F a k eツ

F a k eツ ° আপনাদেরকে Fakeツ পেইজে স্বাগতম

নীড় হারা তুমি কোন বেদনা উড়াও?
14/05/2025

নীড় হারা তুমি কোন বেদনা উড়াও?

11/05/2025

কিছু বিষাদ হউক-
কিছু না-পাওয়ায় শূন্য থাকুক-
কিছু নিঃশব্দতা থাকুক-
কিছু প্রহর থাকুক,ব্যর্থ আলোয় ভেজা,
চোখ থাকুক, দেখার দায়হীন-
চোখ যেনো চায় না কিছু, দেখে না কিছু-
কিছু পথ থাকুক, কিছু আকাশ থাকুক-
অনুভবের ভারে নিচু হয়ে থাকা এক শূন্য নীড়।
কিছু প্রতিধ্বনি নিঃশব্দের গহ্বরে হারাক।
কিছু হাহাকার আর কিছু তিক্ত স্মৃতির ছায়ায়-
পূর্নতা যদি না-ই আসে ফিরে,
তবে এ-হৃদয় অপেক্ষা নয় শুধু আক্ষেপ হউক।

09/05/2025

বিষন্নতা চুকে গেলে কি করে?
মুক্তি আসে—আংশিক, ক্ষণিক—
একাকিত্বের আধিক্যতা থেকে কি কখনো মুক্ত হয় হৃদয়?
যা রাতের নীরবতায় ফিরে ফিরে আসে বারংবার।

04/05/2025
আজ যে মানুষ পাশে আছে, কাল সে কেবল স্মৃতি,সময় শেখায় বদলে যেতে, ভাঙে মোহ-মতি।❤️‍🩹🥀
19/04/2025

আজ যে মানুষ পাশে আছে, কাল সে কেবল স্মৃতি,
সময় শেখায় বদলে যেতে, ভাঙে মোহ-মতি।
❤️‍🩹🥀

18/04/2025

This is nothing more than a mere fantasy.🥀

14/04/2025

অন্তর যখন কালো হয়-
তখন হিতাকাঙ্ক্ষীকেও শত্রু মনে হয়।

12/04/2025

The unseen person is more beautiful than her imagination.🥀

30/03/2025

কিছু অস্থিরতা হৃদয়কে ছন্নছাড়া করে দেয়,
ফলে শান্তির নামমাত্র ছায়াও থাকে না ।
হৃদয় যেন এক সাগরের ঢেউ এর এক অনিশ্চিত জোয়ার।
কখনো মনে হয়, সব পাওয়া হয়ে গেছে,
আবার পরক্ষণেই এক শূন্যতার হাহাকার।
অপেক্ষার দীর্ঘ ছায়া গিলে নেয় সময়,
আর বুকে জমে ওঠে এক অজানা ক্লান্তি।

কেন যেন পরক্ষণেই সব কিছুই অসম্পূর্ণ লাগে,
রাতের নীরবতা সব গ্রাস করে নেয়।
অবাস্তব ভাবনায় হাজারো রাত জেগে থাকা,
আর শূন্যতায় পূর্ণতার পরিকল্পনা!
নিঃসংগতার গভীরে ডুবে যায় পরিতৃপ্তি।

30/03/2025

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক 🤗

27/03/2025

মানুষের শূন্যতা ভয়ংকর__🫀🥀

21/03/2025

রক্তের দাগ সহজে মুছে না,
বারুদের গন্ধ বাতাসে মিশে না।
শূন্য বুকের আর্তনাদ কখনোই নিভে যায় না,
সময় এগোয়, কিন্তু ক্ষত শুকায় না।
দেয়ালের গায়ে লেগে থাকে অস্পষ্ট চিহ্ন,
আর পৃথিবীর বুকে জমে থাকে চাপা ক্রন্দন।
যুগ পাল্টায়, শাসকও বদলায়,
তবু কিছু কান্না ইতিহাসের পাতায় বন্দী হয়ে যায়।
রোদও উঠে, রাতও নামে, শহর আবারও জেগে ওঠে,
কিন্তু কিছু প্রহর কেবলই শূন্যতায় ডুবে থাকে।
নিরব স্বাক্ষী হয়েই দাঁড়িয়ে থাকে রক্তাক্ত স্মৃতি,
কারো-বা মনে তীব্র কষ্ট, কারো-বা মনে অনুতাপের ছায়া।
কিছু ব্যথা সময়ের কাছে হার মানে না,
কিছু গল্প কখনোই-বা শেষ হয় না।
কারণ রক্তের দাগ সহজে মুছে না,
বারুদের গন্ধ বাতাসে মিশে না।

Address

Netrakona

Telephone

+8801927313897

Website

Alerts

Be the first to know and let us send you an email when F a k eツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share