Made in netrokona

Made in netrokona From roads to wilderness,human social bonds,sports and cultural arenas.পথে প্রান্তরে ছুটে চলা সবখানে।
(2)

পূর্বধলা উপজেলার মানবিক ইউএনও মো. খবিরুল আহসানের বদলির প্রতিবাদে মানববন্ধন এবং রেলপথ অবরোধ করে এলাকার সর্বস্তরের জনতা। ঢ...
10/12/2024

পূর্বধলা উপজেলার মানবিক ইউএনও মো. খবিরুল আহসানের বদলির প্রতিবাদে মানববন্ধন এবং রেলপথ অবরোধ করে এলাকার সর্বস্তরের জনতা। ঢাকাগামী বলাকা ট্রেন অবরোধে পড়ে। পরে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে তারা ইউএনও সাহেবের বদলি বাতিল করাবেন। এরপর অবরোধ তুলে নেয় জনতা৷ যদি প্রশাসন তাদের প্রতিশ্রুতি রক্ষা না করে তাহলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

22/08/2024

হে আল্লাহ আপনি বন্যার এই ভয়াবহতা মোকাবিলায় আমাদের শক্তি ও সামর্থ্য দিন।
আপনি বন্যার্তদের হেফাজত করুন,,আমিন।।।

বৃহত্তর ময়মনসিংহের অন্যতম মুরুব্বি,আধ্যাত্নিক রাহবার,পীরে কামেল শায়খুল হাদিস আল্লামা আলহাজ্ব হযরত মাওলনা আহাম্মদ হোসেইন ...
21/08/2024

বৃহত্তর ময়মনসিংহের অন্যতম মুরুব্বি,আধ্যাত্নিক রাহবার,
পীরে কামেল শায়খুল হাদিস আল্লামা আলহাজ্ব হযরত মাওলনা আহাম্মদ হোসেইন সাহেব,শায়খে সেহলা। শারীরিকভাবে অসুস্থ।
আল্লাহ পাকের কাছে সুস্থতা কামনা সহ উনার হায়াতে
বরকত কামনা করছি আমীন।।।

21/08/2024

কাওরে রাখ গাছতলাতে মাওলা কাওরে রাখ পাঁছতলায়।

10/07/2024

ছোট আবেদ আলীরা ধরা খায়,
বেনজির মতিউর সুযোগে পালিয়ে যায়।

09/07/2024

বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি।
চাষার ছেলে চাষাই রবে,
কোটায় গড়া জাতি!
কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক।

দয়া করে শেয়ার করুন।।উনাকে কেউ চিনে থাকলে ওনার বাসায় খবর দিন।উনি নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে এক্সিডেন্ট ...
08/07/2024

দয়া করে শেয়ার করুন।।
উনাকে কেউ চিনে থাকলে ওনার বাসায় খবর দিন।
উনি নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে এক্সিডেন্ট অবস্থায় পড়েছিল আমি নিয়ে নেত্রকোনা সদর হসপিটাল আসছি উনার পরিচিত কেউ উনাকে চিনতে পারলে যোগাযোগ করুন 01686869358।।।

