Monuwar Vai

Monuwar Vai I will promote as a content Music video creator Internet vlogs service providers as marketing

19/03/2025
19/03/2025

জন সচেতনা মূলক পোস্ট !

১। গাজীপুর হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

বি:দ্র: জন সচেতনতা সৃষ্টিতে বেশি বেশি শেয়ার করে সকলকে জানানোর অনুরোধ থাকলো ।

সবাইকে ধন্যবাদ।

22/11/2024

সার্কুলার আপডেট(গ্রামীণ ব্যাংক)

✅পদের নামঃ
১) শিক্ষানবিশ অফিসার।
২) শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক।

উল্লেখ্য, ১ নং পদে ৪ বছরের অনার্স লাগবে।যদি অনার্স না থাকে থাকলে ডিগ্রী পাশের সাথে মাস্টার্স লাগবে। তবে ২ নং পদে HSC পাশ থাকলেই আবেদন করা যাবে!

✅আবেদনের অন্যান্য শর্তসমূহ...
১) বয়সসীশাঃ সব্বোর্চ ৩২ বছর।
২) যোগ্যতাঃ SSC & HSC নূন্যতম 3 GPA. অনার্স/ডিগ্রী ও মাস্টার্সে নূন্যতম CGPA (২.২৫) থাকতে হবে।

✅প্রয়োজনীয় ডকুমেন্ট'স (আবেদনে প্রয়োজ্য)
১) সকল সার্টিফিকেটের স্ক্যান।
২) এন আইডির ছবি।
৩) নিজের পাসপোর্ট ছবি।
৪) ই-মেইল ।
৫) ফোন নম্বর।
৬) ঠিকানা: গ্রাম, উপজেরা, ওয়ার্ড নং
৭) ব্যাক্তিগত তথ্য(উচ্চতা,ওজন,রক্তের গ্রুপ)
৮) রেফারেন্স(পারিবারিক-২)
৯) পরিশেষে, আবেদন সাবমিটের পূর্বে রকেটের মাধ্যমে ২০০ টাকা পেমেন্ট করতে হবে। ট্রানজেকশন নাম্বার দিয়ে আবেদন সাবমিট দিতে হবে।।।

 #ব্রেকিং_নিউজ 🔥গ্রামীণ ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞাপ্তি-শিক্ষানবিস অফিসার এবং শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক পদে "গ্রামীণ ...
21/11/2024

#ব্রেকিং_নিউজ 🔥
গ্রামীণ ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞাপ্তি-

শিক্ষানবিস অফিসার এবং শিক্ষানবিস কেন্দ্র ব্যবস্থাপক পদে "গ্রামীণ ব্যাংক" এ নিয়োগ বিজ্ঞপ্তি - ০৮/১২

Deadline: 8 Dec 2024

☑️ পদের নামঃ (১) শিক্ষানবিশ অফিসার।
(২) শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক।
শিক্ষাগত যোগ্যতাঃ
🔰 #১নং_পদের জন্য অনার্স পাস & ডিগ্রী পাস হলে সাথে মাস্টার্স পাস হতে হবে।

🔰 #২নং_পদের জন্য াসের সবাই আবেদন করতে পারবেন।
✅ আবেদন শেষঃ ০৮/১২/২০২৪, রাত ১২ টা।
✅ আবেদন ফিঃ ২০০/-
✅ ছেলে/মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন।
✅ আবেদনে বয়সসীমাঃ ৩২ বছর পর্যন্ত।

#বিঃদ্রঃ বিস্তারিত জানতে, সঠিক ও নির্ভুল ভাবে আবেদন করতে ইনবক্সে এসএমএস করুন। 🖥️

⚠️অনুমতি ব্যতিত যে এই পোস্ট কপি করে পোস্ট দিবে তাকে রিপোর্ট করা হবে।
#ধন্যবাদ ( Mohammad )

06/09/2022
05/09/2022

Address

Dewthan, Mohanganj
Netrokona
2446

Telephone

+8801917019057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monuwar Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monuwar Vai:

Share