Nice Islam

Nice Islam It's Ok. "If you don't like me"
"Because no everyone has good teste".
(4)

23/08/2025

゚viralシfypシ゚viralシ

18/08/2025

゚viralシfypシ゚viralシ

02/08/2025

--- একটা ছোট গল্পঃ করে দিলাম সবাই পরে জানাবেন কেমন হয়েছে🥹

💔 গল্পের নাম: “ভাঙা বাসরঘর” 💔

নিশাত আর আরাফ—একটা স্বপ্নের মতো সংসার ছিল তাদের। চারপাশের সবাই বলতো, "তাদের মতো জুটি যেন সিনেমার গল্প!"
বিয়ের পর নিশাত চাকরি ছেড়ে দিয়ে সংসারটাকে সাজিয়েছিল নিজের মনের মতো। ঘরে আরাফের প্রিয় খাবার, বারান্দায় দু’জনের জন্য চায়ের কাপ, আর রাতে ঘুমের আগে ছোট্ট গল্প—এগুলোই ছিল তাদের জীবন।

তবে সময়ের সাথে সাথে, আরাফ বদলে যেতে লাগলো।
ফোনটা যেন অনেক বেশি ব্যস্ত থাকতো, চোখে-মুখে থাকতো এক অজানা দূরত্ব। নিশাত বুঝতে পারতো কিছু একটা ঠিক নেই, কিন্তু কিছু বলতে সাহস পেতো না—ভয় পেতো হারানোর।

🕳️ তখনই এলো তৃতীয় জন — "মেহজাবিন"।

এক অফিস পার্টিতে দেখা, তারপর ফোনে কথা, তারপর ধীরে ধীরে গভীরতা।

আরাফের চোখে তখন মেহজাবিনই ছিল "নতুন অনুভব", “নতুন ভালোবাসা”।
সে বলেছিল:

> “তুমি ভালো, কিন্তু আমার ভালোবাসা বদলে গেছে নিশাত…”

নিশাত ভেঙে পড়েছিল—সে বুঝতেই পারছিল না যে একটা এত সুন্দর সংসার, এত দ্রুত এত ঠাণ্ডা হয়ে গেল কিভাবে।

নিশাত বলেছিল শুধু একটাই কথা:

> "ভালোবাসা থাকলে মানুষ একা কষ্ট পায়, আর না থাকলে দুইজন মিলে একটা সংসারও শেষ করে ফেলে।"

আরাফ চলে গিয়েছিল মেহজাবিনের সাথে।
নিশাত চোখে জল নিয়ে বলেছিল:

> "আমার কোনো দোষ ছিল না, তবুও আমি শাস্তি পেলাম। ভালোবাসা যেন আজকাল প্রতিযোগিতা হয়ে গেছে—যে বেশি নতুন, সেই জেতে।"

---

🌑 শেষ দৃশ্য:

নিশাত এখন একা। তবে সে কাঁদে না আর। সে জানে, হারানোর কষ্ট অনেক গভীর, কিন্তু নিজেকে ফিরে পাওয়ার শান্তি তার চেয়েও বড়।

একদিন বন্ধু তাকে জিজ্ঞাসা করেছিল, "তুমি কি আবার কাউকে ভালোবাসবে?"
সে মুচকি হেসে বলেছিল:

> "ভালোবাসবো ঠিকই, কিন্তু এবার সেই মানুষটিকে, যে হারানোর ভয় না দেখিয়ে পাশে থাকার অঙ্গীকার করবে।"

---

🕊️ গল্পের বার্তা:

সব সম্পর্কের শেষ বিয়ে নয়। আবার সব বিয়ের শেষ ভালোবাসাও নয়।
যে সম্পর্ক বিশ্বাস হারায়, সে সম্পর্ক কখনোই ঘর বানাতে পারে না—শুধু দেয়াল তোলে।

---

আপনাদের এই গল্প কেমন লাগলো বলবেন🤗

বলেন তো, পরের অংশে কী জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন? 💌

লেখিকা: Nice Islam

#আমার #আমার #সবাই

27/07/2025

নিরিবিলি একটা জায়গা❣️

18/05/2025

ভালো লাগে না আর ঘুম ও আসে না😪

26/04/2025

কাউকে না পাওয়ার চাইতে, পেয়ে হারানোর ব্যাথাটা সবচেয়ে বেশি কষ্টের!! 😌🤍🌸

❤️‍🩹💔

25/04/2025

আচ্ছা মানুষ এত বেঈমান কেনো হয়🙂
আমার পৃথিবী ছিল এক দিকে সে ছিল আরেক দিকে তারপরও কেনো😭

24/04/2025

মনে রাখবেন যাদেরকে আপনি খুশি রাখার চেষ্টা করবেন। তারাই আপনাকে বেশি কষ্ট দিবে!🤷🏻‍♀️

22/04/2025

একটা ছেলের পোস্ট দেখলাম 'এই গরমে আমার জন্য কিচেনে গিয়ে রান্না করতে পারবা? না পারলে প্লিজ আমাকে ভুলে যাইয়ো!'

পোস্ট দেইখা মাথায় আসলো 'তোর জীবনে কোনো মেয়েই আসবে না, আবার করবে রান্না!'

আমি একটা জিনিস দেখে এসেছি, চিল্লাইয়া,রাগ দেখাইয়া,বা জোরাজোরি করে মেয়েদের থেকে কিছু আদায় করা যায় না, মেয়েদের থেকে কিছু আদায় করার সবচেয়ে ভালো ওয়ে হইলো তাকে ভালোবাসা,তাকে সম্মান করা, তারে প্রায়োরিটি দেওয়া। এইসব জিনিস পাইলে এই গরম কেনো? রাতের ৩ টা বাজে উঠে কিছু খেতে চাইলেও মেয়ে মানুষ আপনাকে রান্না করে খাওয়াবে!

আপনি ভালোবাসেন, কেয়ার করেন, সম্মান করেন, সব প্রায়োরিটি তারে দেন, বিনিময়ে দেখবেন কি যে ভালোবাসা টা আপনাকে দিচ্ছে,এই তীব্র গরমে আপনি কিছু খেতে চাইলেও খাওয়াবে ভাই নিশ্চিত! ❤️

©️ umed

ফুল🫶🏻 #ফুল
22/04/2025

ফুল🫶🏻
#ফুল

Address

Nazirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nice Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share