29/06/2024

ছোট চোর যখন বড় চোরের ধমক দেয়।

31/05/2024

ভাগ্যিস বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল; নইলে জানাই যেত না যে কোরানে আগেভাগেই এতকিছু বলা আছে!!!
১ – বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোন আলো নেই। সূরা ফুরক্বানের ৬১ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
২ – বিজ্ঞান মাত্র দুশো বছর আগে জেনেছে
চন্দ্র এবং সূর্য কক্ষ পথে ভেসে চলে... সূরা
আম্বিয়া ৩৩ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৩ – সূরা কিয়ামাহ’র ৩ ও ৪ নং আয়াতে ১৪০০ বছর আগেই জানানো হয়েছে; মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব। যা আজ প্রমাণিত।
৪ - ‘ বিগ ব্যাং’ থিওরি আবিষ্কার হয় মাত্র
চল্লিশ বছর আগে। সূরা আম্বিয়া ৩০ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৫ – পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয় নি... সূরা যুমার ২১ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৬ – বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্ঠি পানি একসাথে মিশ্রিত হয় না। সূরা ফুরকানের ২৫ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৭ – ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে; বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভাল থাকে।
৮ – বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপীলিকা মৃত দেহ কবর দেয়, এদের বাজার পদ্ধতি আছে। কুরআনের সূরা নামল এর ১৭ ও ১৮ নং আয়াতে এই বিষয়ে ধারণা দেয়।
৯ – ইসলাম মদ পানকে হারাম করেছে , চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর।
১০ – ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান আজ বলছে শুকরের মাংস লিভার, হার্টের জন্য খুবই ক্ষতিকর।
১১- রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। সূরা মুমিনূনের ২১ নং আয়াতে কুরআন এই বিষয়ে বর্ণনা করে গেছে।
১২ - মানুষের জন্ম তত্ব ভ্রুন তত্ব সম্পর্কে
বিজ্ঞান জেনেছে এই কদিন আগে। সূরা আলাকে কুরআন এই বিষয়ে জানিয়ে গেছে ১৪০০ বছর আগে।
১৩ - ভ্রন তত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে
পুরুষই ( শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে) তা নির্ধারণ করে। ভাবা জায়... কুরআন এই কথা জানিয়েছে ১৪০০ বছর আগে।
( সূরা নজমের ৪৫, ৪৬ নং আয়াত, সূরা
কিয়ামাহ’র ৩৭- ৩৯ নং আয়াত)
১৪ - একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার। ভাবা যায়?
১৪০০ বছর আগের এক পৃথিবীতে ভ্রুনের বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে। যা আজ প্রমাণিত !
( সূরা সাজদাহ আয়াত নং ৯ , ৭৬ এবং সূরা ইনসান আয়াত নং ২ )
১৫ – পৃথিবী দেখতে কেমন? এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা, সমান্তরাল... কোরআন ১৪০০ বছর আগে জানিয়ে
গেছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মত গোলাকার।
১৬ – পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে দুশ বছর আগে। সূরা লুকমানের ২৯ নং আয়াতে কুরআন এই কথা জানিয়ে গেছে প্রায় দেড় হাজার বছর আগে !!.....আমাদের সমস্যা হল আমরা সব কিছুই জানি... যারা নাস্তিক তারাও জানে... পার্থক্য টা হল ' বোধ' যেমন ধরুন একজন নেশাকর জানে যে নেশা করলেই তার জীবন নষ্ট হয়ে যাবে, যে ছেলে বাবা কে খুন
করেছে সে জানে যে এই মানুষটি তাকে জন্ম
দিয়েছে... সব জেনে শুনেই আমরা সব থেকে খারাপ কাজ গুলো করি... ব্যাপারটা অজ্ঞানতার না ব্যাপারটা ' বোধ' এর।.. আপনার এই বোধটা থাকতে হবে
--- সবার কাছে অনুরোধ শেয়ার করতে ভুলবেন না প্লিজ,কারন এটা আপনার পবিত্র দ্বায়িত্ব। আল্লাহ্ বলেন.. ঐ ব্যাক্তির কথার চেয়ে কার কথা উওম যে নিজে সৎকর্ম করে এবং অন্যকে সৎকর্মের জন্য আহবান করে।____ সূরা হা-মিম সিজদাহ্--(৩৩)......। নবী সা.বলেন. আমার পরে সবচেয়ে বড় দানশীল ব্যাক্তি তিনি,যে কোন বিষয়ে জানলো এবং অন্যকে তা জানালো.....( বায়হাকী)(সংগৃহীত)

টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
11/05/2024

টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

মোহামেডান স্পোর্টিং ক্লাবে নেত্রকোণা জেলার ৪ সন্তান!           ১. Abu Hider Rony - ক্রিকেট টিম 🏏           ২. Arif Hossa...
17/04/2024

মোহামেডান স্পোর্টিং ক্লাবে নেত্রকোণা জেলার ৪ সন্তান!

১. Abu Hider Rony - ক্রিকেট টিম 🏏
২. Arif Hossain - ফুটবল টিম ⚽
৩. Hafizur Rahman Babu - ফুটবল টিম
৪. Md: Ashraful -হকি টিম

17/04/2024

"কখনো যদি দেখতে পান আপনার অন্তর কঠিন হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে পড়েছে আর রিযিক কমে গেছে, তাহলে বুঝে নিবেন আপনি নিশ্চিত মানুষের সাথে অহেতুক কথা বেশি বলছেন।"
— মালেক ইবনে দীনার (রহ.)
সূত্র: সিয়ারুস সালাফিস সালিহীন: ৩/৯২৭

14/04/2024

১লা বৈশাখে এই পান্তাকে নিয়ে বড়লোকেরা করে মশকরা।

সারাবছর নামি-দামি রেস্টুরেন্টে কবজি ডুবিয়ে খেয়ে পহেলা বৈশাখে পান্তা ছাড়া তাদের চলেইনা। বিভিন্ন রান্নার চ্যানেল গুলোতে আবার পান্তাভাতের রেসিপি শেয়ার করছে। এটাই বুঝি বাঙালির সংস্কৃতি.....

