পরশ পাথরের খোঁজে

পরশ পাথরের খোঁজে ꧁❧জীবন একটি সুন্দর গল্পঃ,যেটা দুঃখ-বেদনা হাসি-আনন্দ আর ঘঠনায় পরিপূর্ণ।❧꧂
(14)

17/09/2025

🌿 দুনিয়ার সব দুশ্চিন্তা থেকে হেফাজত করুন আল্লাহ্‌।

16/09/2025

─༅༎•🌺🌸༅༎•─💙🥀
✨ সময়ের শিক্ষা ✨

💭 অপেক্ষা – জীবনের সবচেয়ে বড় শিক্ষা।
যখন আমরা সময়ের অপেক্ষায় থাকি, তখন মনে হয় দিনগুলো খুব ধীরে চলে।
কিন্তু একদিন যখন সেই প্রাপ্য সুখ এসে যায়, তখন বুঝতে পারি—
⏳ অপেক্ষা কখনো বিফল হয় না।
🌸 ধৈর্য আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি।

কিন্তু মানুষের অপেক্ষা?
এটা অনেক সময় এক অদ্ভুত কষ্টের নাম।
যাকে তুমি ভালোবেসে মন দিয়ে অপেক্ষা করছো,
সে হয়তো তোমার খবরও রাখছে না।
তুমি প্রতিদিন ভোরে নতুন আশা নিয়ে জেগে উঠছো,
রাতে অশ্রুসিক্ত চোখে ঘুমিয়ে পড়ছো,
তবুও একদিন বুঝে যাও —
🌱 সবাইকে পাওয়া যায় না।
🌱 সবাইকে ধরে রাখাও সম্ভব নয়।
🌱 সবাইকে নিয়ে পথ চলা হয় না।

💔 এভাবেই হৃদয় শিখে নেয় —
❝যা আমাদের জন্য নয়, তা যত চেষ্টা করিও থাকুক না কেন, একদিন হারিয়ে যাবে।❞
❝যা আমাদের জন্য লেখা আছে, তা হাজার বাঁধা পেরিয়েও এসে যাবে।❞

তখন জীবন শেখায় —
✨ অপেক্ষা করো, কিন্তু শুধুই সময়ের।
✨ মানুষের জন্য নিজের জীবন থামিয়ে রেখো না।
✨ যা চলে গেছে তাকে ছেড়ে দাও, কারণ সব কিছু হারিয়ে গেলেও তুমি নিজেকে হারিয়ো না।

💡 মনে রেখো —
জীবন একটাই, সময়ও একটাই।
তোমার যাত্রা থামিয়ে রাখার মতো মূল্যবান কেউ নেই।
নিজেকে নতুন করে গড়ে তোলো, নতুন স্বপ্ন দেখো, নতুন পথে হাঁটো।
❤️ নিজের সুখ নিজের হাতে তৈরি করো।
কারণ তুমি সুখী হলে তোমার চারপাশও সুখী হবে।

🌟 সবচেয়ে বড় শিক্ষা হলো —
কেউ তোমাকে ছেড়ে গেলে ভেঙে পড়ো না,
বরং আরও শক্ত হও।
যারা চলে গেছে তাদের জন্য দোয়া করো,
কিন্তু নিজের জীবন থামিয়ে রেখো না।

জীবন অনেক সুন্দর, যদি তুমি তাকে সুন্দর ভাবে দেখতে শিখো।
তোমার হাসি তোমার সবচেয়ে বড় শক্তি।
তোমার সুখ তোমার সবচেয়ে বড় প্রতিশোধ।
🌸 তাই হাসতে শেখো, বাঁচতে শেখো, ভালোবাসতে শেখো — প্রথমে নিজেকে!

─༅༎•🌺🌸༅༎•─💙🥀

15/09/2025

🪴🌿ফজরের স্নিগ্ধ বাতাসে জুড়িয়ে যাক আপনার মনপ্রাণ। 🤍🌿

14/09/2025

আমি প্রথমবার বিদেশ গিয়েছি ২০২২ সালে। আমার প্রথম উমরাহ সফরে৷ সেই সফরটা যেমন ছিল স্বপ্নময়, তেমনই স্মৃতিবহুল।

একজন আরব ভদ্রলোক, যিনি আরবের একটি সুবিখ্যাত বিশ্ববিদ্যালয়ে হাদিস পড়ান, ইতিকাফে তিনি বসেছিলেন আমার পাশে। একদিন যোহর সালাতের পর হঠাৎ আমার হাত ধরে তিনি বললেন—‘তুমি দেখতে আবু বাকারের মতো...।’

