রাহে-𝐉𝐀𝐍𝐍𝐀𝐓彡

রাহে-𝐉𝐀𝐍𝐍𝐀𝐓彡 ꧁❧জীবন একটি সুন্দর গল্পঃ,যেটা দুঃখ-বেদনা হাসি-আনন্দ আর ঘঠনায় পরিপূর্ণ।❧꧂
(15)

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হলেন জোহরান মামদানিনিউইয়র্ক, ৫ নভেম্বর — ইতিহাস গড়লেন জোহরান মামদানি। ...
05/11/2025

নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হলেন জোহরান মামদানি

নিউইয়র্ক, ৫ নভেম্বর — ইতিহাস গড়লেন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিজয়ী হয়ে তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন ছিল নানা দিক থেকে ঐতিহাসিক। প্রভাবশালী রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্প ও উদ্যোক্তা ইলন মাস্ক পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমোকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, তবুও জোহরান মামদানীর জনপ্রিয়তা ও যোগ্য নেতৃত্ব তাঁকে বিজয়ের মুকুট পরিয়েছে।

মামদানি দীর্ঘদিন ধরে নিউইয়র্কের রাজনীতিতে প্রগতিশীল নীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। তাঁর নির্বাচনী প্রচারণা ছিল সততা, বুদ্ধিমত্তা ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় শুধু নিউইয়র্কের নয়—এটি অভিবাসী, মুসলিম এবং তরুণ প্রজন্মের জন্যও এক অনুপ্রেরণার প্রতীক।

বাংলাদেশসহ সারা বিশ্বের তরুণ রাজনীতিকদের জন্য মামদানীর এই সাফল্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। অনেকেই আশা করছেন, ভবিষ্যতে বাংলাদেশেও রাজনীতি হবে যোগ্যতা, বুদ্ধিমত্তা ও নীতির প্রতিযোগিতা, পেশিশক্তির নয়।

আসসালামু আলাইকুম প্রিয়,শুভ সকাল 🌤️রবের রহমতে কাটুক আপনার প্রতিটি মুহূর্ত,থাকুন সবসময় সুস্থ ও হাসিখুশি 🌿
05/11/2025

আসসালামু আলাইকুম প্রিয়,
শুভ সকাল 🌤️
রবের রহমতে কাটুক আপনার প্রতিটি মুহূর্ত,
থাকুন সবসময় সুস্থ ও হাসিখুশি 🌿

03/11/2025
31/10/2025

#জুমআর_দিনে_বুজুর্গদের_বিশেষ_আমলসমূহ:
👉 সুরা কাহাফ তেয়াওয়াত করা।
👉 পাক সাফ হয়ে গোসল করা।
👉 নখ কাটা।
👉 আসর - মাগরিবের বিশেষ কবুলের মুহূর্তে দোয়া করা এবং মহল্লায় দাওয়াত ও তাবলীগের আমল গাস্ত করা।
👉 বেশি বেশি দুরূদ শরীফ ও কালেমা তাইয়্যেবা পড়া.. لآ اِلَهَ اِلّا اللّهُ مُحَمَّدٌ رَسُوُل اللّهِ

#সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

28/10/2025

যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায়, সেও তিনটি বিষয় পায়; তবে শাস্তিস্বরূপ:
(১) তাওবা করতে দেরি করা।
(২) অল্পে তুষ্টি উঠে যাওয়া।
(৩) ইবাদতে অলসতা কাজ করা।
— হযরত আবু আলী আদ-দাক্কাক (রাহিমাহুল্লাহ)
#আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করুন।

ওস্তাদ উস্তাদই, ছাত্র ছাত্রই ছাত্র যদি যোগ্যতা অর্জন করতে করতে সৌদি আরবের ঝাড়ুদার কিংবা দুম্বার রাখালও হয়ে যায় ছাত্র ...
28/10/2025

