
27/09/2025
আমি অপমান ভুলি না,
ছোট ছোট ভুল বোঝাবুঝিতে
করা বিশ্রি ব্যবহার ভুলি না,
কষ্ট পাব জেনেও যে দুঃখ আমাকে
উপহার দেওয়া হয়
তা আমি সাজিয়ে রাখি অত্যন্ত যত্নে!
যেসব কথা আমাকে তীব্র যন্ত্রণায় কাঁদিয়েছে,
সেসব কথা আমি কোনোদিনও ভুলতে পারি না।
আমি স্বাভাবিক হই, চোখ মুছি
তবে ক্ষতের দাগ মুছি না!