ZakKy-গন্তব্যহীন

ZakKy-গন্তব্যহীন 🤍 তোমরা আছো বলেই আমি এগিয়ে যাচ্ছি!
🌟 Keep supporting my journey
(27)

চেষ্টা করো নিজেকে বদলাতে, জীবন আপনিই বদলে যাবে ❤️🥀
13/07/2025

চেষ্টা করো নিজেকে বদলাতে, জীবন আপনিই বদলে যাবে ❤️🥀

পুরোনো এলবাম থেকে 😇😇
11/07/2025

পুরোনো এলবাম থেকে 😇😇

পুরোনো এলবাম 😇😇
11/07/2025

পুরোনো এলবাম 😇😇

😍😍
11/07/2025

😍😍

10/07/2025

উন্নত চিকিৎসার জন্য তামীমকে ঢাকা নিয়ে চলে আসছি।ঢাকা মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালে। কেউ আর ময়মনসিংহ দেখার জন্য আইসেন না। তামীমের জন্য সবাই দোয়া করবে।🤲🤲

মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট থেকে যদি বলে
আপনারা আরো উন্নত চিকিৎসা করাতে পারেন। তাহলে আমরা উন্নত চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যাব ইনশাআল্লাহ। বাহিরে নিয়ে গেলে ভালো একটা এমাউন্টও প্রয়োজন। আপনারা সবাই এগিয়ে আসুন।

সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।তাই সবাই আরেকটু এগিয়ে আসুন প্লিজ😭😭
তামীমের কাকার সাথে যোগাযোগের নাম্বার

( 01854748684 ) 👈

❤️❤️🥀
10/07/2025

❤️❤️🥀

🥹🥹
10/07/2025

🥹🥹

09/07/2025

তামিম কে দেখতে ছুটে গিয়েছিলাম, ময়মনসিংহ মেডিকেলে (পুরাতন বিল্ডিং ৪ তলায় ১৬ নাম্বার ওয়ার্ডে)
ওর অবস্থা ভিষণ খারাপ,তার আম্মুর সাথে কথা বলে জানলাম সে বিগত ৪ দিন ধরে কিছুই মুখে নিতে পারে না,এবং ডাক্তার রা স্যালাইন দিয়ে বাচিঁয়ে রাখছে, ছেলেটা খুব অসহায় নেই বাবা, নেই কোন বড় ভাই বোন, একমাত্র বড় চাচা আর তার মা হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, অসহায় হয়ে বলছে বাবা তুমরা একটা কিছু করো, আমরা আশ্বাস দিয়েছি ইনশাআল্লাহ আন্টি ব্যবস্থা হবে।

আপনারা আগের পোস্টে হয়তো দেখেছেন ছেলেটার সম্পর্কে লেখেছিলাম সে ছোট থেকেই টিউশনি করে লেখাপড়া করেছে এবং PSC থেকে HSC পর্যন্ত টানা GPA, বর্তমানে সে চট্রগ্রাম ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে চান্স পেয়েছে, কাল ওর সাথে কথা বলতে চেয়েছিলাম কথা বলতে পারেনি অনেক কষ্ট করে বলেছে কান্না করে যে ভাই আমি চট্রগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি আমার সাবজেক্ট আসছে অর্থনীতি, ভর্তি হতে পারিনি আমি দীর্ঘ ২১ দিন যাবত অসুস্থ টাকাও ছিল না যে ভর্তি হবো আমার কি সিট টা থাকবে, তখন আমি বলেছি চিন্তা করিও না সুস্থ হয়ে তুমি ভার্সিটিতে আবার যাবে,আমার এই পোস্ট যদি চট্রগ্রাম ইউনিভার্সিটির কারো চোখে পড়ে তাহলে অবশ্যই আপনারা ভার্সিটি থেকে একটা হেল্প ওর জন্য করবেন এতে খুব উপকার হবে ওর জন্য।

তার চাচার কাছে জানতে পারলাম, ডাক্তার বলেছে ব্লাড ক্যান্সার হয়েছে,এখনো রিপোর্ট আসেনি কত তম স্টেজে আছে, তবে সমস্যা টা হাল্কা দাতের ব্যথা থেকে শুর, জানতে পারলাম সে কিছু দিন যাবত দাতের ব্যথায় ভুগছিল উন্নত চিকিৎসা করার মতো টাকা না থাকার কারণে শ্যামগঞ্জ ( কর্নেল আবু তাহের হাসপাতালে) ডা. সুমি নামের এক মহিলা কোন প্রকার সার্জারী ছাড়াই দাত তুলে ফেলে তার থেকেই এতো বড় সমস্যা, জানতে পারলাম ওই মহিলা ডাক্তার নাকি এখনো পর্যন্ত খুজ নেয়নি,

কাল ডাক্তার এর সাথে কথা বলে একটা রুমের ভিতরের সিট এর জন্য বলে আসছি এবং ডাক্তার আশ্বাস দিয়েছে সর্বোচ্চ হেল্প করবে।

এখন আমাদের কথা হচ্ছে, ছেলেটার কেউ নাই এতো টাকাই চিকিৎসা করা সম্ভব না মানুষ মানুষের জন্য, আমরা চাই সবাই এগিয়ে আসুক, যার যার যায়গা থেকে ৫/১০/১০০ যা পারেন দিবেন, এবং পোস্ট টা দেখার সুযোগ করে দিবেন,

,

নিচের নাম্বার গুলোতে টাকা দিবেন,

বিকাশ : 01796118852 ( পার্সোনাল)
রকেট : 01962094055 ( পার্সোনাল)
নগদ : 01797289486 ( পার্সোনাল)

Address

Netrokona

Telephone

+8801748339143

Website

Alerts

Be the first to know and let us send you an email when ZakKy-গন্তব্যহীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ZakKy-গন্তব্যহীন:

Share