ওস্তাদ উস্তাদই, ছাত্র ছাত্রই
ছাত্র যদি যোগ্যতা অর্জন করতে করতে সৌদি আরবের ঝাড়ুদার কিংবা দুম্বার রাখালও হয়ে যায়
ছাত্র ছাত্রই থাকবে।

আপনি দুনিয়াতে, যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দর ভাবে চলতে না পারলে, সেই শিক্ষার কোন দাম নেই।
27/10/2025

আপনি দুনিয়াতে, যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দর ভাবে চলতে না পারলে, সেই শিক্ষার কোন দাম নেই।

শুভ সকাল।
22/10/2025

শুভ সকাল।

দুনিয়ার এই মাটিতে একদিন আমরা কেউ থাকবো না,তবুও যারা অহংকারে মত্ত — তারা ভুলে যায় মৃত্যুর কথা।আল্লাহ তায়া'লা আমাদের সবাই...
21/10/2025

দুনিয়ার এই মাটিতে একদিন আমরা কেউ থাকবো না,
তবুও যারা অহংকারে মত্ত — তারা ভুলে যায় মৃত্যুর কথা।
আল্লাহ তায়া'লা আমাদের সবাইকে হেদায়েত দান করুন 🤲

কোন ভিটামিন কোন জায়গায় ম্যাজিক হিসেবে কাজ করেZINC — পুরুষের সি-মেনের গোল্ড ফুয়েলটেস্টোস্টেরন বাড়ায়স্পার্মের মান ভালো রাখ...
20/10/2025

কোন ভিটামিন কোন জায়গায় ম্যাজিক হিসেবে কাজ করে

ZINC — পুরুষের সি-মেনের গোল্ড ফুয়েল
টেস্টোস্টেরন বাড়ায়
স্পার্মের মান ভালো রাখে
সময় আগে বী-র্যপাত কমায়
রাতে ১ টা করে খেতে পারেন ৩ মাস।

Vitamin A — ত্বকের রক্ষাকবচ
Acne কমায়
ত্বক উজ্জ্বল রাখে
Night vision ভালো করে
গাজর,লাল শাক খেতে পারেন ।

Vitamin E — চুলের বডিগার্ড
Hair fall কমায়
Scalp circulation বাড়ায়
চুলে প্রাকৃতিক glow আনে
এটা ২০০ এমজি ৪০০ এমজি পাওয়া যায়
বয়স কম হলে ২০০mg night খেতে পারেন
olive oil তেলের সাথে মিশিয়ে চুল দাড়িতে লাগালে চুল পড়া বন্ধ হবে
সাথে বায়োটিন ৫০০০ যোগ করুন।

Vitamin D — হাড়ের হিরো
Calcium absorb করতে সাহায্য করে
হাড় ও দাঁত মজবুত রাখে
Mood boost করে

Iron + B12 — Energy engine
রক্ত বাড়ায়
ক্লান্তি দূর করে
ব্রেইন ফোকাস বাড়ায়

Magnesium + Selenium — Bedroom Booster
Muscle relax করে
Libido বাড়ায়
Anxiety কমায়

Smart Tip:
ত্বক, চুল আর যৌ-নস্বাস্থ্য একসাথে ভালো রাখতে চাইলে
রোজ ১টা multivitamin
রোদে ১৫ মিনিট
পরিমিত খাবার
আর পূর্ণ ঘুম
দোআ ,সদকা করুন গোপন গোনাহ জিরো হলে আপনি হিরো হবেন।

আপনি কোন কোন ভিটামিন খেয়েছেন??
কি সেটাছিল?
খারাপ নারীদের কাছে যাননি তারা হাত তুলুন
কিছু সিক্রেট দিবো যা জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ ❤️❤️❤️
dr s r khan

Address

Kendua
Netrokona
2480

Alerts

Be the first to know and let us send you an email when রাহে-𝐉𝐀𝐍𝐍𝐀𝐓彡 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাহে-𝐉𝐀𝐍𝐍𝐀𝐓彡:

Share