ঈদেও এতো আয়োজন হয়নি যা এই হারাম উৎসব'কে ঘিরে হচ্ছে। দুনিয়ায় পাপাচার বেড়ে গেলে কি কি হতে পারে এর নজিরা যুগ যুগ ধরে দেখে আসছে মানুষ, তবুও হুশ নেই বেহুশ বাঙালির।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কোনো মুসলিম ভাই-বোন এই উৎসবে সামিল হতে পারেনা।
নিঃসন্দেহে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি....

হিলি স্থলবন্দর দিয়ে  ২ দিনে ৪০৫ টন আলু আমদানি হওয়ার পরও কমছে না খুচরা বাজারে আলুর দাম😢দেশী কতিপয় সিন্ডিকেট কত বড় শক্তিশা...
01/04/2024

হিলি স্থলবন্দর দিয়ে ২ দিনে ৪০৫ টন আলু আমদানি হওয়ার পরও কমছে না খুচরা বাজারে আলুর দাম😢
দেশী কতিপয় সিন্ডিকেট কত বড় শক্তিশালী হয়েছে চিন্তা করেন..,?

01/04/2024

স্বর্ণের অক্ষরে লিখার মত কথাটা।
আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন।🔻

একবার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হল, জীবনের সারকথা কী?

তিনি উত্তরে ২০টি সুক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন:
১. সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় কর।

২. চেষ্টা কর সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে কখনই না।

৩. বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না। পরে ভালো ফল পাবে।

৪. কোথাও এ কথা বলো না যে, আমি আলেম। আমার সাথে অনুগ্রহ করেন। এটি কখনই কাম্য নয়। চেষ্টা কর দ্বীনদারী হয়ে চলার।

৫. সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে।

৬. আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না।

৭. প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি কর।

৮. বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।

৯. প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় এস্তেগফার পাঠ করার অভ্যাস কর।

১০. নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।

১১. উচ্চস্বরে কথা বলো না। এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয়।

১২. যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো। যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৩. চেষ্টা কর সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করবে। একদিন তুমিও তাঁদের অন্তর্ভুক্ত হবে।

১৪. প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।

১৫. পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৬. সব কাজে মধ্যমপন্থা গ্রহণ কর।

১৭. জন সাধারণের সাথে সম্পর্ক রেখ। তাদের থেকে অনেক কিছু শেখা যায়।

১৮. একজনের অভিযোগ অন্যের কাছে না করা। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।

১৯. সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়।

২০. বড়দের বৈঠকে চুপ থেক।

কপি সংগৃহীত

তারা ঘাস দিয়ে ইফতার করছে আর আমরা খাবার অপচয় করি।খাবারটি ঘাসের সাথে লেবুর রস দিয়ে তৈরি করা একটি সুপ।
16/03/2024

তারা ঘাস দিয়ে ইফতার করছে আর আমরা খাবার অপচয় করি।
খাবারটি ঘাসের সাথে লেবুর রস দিয়ে তৈরি করা একটি সুপ।

12/03/2024

অসম এক প্রতিযোগীতার মধ্যেই প্রথম রোজা সম্পন্ন হলো। কেও খেজুরের সিন্ডিকেট দিয়ে ধান্দায় ব্যস্ত, কেও আবার চিনি নিয়ে নীল নকশায় ব্যস্ত। অনেকে আবার লেবু দিয়ে কয়েক রাতেই লাখপতি হবার চেষ্টায় ব্যস্ত ছিলো। ওইদিকে বেগুনের মালিকও ধান্দায় কমতি রাখে নি। এ যেনো লুটপাটের মহোৎসব চললো।

ওইদিকে ফেবুতে চলছে ফ্রেন্ড, আনফ্রেন্ডের খেলা। সাহরি ডান বললে আনফ্রেন্ড করার হুমকি দিচ্ছে এক পক্ষ। আরেকদিকে সাহরি, ইফতারি ডান না বললে জাত চলে যাবার ভয় দেখাচ্ছে আরেক পক্ষ।

আল্লাহ সবার রোজা কবুল করুক। আমিন।

বাংলাদেশের পক্ষ থেকে গাজাবাসীরা জন্য উপহার।
12/03/2024

বাংলাদেশের পক্ষ থেকে গাজাবাসীরা জন্য উপহার।

Address

Purbadhala, Netrokona
Netrakona
2410

Telephone

+8801914997519

Website

Alerts

Be the first to know and let us send you an email when Made in netrokona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Made in netrokona:

Share

Category