ্ম‌ন্ডে প্রান প্রকৃ‌তির এমন কিছু বা‌কি থা‌কে না যেখা‌নে ক্ষ‌তির ছোয়া পৌছায় না।

# রাসায়‌নিক সার ব্যাবহা‌রে মা‌টির পিএইচ ভারসম্য হারায় ।ফ‌লে মা‌টি তার মজুদ থে‌কে উদ্ভি‌দের প্র‌য়োজ‌নিয় নি‌র্দোষ(‌জৈব) কিম্বা দো‌ষি রাসায়‌নিক উদ্ভিদ‌কে সরবারহ কর‌তে স্বক্ষমতা হারায় ।উদাহরন হিসা‌বে য‌দি ব‌লি যে,মা‌টি‌তে পিএই‌চের মান ৩ এর নি‌চে নে‌মে এলে মা‌টি‌তে প্রাকৃ‌তিক ভা‌বে থাকা ‌বোরন উদ্ভিদ‌কে সরবারহ কর‌তে স্বক্ষমতা হারায় ।ফ‌লে নিরাপদ বোর‌নের বিকল্প হিসা‌বে রাসায়‌নিক বোরন সম্পূরক প্র‌য়ো‌গের দ্বারা অর্থ‌নৈ‌তিক ভা‌বে ক্ষ‌তিগ্রস্থ হই ।রাসায়‌নি‌কের লাক্সারীট্রা‌পে বন্দী থে‌কে পুরনায় প্রাকৃ‌তিক "ই‌কো সি‌স্টেম" ধ্বং‌শে মে‌তে উঠি।‌ঠিক বোর‌নের উদাহর‌নের মতই উদ্ভি‌দের প্র‌য়োজ‌নিয় অন্যান্ন খাদ্য,অনুখাদ্য প্রাকৃ‌তিক ভা‌বে সরবার‌হে মা‌টির অক্ষমতা সৃ‌ষ্টি ক‌রে।

# মা‌টি‌তে জৈব পদা‌র্থের আধার ধ্বংশ ক‌রে ।এবং জৈব পদা‌র্থের উপ‌স্থি‌তি ক‌মে গে‌লে (৫ % কম ) এক কথায় মা‌টি অসুস্থ হ‌য়ে প‌রে ।মা‌টি‌তে থাকা উদ্ভি‌দের প্র‌য়োজ‌নিয় রাসয়‌নিক উপাদান মা‌টি উদ্ভি‌কে সরবার‌হের সক্ষমতা হারায় ।এক কথায় জৈব পদা‌র্থের ঘাট‌তির জন্য রাসয়‌নি‌কের গুনাগুন ক‌মে যায়।