আমাকে কেন তার আবু বাকার রাদিয়াল্লাহু আনহুর মতো মনে হয়েছে সেই ব্যাখ্যা আমি তার কাছে জানতে চাইনি। তবে তার বলা সেই কথাটি, ‘তুমি দেখতে আবু বাকারের মতো’—আমার পুরো সফরটাকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল৷ রাব্বে কারীমের দরবারে আমি কতোবার কেঁদেকুটে বলেছি—তিনি যেন তাঁর এই আরব বান্দার কথাটাকে বাস্তব বানিয়ে দেন৷ আমার জীবনটাকে যেন তিনি প্রিয় আবু বাকার রাদিয়াল্লাহু আনহুর জীবনের মতো সুন্দর আর শুভ্রতায় ভরে দেন।

মক্কার অলিগলি পথ ঘুরতে গিয়ে দেখা হয়েছিল সুবিখ্যাত হাশেমি বংশের একজন বাবার সাথে। তিনি আমাকে তার গাড়িতে করে ঘুরে দেখিয়েছেন জাবালে হেরা থেকে মিনা, মুযদালিফা, আরাফাহ, জাবালে রাহমাহ থেকে জামারাহ পর্যন্ত। যখন আমাকে বাইতুল্লাহর নিকটে নামিয়ে দিতে আসলেন, গাড়ি থেকে নেমে যেই না বাইরে আসলাম, তিনি কাতর চোখে বললেন—‘আমার বাচ্চাটার হার্টে একটি ফুঁটো পাওয়া গেছে৷ ওর জন্য একটু দুয়া করো, কেমন?’

তার এই অনুনয় আবদার আমাকে এতোটাই আবেগতাড়িত করে গেল যে, চোখজোড়া আমার ছলছল করে উঠেছিল।

আমি দেখা পেয়েছিলাম এক থুরথুরে বৃদ্ধের, যিনি প্রতি ওয়াক্তের ইফতারে হাত বোঝাই করে খাবার আনতেন আর মেহমানদারি করতেন।

আমি সাক্ষাৎ লাভ করেছি এক যুবকের, যিনি সুদূর ফ্রান্স থেকে এসেছিলেন৷ কতো করসত করে যে তিনি আরবি পড়তেন! আমি দেখতাম আর বিস্মিত হতাম।

এক তাহাজ্জুদের ওয়াক্তে আমি এমন একজনের পেছনে সালাত আদায় করেছি, যার তিলাওয়াতের সুর লহরি আজও আমার কানে বাজে।

আর মুহাম্মাদ, আমার সেই আরবের অন্তরঙ্গ বন্ধু, যে আমাকে তার আপন ভাইয়ের মতোই ভালোবাসেন, তার গল্প তো অনেকবারই করেছি।

এমন অসংখ্য স্মৃতি, অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত দিয়ে ঠাসা ছিল আমার জীবনের সেই পবিত্র সফর।

আমার সেই সফরের স্মৃতি নিয়ে লেখা বই ‘উমরাহ সফরের গল্প’। এই সফর যেমন আমার জীবনের সবচেয়ে চমকপ্রদ ঘটনা, আমার বিশ্বাস, এই সফরনামা আমার পাঠকদের কাছেও তাদের পড়া সেরা একটি সফরনামা হয়ে উঠবে, ইন শা আল্লাহ।

Sukun Publishing থেকে প্রকাশিত এই বইটি রেখেছেন তো আপনার সংগ্রহে?

14/09/2025

সংসারে ক্ষুধার কষ্ট, তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘর ভরা সুখ! তার ভালোবাসায় উম্মাহাতুল মুমিনীনের প্রাণ এতটা আপ্লুত ছিল যে অনটনের কষ্ট তাদের ছুঁতে পারেনি।
INSAF এর আত্মপ্রকাশমূলক সেমিনারে মুহতারাম ভগ্নিপতি মাওলানা আবুল বাশার হাফিজাহুল্লাহ যখন এ কথাগুলো বলছিলেন অজান্তেই অনেকের চোখ ছলছল করে উঠছিল।

10/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

10/09/2025

আলহামদুলিল্লাহ আপনাদের ভালবাসা আজ থেকে এই পেইজি টাকা উপার্জন করা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ।

07/09/2025

#তিনটি_বিষয়_নিয়ে_কখনো_(মানুষের সামনে)_কথা বলো না :

• (নিজের) গুনাহ
• (নিজের) নেক আমল
• (নিজের) দুঃখ-কষ্ট
— ইমাম সুফিয়ান আস সাওরি (রহ.)
[আবু নু‘আইম, হিলইয়াতুল আউলিয়া: ৯৩৯৭]

06/09/2025

Address

Kendua
Netrokona
2480

Alerts

Be the first to know and let us send you an email when পরশ পাথরের খোঁজে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পরশ পাথরের খোঁজে:

Share