Naimul Islam

Naimul Islam ভাগ্যবান কাকে বলে জানেন?
দুনিয়ায় ৮২০ কোটি মানুষের ভিড়ে
২০শ কোটি মুসলমানদের মধ্যে
আপনিও একজন মুসলমান❤️
(1)

আমাদের হুজুর দারসুল আ'খিরাহ তে একটা কথা বলছিলেন। 👇যারা মুমতাজ হবে তারা চাকরি করবে, যারা জিদ্দান হবে তারা প্রতিষ্ঠানের মু...
15/10/2025

আমাদের হুজুর দারসুল আ'খিরাহ তে একটা কথা বলছিলেন। 👇

যারা মুমতাজ হবে তারা চাকরি করবে, যারা জিদ্দান হবে তারা প্রতিষ্ঠানের মুহাতমিম হবে, আর যারা রাসেব হবে তাদেরকেই ওই মুমতাজ বা জিদ্দান হওয়া ছাত্ররা তাদের প্রতিষ্ঠানে দাওয়াত দিয়ে নিয়ে আসবে। যাইহোক সবাই এক না।
কিন্তু বর্তমানে ওয়াজ মাহফিল ব্যাপক হওয়া সত্বেও লোকজন ইসলামের দিকে ধাবিত না হওয়ার কারণ হল কিছু কিছু বক্তা মোটা অংকের টাকার জন্য ওয়াজ করা, আর জনগনও সুন্দর কন্ঠস্বর, সুর দিয়ে বয়ান শুনার জন্যই মাহফিলে যাওয়া। যেখানে বক্তা ও জনগণের উদ্দেশ্যই গলত সেখানে ভাল কথার আছর আসবে কেমনে???

বাগানের ফুল বাগানেই সুন্দর মালীর হাতে নয়, মালীর হাতের ফুল যতই যত্ন করা হোক শেষে পদধূলিত হয়। মাদ্রাসা ছাত্রদের জন্য ক্র...
08/10/2025

বাগানের ফুল বাগানেই সুন্দর মালীর হাতে নয়, মালীর হাতের ফুল যতই যত্ন করা হোক শেষে পদধূলিত হয়।

মাদ্রাসা ছাত্রদের জন্য ক্রিকেট খেলা,
এটি মাদ্রাসাতেই সুন্দর ক্ষণিক সময় বিকেল বেলা।

এটি যদি সত্যিকার অর্থে কার্যকর করা হয় তবে ছাত্র ভাইয়েরা শিক্ষা বিমুখ বেআমল হয়ে যাবে।।
আমরা কখনোই গর্ববোধ করি না চার ছক্কা নিয়ে।।

আমরা বিশ্বের দরবারে নিজেদেরকে উপস্থাপন করি এবং গর্ব করি আল্লাহর কোরআন দিয়েই আলহামদুলিল্লাহ।
❤️

মাদরাসায় ক্রিকেট খেলা T10 চালু করবে বিসিবি। বাদ আসর ছাত্ররা খেলবে। এটা মাদরাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটা মিষ্টি চক্...
08/10/2025

মাদরাসায় ক্রিকেট খেলা T10 চালু করবে বিসিবি। বাদ আসর ছাত্ররা খেলবে। এটা মাদরাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটা মিষ্টি চক্রান্ত। এটাকে সাপোর্ট করিনা।
ঘাড়ত্যাড়াদেরকে বলবো- কোনো প্রাকটিস ছাড়াই স্কুল কলেজের পোলাপানকে মাদরাসার ছাত্ররা খুব বাজেভাবে হারাবে। এটা সব মাদরাসার বা এলাকার জেনারেল পোলাপান থেকে জেনে নিতে পারেন।

মাদরাসার ছাত্ররা ভর্তা আর ডাউল খেয়ে যে গতিতে বল করে তাতে জেনারেলের ছাত্ররা চোখে সরষে ফুল দেখে। আর নিরামিষ খেয়ে মাঠ পার করা যে ছক্কা হাকায় তা জেনারেলের ছাত্ররা আসমানের দিকে তাকায় তাকায় দেখে। তাই নিজেদের ইজ্জত বাচাতে চাইলে এ সিদ্ধান্ত পরিবর্তন করুন।

আর ঘোরার ডিমের এ খেলা খেলে কত কচু এতদিন অর্জন করেছে তা দেশের জনগণ দেখেছে। আজ পর্যন্ত কোনো একটা ফাইনালের চায়ের কাপও আনতে পারে নাই।

মাদরাসায় ক্রিকেট খেলার ব্যবস্থা করতে হবে না। পারলে ছাত্রদের জন্য জীমের/ব্যায়াম করার আসবাবপত্রের ব্যবস্থা করে দিন। যেখানে ছাত্ররা বাদ আসর সময় দিবে।

Naimul Islam
সাবেক ফাস্ট বোলার & ক্যাপ্টেন
বাদ আসর মাদরাসা ক্রিকেট।

03/10/2025

সাংবাদিক কতবড় জাউরা চিন্তা করছেন?? ইসলাম বিদ্বেষী বই নিষিদ্ধ করছে সেখানে পুরুষ লেখক হচ্ছে ৫৪০জন আর মহিলা লেখিকা হচ্ছে ১৪...
19/09/2025

সাংবাদিক কতবড় জাউরা চিন্তা করছেন?? ইসলাম বিদ্বেষী বই নিষিদ্ধ করছে সেখানে পুরুষ লেখক হচ্ছে ৫৪০জন আর মহিলা লেখিকা হচ্ছে ১৪০জন। কিন্তু হালারপু হালা সাংবাদিক শুধু মেয়েদের নাম হাইলাইটস করে নিউজ করছে।

আপনি কি একমত??????                     ゚viralシ    ゚viralシ  ゚viralfbreelsfypシ゚viral
31/08/2025

আপনি কি একমত??????

゚viralシ ゚viralシ ゚viralfbreelsfypシ゚viral

30/08/2025

ভাই সুস্থ মস্তিষ্কের মানুষ বর্তমান বাংলাদেশের এসব নোংরা রাজনীতিতে জড়াবে না। যারা জড়াচ্ছে বা আছে তারা অধিকাংশই অসুস্থ, আর যারা সুস্থ তারা সরে যাচ্ছে।

যদিও কোন দল সাপোর্ট করি না, কিন্তু বর্তমান চিত্রে তারেক রহমান সাহেবের এই বক্তব্য টা ভাল লেগেছে।
28/08/2025

যদিও কোন দল সাপোর্ট করি না, কিন্তু বর্তমান চিত্রে তারেক রহমান সাহেবের এই বক্তব্য টা ভাল লেগেছে।

কবি যখন মিথ্যা বলে সেটাও কবিতা হয়ে যায়।😄🐸🐸
27/08/2025

কবি যখন মিথ্যা বলে সেটাও কবিতা হয়ে যায়।😄🐸🐸

24/08/2025

আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, আমাদের ধর্মই শান্তির ধর্ম।
আলহামদুলিল্লাহ।

উনি হলেন বাংলাদেশের গর্ব। দূর্নীতিবাজদের ঘুম হারাম করার জন্য উনি একাই যথেষ্ট।
22/08/2025

উনি হলেন বাংলাদেশের গর্ব। দূর্নীতিবাজদের ঘুম হারাম করার জন্য উনি একাই যথেষ্ট।

Address

Netrokona
JATRABARI

Alerts

Be the first to know and let us send you an email when Naimul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share