09/07/2025
টানা বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পসহ উখিয়া-টেকনাফের ৭০ গ্রাম প্লাবিত, ৬০ হাজার পরিবার পানিবন্দি
টানা বৃষ্টিপাতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার অন্তত ৭০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে প্রায় ৬০ হাজার পরিবারের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দেওয়া তথ্যমতে, উখিয়ায় ২০টি ও টেকনাফে ৫০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি উখিয়ার ৩টি রোহিঙ্গা ক্যাম্পেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, গত ৪ দিন ধরে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত ৩০ ঘণ্টায় ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
টেকনাফের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা জানিয়েছেন, হ্নীলা, হোয়াইক্যং, টেকনাফ সদর, সাবরাং, বাহারছড়া ইউনিয়নের ৫০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, তাদের ইউনিয়নের ১২টি গ্রামে ৪ হাজারের বেশি পরিবার পানিবন্দি। টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল্লাহ মনির জানান, পৌর এলাকার কলেজপাড়া, ডেইলপাড়া, জালিয়াপাড়া সহ ৭টি গ্রাম প্লাবিত হয়েছে। টেকনাফ সদর ইউনিয়ন, সাবরাং ও হোয়াইক্যং ইউনিয়নের অনেক গ্রামও পানির নিচে তলিয়ে আছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, কয়েকটি গ্রাম পানিবন্দি হওয়ায় তাদের খোঁজ নেওয়া হচ্ছে। পাহাড়ধসের ঝুঁকিতে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
উখিয়ায়ও একই অবস্থা। গত ৪ দিনের টানা বর্ষণে ২০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিতে সবজি ক্ষেত, আমন বীজতলা ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামীণ রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী দ্রুত পানি নিষ্কাশন ও ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমদ জানান, টানা বৃষ্টিতে আমন বীজতলা নষ্ট হয়েছে। এদিকে, থাইংখালী-মোছারখোলা সড়কে গাছ পড়ে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত গ্রামের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার হোসেন।
রোহিঙ্গা অধ্যুষিত কুতুপালংয়ের ৩টি ক্যাম্পেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, টানা বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।