15/10/2025
আমাদের হুজুর দারসুল আ'খিরাহ তে একটা কথা বলছিলেন। 👇
যারা মুমতাজ হবে তারা চাকরি করবে, যারা জিদ্দান হবে তারা প্রতিষ্ঠানের মুহাতমিম হবে, আর যারা রাসেব হবে তাদেরকেই ওই মুমতাজ বা জিদ্দান হওয়া ছাত্ররা তাদের প্রতিষ্ঠানে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। যাইহোক সবাই এক না।
কিন্তু বর্তমানে ওয়াজ মাহফিল ব্যাপক হওয়া সত্বেও লোকজন ইসলামের দিকে ধাবিত না হওয়ার কারণ হল কিছু কিছু বক্তা মোটা অংকের টাকার জন্য ওয়াজ করা, আর জনগনও সুন্দর কন্ঠস্বর, সুর দিয়ে বয়ান শুনার জন্যই মাহফিলে যাওয়া। যেখানে বক্তা ও জনগণের উদ্দেশ্যই গলত সেখানে ভাল কথার আছর আসবে কেমনে???