Mridul Maaruf

Mridul Maaruf Educational Content Creator

এই বছরের জানুয়ারিতে, শেরপুরে।
20/06/2025

এই বছরের জানুয়ারিতে, শেরপুরে।

হেলো মাইক টেস্টিং। হেলো।
18/06/2025

হেলো মাইক টেস্টিং। হেলো।

"আপনার স্কিল ভালো, কিন্তু কেউ আপনাকে চেনে না?"আপনি হয়তো দারুণ গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, কনটেন্ট ক্রিয়েটর, বা অন্য য...
17/06/2025

"আপনার স্কিল ভালো, কিন্তু কেউ আপনাকে চেনে না?"
আপনি হয়তো দারুণ গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, কনটেন্ট ক্রিয়েটর, বা অন্য যেকোনো ট্যালেন্টেড ব্যক্তি —
কিন্তু তবুও কেউ আপনাকে খুঁজে পাচ্ছে না। কেউ আপনাকে চিনছে না।

এর একটাই কারণ – আপনি নিজের ব্র্যান্ডি করছেন না।

আজকের দিনে শুধু ভালো স্কিল থাকলেই হয় না।
মানুষকে দেখাতে হয় আপনি কে, কী পারেন, এবং কিভাবে আপনি অন্যদের সমস্যার সমাধান করতে পারেন।
এই জার্নিটাই হলো Personal Branding।

🔥 আজ থেকেই শুরু করুন – নিজের একটা ব্র্যান্ড হয়ে উঠুন:
✅ ১. আপনার স্কিল নিয়ে ছোট ছোট ভিডিও বানান।
দেখান আপনি কীভাবে কাজ করেন, কী জানেন, আর আপনার কাজ কীভাবে অন্যকে হেল্প করতে পারে।

✅ ২. প্রতিদিন ১টি টিপস বা ইনসাইট পোস্ট করুন।
আপনার কাজ বা অভিজ্ঞতা থেকে এমন কিছু শেয়ার করুন, যেটা অন্য কেউ জানে না বা বুঝে না।

✅ ৩. নিজের গল্প শেয়ার করুন।
আপনি কোথা থেকে এসেছেন? কীভাবে শেখা শুরু করেছেন? কোন চ্যালেঞ্জ পার হয়েছেন? মানুষ গল্প ভালোবাসে।

🌟 বিশ্বাস করেন, যখন আপনি নিজের কথা বলা শুরু করবেন,
মানুষ আপনাকে চিনবে, ফলো করবে, এবং একদিন হয়তো আপনার কাছ থেকেই শিখতে চাইবে।

এখনই কমেন্টে লিখুন – “আমি শুরু করব!”
আমি দেখতে চাই, আপনি সিরিয়াস কিনা –সেই সাথে আপনার পার্সোনাল ব্র‌্যান্ডিং জার্নিতে আমিও হেল্প করব!

A day on IDEB Bhaban....
16/05/2025

A day on IDEB Bhaban....

আগামীকাল আমাদের জীবনের সবচেয়ে বড় কাল
13/05/2025

আগামীকাল আমাদের জীবনের সবচেয়ে বড় কাল

10/05/2025

লেগে থাকার বিকল্প নেই | Power of Growth Mindset

ছবির বয়স ১ বছরের মতো। আমি কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছি ২০২৪ এর ফ্রেব্রুয়ারী থেকে, প্রথম ভিডিওর শুটের আগের ছবি এগুলো। আমি ...
09/05/2025

ছবির বয়স ১ বছরের মতো। আমি কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছি ২০২৪ এর ফ্রেব্রুয়ারী থেকে, প্রথম ভিডিওর শুটের আগের ছবি এগুলো। আমি ইজুকেশনাল কন্টেন্ট বানাই । আমি জানি এ ধরনের কন্টেন্ট এ মানুষের আগ্রহ্ একটু কম। কিন্তু ওই যে প্যাশন। যার যেটা ভাল্লাগে।

সেই সাথে পার্সোনাল ব্র‌্যান্ডিং এর নেশা। আমি চাই আমাকে মানুষ একজন ভালো মানুষ হিসেবেই আইডেন্টিফািই করুক। তাই চেষ্টা করছি, আমার কাজের মাধ্যমে ভালো কিছু উপহার দিতে। বাকিটা আল্লাহ্ ভরসা।

যারা আমার কন্টেন্ট দেখেছেন, তাঁদের রিভিউ-এর অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।

08/05/2025

Trust is the foundation of every successful relationship, whether personal or professional. It's not built overnight, but through consistent actions, honesty, and reliability. When you show up for others, keep your promises, and communicate openly, you create a bond that fosters understanding and respect.

