R.M RUBEL

R.M RUBEL নিজে ভালো থাকতে চাই অন্য কে ভালো রাখার কিছু বলতে চাই। হাসি ও গল্পের মাধ্যমে
(1)

সবুজ প্রকৃতি 🌿🌿🌿🌴🌳🌲
20/12/2024

সবুজ প্রকৃতি 🌿🌿🌿🌴🌳🌲

04/11/2024

দ্রব্য পন্য দিন দিন এতো বাড়া,এতে আপনার আমার জিবন শেষ।@

15/08/2024

অসাধারণ একটি চাকরির ইন্টারভিউ বল্টুর...🤣🤣🤣

প্রশ্নকর্তাঃ একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?

বল্টুঃ এটা তো সোজা। ৪৯টা।

প্রশ্নকর্তাঃ আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কী কী?

বল্টুঃ ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।

প্রশ্নকর্তাঃ একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কী কী?

বল্টুঃ ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।

প্রশ্নকর্তাঃ বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন?

বল্টুঃ হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে।

প্রশ্নকর্তাঃ এক বৃদ্ধা কুমির ভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে?

বল্টুঃ কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে।

প্রশ্নকর্তাঃ শেষ প্রশ্ন, তার পরও বৃদ্ধা মা'রা গেলেন,
কেন?

বল্টুঃ প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল, সেটা তার
মাথায় পড়েছিল,
1 সে মা'রা যাই।😜😂

মজার মজার সব গল্প পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন Siam Ahmedd

17/01/2024

প্রবাসের কোটিপতি হতে চাইলে একটি কাজ করুন।
আসসালামু আলাইকুম, #পর্ব নম্বর ১
প্রবাসী ভাইদের উদ্দেশ্য কিছু গুরুত্বপূর্ণ কথাঃ প্রবাস জীবনে সঞ্চয় খুবই গুরুত্বপূর্ণ, মাসে যত টাকাই ইনকাম করেন তার কিছু অংশ নিজের জন্য জমা করে রাখেন, নিজের জন্য কিছু টাকা সঞ্চয় করুন।
বলাতো যায় না প্রবাস জীবন দীর্ঘস্থায়ি নাও হতে পারে, আপনি যদি ভেবে রাখেন আমি সুস্থ আছি আর সুস্থ থাকলে অনেক ইনকাম করতে পারবো তাহলে আপনি ভুল পথে চলছেন। এইসব মিথ্যা সান্ত্বনা নিয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছেন আর নয়, প্রবাসে এমন হাজারো ভাই এমনটা ভেবে কেউ ৫-১০ বছর ও বাড়িতে যায় নি এটা ওটা করতে করতেই জীবনের অর্ধেক সময় পার করে দিয়েছে কিন্তু বর্তমানে তাদের কাছে কি পরিমাণে অর্থ আছে সেটা তারাই ভালো জানে, সুতরাং আপনি যদি প্রবাসে নতুন হন অথবা এসেছেন ২/৩ বছর হয়েছে তাহলে এখন থেকেই সঞ্চয় শুরু করুন, যদি মনে করেন হাতে টাকা থাকবে না। সুবিধা হবে সেইভাবেই আপনি টাকা জমা করুন। দেশে যত পাঠাবেন চাহিদা ততই বাড়বে,সবার চাহিদা পূরণ করতে নিজের ভবিষ্যত নষ্ট করে দিবেন না।
পরিবারের বাড়তি চাহিদা কমিয়ে সঞ্চয়ি হোন।

সফল হতে চাইলে ব্যবসা করতে হবে। এবং চাকরি যদি করা হয় তাহলে বড় পজিশনে করলে যদি সফল হতে পারেন।
বিশেষ করে আমরা বাংলাদেশী যারা আছি তাদের বেশিরভাগ লোকেরই ইনকাম কম। যার কারণে ১০ বছর ১৫ বছর বিদেশ করার পরেও আমাদের হাতে কিছু থাকে না। তাই একটু বুদ্ধি খাটালে অনেক কিছু করা সম্ভব এভাবেই অনেক লোক সফল হয়েছে।

সবার জীবনে সুখ সম্বুদ্ধি বয়ে আসুক সেই দোয়া ও ভালবাসায়। আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। সবার জান ও মালের হেফাজত করুক আমিন।

#রেমিটেন্সযোদ্ধা #সৌদিআরবিয়া #আরবআমিরাত #বাহারাইন #কুয়েত #ওমান

25/12/2023
07/12/2023

অনেক বড়সড় মাছধরা হচ্ছে।

02/11/2023

মাছের খেলা।

11/10/2023

facebook ও youtube মনিটাইজেশন করুন খুব অল্প টাকায় 100%organic

09/10/2023

মাছের সমা হার

19/09/2023

Hi

12/09/2023
05/09/2023

বানরের খেলা দেখতে হাজারো মানুষের বীর।

Address

Netrokona
2400

Telephone

+8801988362618

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.M RUBEL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R.M RUBEL:

Share