# রাসায়‌নিক প্রাকৃ‌তি‌তে থাকা অনু‌জিব ধ্বংশ ক‌রে । প্রাকৃ‌তিক "ই‌কো সি‌স্টেম"ক্ষ‌তিগ্রস্ত ক‌রে ।প্রাকৃতি‌তে অনু‌জিব ব্যাপক কর্ম সম্পাদন ক‌রে থা‌কে , যা আমরা চোঁ‌খে দেখ‌তে পাই না।আমরা একটু ভে‌বে দে‌খি যে,দু‌নিয়া‌তে এত ব্যাপক প‌রিমা‌নে মর দেহ ,এগু‌লো‌কি আমরা কেউ ধ্বংশ ক‌রে‌ছি ?য‌দি না ক‌রে থা‌কি ত‌বে পৃ‌থিবী সৃ‌ষ্টি থে‌কে অগ‌নিত ট্রি‌লিয়ন মর‌দেহ য‌দি দু‌নিয়া‌তে থে‌কে যেত ত‌বে দু‌নিয়া কতটুক আমা‌দের বসবা‌সের উপ‌যো‌গি থাকত ? তাহ‌লে এই মর দেহ গু‌লি কিভা‌বে ধ্বংশ হ‌চ্ছে ? হ্যা,এই মর দেহ গু‌লি ধবংশ কর‌তে নির‌বি‌চ্ছিন্ন কাজ কর‌ছে ব্যাক‌টে‌রিয়া ।আচ্ছা আমরা‌কি মে‌শি‌নে দ‌ধি তৈরী কর‌তে পা‌রি ? তাহ‌লে দ‌ধি কিভা‌বে তৈরী হ‌চ্ছে ?হ্যা,এখা‌নেও কাজ কর‌ছে ব্যাক‌টে‌রিয়া।এখন প্রশ্ন কর‌তে পা‌রেন যে,সকল অনু‌জিব কি উপকা‌রি ? নিশ্চই না ।তাহ‌লে ?হ্যা,বন্ধুরা পৃথিবীতে মোট ৩৯ কোঠী অনু‌জি‌রেব ম‌ধ্যে মাত্র কোঠী ৫ ক্ষ‌তিকারক অনু‌জিব। বা‌কি ৩৪ কোঠী উপকা‌রি অনু‌জিব। তাহ‌লে রাসায়‌নি‌কের প্রভা‌বে যখন ঢালাও ভা‌বে অনু‌জিব ধ্বংশ হয় তখন বন্ধু ও শত্রু অনু‌জি‌বের ক্ষ‌তির অনুপাতটা একবার ভাবুন ।রাসায়‌নি‌কের প্রভা‌বে অনু‌জিব কিভা‌বে ক্ষ‌তিগ্রস্থ হয় ? উদাহরন হিসা‌বে ভাবুন কার্বনঃ নাই‌ট্রো‌জে‌নের(CN) অনুপাত ৩০ঃ ১ এ ট্রাই‌কোডার্মা স‌ঠিক ভা‌বে বেঁ‌চে থে‌কে তার কর্ম সম্পাদন কর‌তে পা‌রে । এখন রাসয়‌নি‌কের প্রভা‌বে কার্বন এবং নাই‌ট্রো‌জেন অনুপাত ভে‌রি‌য়েশন হ‌লে ব্যাক‌টে‌রিয়ার কার্যক্রম ব্যাহত হয় ।আচ্ছা পানের সব‌জির পচন রো‌গের সা‌থে প‌রি‌চিত নই কে ?প্রায় অনে‌কেই প‌রি‌চিত ।এই পচন প্রকৃয়াটা কে ক‌রে ? কিভা‌বে ক‌রে ? হ্যা বন্ধুরা ,বন্ধু ব্যাক‌টে‌রিয়া ক‌মে গে‌লে যে প্রা‌নের,উ‌দ্ভি‌দে বন্ধু ব্যাক‌টে‌রিয়ার উপ‌স্থি‌তি ক‌মে যায় সেখা‌নে শত্রু ব্যাক‌টে‌রিয়া ব্যাপক ভা‌বে আক্রম‌নের দ্বারা পচনক্রিয়া শুরু ক‌রে ।বন্ধু ব্যাক‌টে‌রিয়া কিভা‌বে এই পচন সৃ‌ষ্টিকারী ব্যাক‌টে‌রিয়া প্র‌তিহত করত ? বন্ধু ব্যাক‌েটে‌রিয়া শত্রু ব্যাক‌টে‌রিয়া প্র‌তি‌রো‌ধে সার্বক্ষ‌নিক কাজ ক‌রে চ‌লে ।‌সে আলোচনা বিষদ ।‌কিন্তু রাসায়‌নি‌কের প্রভা‌বে যখন ঢালাও ভা‌বে ব্যাক‌টে‌রিয়া ক্ষ‌তিগ্রস্ত হয়,তার বসবা‌সের উপযুক্ত প‌রি‌বেশ হারায় তখন মুলত আমরা ব্যাপক ভা‌বে শত্রুর চে‌য়ে বন্ধু ব্যাক‌টে‌রিয়াই হারাই।

বি‌ভিন্ন প্রকার অনু‌জিব যে‌হেতু মা‌টি,পা‌নি,প্রান প্রকৃ‌তি‌তে "ই‌কো সি‌স্টেম"রক্ষায় সার্বক্ষ‌নিক ব্যাপক ভা‌বে কাজ ক‌রে চ‌লে সে‌হেতু রাসায়‌নি‌কের প্রভা‌বে ক্ষ‌তি হয়না কোথায় সেটা আমার যানা নেই।

# রাসায়‌নি‌কের প্রভা‌বে মানব স্বা‌স্থ্যের ব্যাপক ক্ষ‌তিকর পর্ব সা‌ধিত ক‌রে ।‌সেটা না হয় অন্য দিন শুনব।আমরা ইতিম‌ধ্যে অনেক বি‌শেষজ্ঞ‌দের আলোচনায় অনেকটা আতং‌কিত ।

# রাসায়‌নি‌কের প্রভা‌বে মা‌টির হিউমাস ধ্বংশ হয়।কথা হল হিউমাস আবার কি ?‌কি ভা‌বে আমা‌দের সহয়তা কর‌তে পরে ? এক কথায় হিউমাস হ‌লো মা‌টির "উদার ইকো সি‌স্টেম বা মজুদ ও প্রদা‌নের আধার ।

# রাসায়‌নিক গ‌বেষনা, প্রস্তুত,সংরক্ষন ও ব্যাবহা‌রে দু‌নিয়া‌তে অনেক খারাপ জিবানু সৃ‌ষ্টির ইতিহাস আমরা অনেক শু‌নে‌ছি কিন্তু এক‌টিও বন্ধু জিবানু সৃ‌ষ্টির ইতিহাস অন্তত আমি শু‌নি‌নি ।