Building trust takes time, but the rewards are immeasurable. Trust leads to deeper connections, better collaboration, and a more positive environment. So, if you want to strengthen your relationships, focus on being dependable, authentic, and empathetic. Over time, trust will be your greatest asset.

08/05/2025

কোনো একটা সার্ভিস কোনো জায়গা থেকে ধরে এনে বিজনেস শুরু করে দিলেই হবে না । হয়তো আপনার সার্ভিসের Percieved Value High হতে হবে । অথবা Leverage থাকতে হবে।

প্রথমেই আসি , High Perceived Value জিনিসটা আসলে কি? এটার মানে হচ্ছে। এমন একটা সার্ভিস যেটা ক্লায়েন্টের জন্য খুবই Valuable । যেটাকে ছাড়া তাঁদের বিজনেস বা কাজটাকে কল্পনাই করা যায় না। এবং এইধরনের সার্ভিসের জন্য ক্লায়েন্ট টাকা ঢালতে এক পায়ে খাড়া।

উদাহরণ হিসেবে যদি বলতে যাই, Sales Funnel Building, আপনি কোনো বিজনেস অওনারের জন্য ওয়েবসাইট বানানো থেকে শুরু করে তাঁর Revenue বাড়ানোতে হেল্প করলেন। এই যেমন Facebook Ads Management. আপনি যদি কোানো ক্লায়েন্টের জন্য ১০ হাজার টাকার এড রান করে ১ লাখ টাকা প্রফিট আনতে পারেন। তাহলে ক্লায়েন্ট আপনাকে ২০ হাজার টাকা দিতে কেনো দ্বিধা করবে? আর এইখানেই হচ্ছে Percieved Value’র আসল খেলাটা।

এবার আসি High Leverage এ। আপনি অন্যের স্কিল ব্যবহার করে নিজে টাকা ইনকাম করতে পারবেন। কোনোরকম হাই স্কিল ছাড়াই।

যেমন ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন না। কিন্তু কয়েকজন ভালো মানে গ্রাফিক্স ডিজাইনারকে আপনি চিনেন, যারা মোটামুটি কম বাজেটে প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করে। আপনি এখানে কন্ট্রাক্টর হিসেবে কাজ করবেন । ধরেন একজন ক্লায়েন্ট একটা প্রজেক্টে আপনাকে ১০হাজার টাকা পে করবে। আর আপনি গ্রাফিক্স ডিজাইনার কে ৪/৫ হাজার টাকা দিয়ে কাজটা করিয়ে নিবেন।

সো বাকি টাকাটা আপনার। আপনার এখানে স্কিল থাকতে হচ্ছে না । প্রয়োজন হচ্ছে আপনার স্কিলডফুল কয়েকজন ওয়ার্কার/ ফ্রিল্যান্সার এবং ভালো কমিউনিকেশন দক্ষতা।

07/05/2025

পুরাতন ভিডিও ক্লিপে আমি এবং আমার মোড

I Interviewed My Mentor, Nafees Salim! 🌟I had the great chance to talk with my mentor, Nafees Salim, on stage. It was an...
06/05/2025

I Interviewed My Mentor, Nafees Salim! 🌟

I had the great chance to talk with my mentor, Nafees Salim, on stage. It was an amazing experience! He shared so much knowledge about learning, growing, and The Power of content creation & Personal Branding. 🎤

I am really thankful for everything I’ve learned from him. It’s inspiring to talk to someone with so much wisdom.

Video will upload soon.

Address

Netrakona

Telephone

+8801889954175

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mridul Maaruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mridul Maaruf:

Share