# রাসায়‌নি‌কের সহয়তায় উৎপা‌দিত সব‌জি ,ফলে পুষ্টি মান অনেক কম থা‌কে।উক্ত সব‌জি , ফল সংরক্ষ‌নে জৈব প্র‌ক্রিয়ায় উৎপা‌দিত সব‌জি ও ফ‌লের তুলনায় দ্রুত সম‌য়ে রে‌শি প‌রিমান পু‌ষ্টিমান হাড়ায় ।অনুরুপ ভা‌বে রান্নার প‌রেও জৈব পদ্ধ‌তি‌তে উৎপা‌দিত সব‌জি,ফ‌লের চে‌য়ে রাসায়‌নিক পদ্ধ‌তি‌তে উৎপা‌দিত সব‌জি,ফ‌লের পুষ্টিমান বে‌শি হারায় ।আমা‌দের অজা‌ন্তে এবং নি‌শ্চি‌ন্তে পু‌ষ্টিমা‌নের ঘাট‌তি থে‌কে যায় ।কারন আমরা সব‌জি বা ফ‌লের পু‌ষ্টিমা‌নের সাধারন হিসাব মত ,প্র‌য়োজনমত গ্রহন ক‌রে নি‌শ্চিন্ত হই ।‌কিন্তু বাস্ত‌বে দেখা যায় রাসায়‌নিক সং‌শ্লিষ্টতার কার‌নে পু‌ষ্টিমা‌নের কম‌তি থে‌কে যায় ।একবার ভাবুন না প্র‌তি‌দিন আপনার অজা‌ন্তেই আপনার প‌কেট থে‌কে ১০/১৫ টাকা চু‌রি হ‌চ্ছে ।৬০/৬৫/৭০ বছ‌রের জীব‌নে কতটা ?এভা‌বেই রাসায়‌নি‌কের প্রভা‌বে ম‌নের অজা‌ন্তে প্র‌তিটা দিন আমরা আমা‌দের প্রিয় শ‌রি‌রে গ‌ড়ে তুল‌ছি পূ‌ষ্টি হীনতার আধার ।ফ‌লে আস‌ছে রোগ,ব্যাধী ।‌চি‌কিৎসার না‌মে আবারও টাকার স্রাদ্ধ ক‌রে সেই "রাসায়‌নি‌কের লাক্সারী ট্রা‌পে" বন্ধী হ‌য়ে পর‌ছি।

আজ আর বাচালতা করবনা ।সং‌ক্ষে‌পেঃ

# মা‌টির বুনট হারায়।
# অংকু‌রোদগম হার কমায়।
# শিকর থে‌কে খাদ্য গ্রহন ক্ষমতা কমায়।
# রাসায়‌নি‌কের ক্রমবর্ধমান ব্যাবহার বৃদ্ধি ব্যায় বাড়ায়।
# উদ্ধিদ‌কে রোগ প্র‌তি‌রোধ ক্ষমকা কমায়।প্র‌তি‌রোধ ও প্র‌তিকা‌রে ব্যায় বাড়ায়।

# বাতা‌স এবং পা‌নি‌তে কার্বন ও শিশার প‌রিমান বাড়ায় । জলবায়ু‌তে উষ্ঞায়ন রা‌ড়ি‌য়ে প্রান,প্রকৃ‌তি‌তে ব্যাপক ক্ষ‌কিকর ভূ‌মিকা রা‌খে।

কৈ‌ফিয়তঃ
চাষা।আ‌মি বি‌শেষজ্ঞ নই।‌বি‌শেষজ্ঞ‌দের মতামত,সমা‌লোচনা,সং‌যোজন,‌বি‌য়োজন প্রস্তা‌বের অনু‌রোধ কর‌ছি।

ধন্যবাদ।

মোঃ বদরুল হায়দার বেপারী এআই‌পি।
সাধারন সম্পাদক,
কেন্দ্রীয় কার্যনিবাহী ক‌মি‌টি।
বাংলা‌দেশ ভা‌র্মিক‌ম্পোষ্ট উৎপাদক এ‌্যা‌সো‌সি‌য়েশন।
কথাঃ ০১৭১১ ০৫৭২৭৬ ,, ০১৯১৭ ৯৮৩০২২

স্বাস্থ‌্য স‌চেতনতায় সুস্থ থাকুন ।
02/07/2025

স্বাস্থ‌্য স‌চেতনতায় সুস্থ থাকুন ।

স্বাস্থ‌্য স‌চেতনতায় সুস্থ‌ থাকুন ।
01/07/2025

স্বাস্থ‌্য স‌চেতনতায় সুস্থ‌ থাকুন ।

Address

Chawthaimohal
Nazirpur
8540

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801711057276

Alerts

Be the first to know and let us send you an email when Jago Agro Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jago Agro Solution:

Share