মোমেনশাহী সংবাদ । Momenshahi Sangbad

মোমেনশাহী সংবাদ । Momenshahi Sangbad ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর

প্রিয় পাঠক, আপনাকে স্বাগতম মোমেনশাহী সংবাদ পেজে। আমরা আনন্দিত জানাচ্ছি যে আপনি আমাদের পেজের অন্যতম অত্যন্ত মূল্যবান সদস্য। আমাদের লক্ষ্য হলো আপনাকে সঠিক, বিশ্বস্ত এবং সাম্প্রতিক সংবাদের মাধ্যমে আপডেট রাখা। আপনি আপনার কমিউনিটি এবং সামাজিক বিষয়গুলির উন্নতি সম্পর্কে পরামর্শ পেতে ও দিতে আপনার প্রশ্ন ও মন্তব্য প্রদান করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

আমরা ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর এ

র সকল আপডেট রাখতে চেষ্টা করি.

আমরা আপনার মতামত এবং পরামর্শগুলির মূল্যায়ন করব, যা আমাদের পেইজের গুনগতমান এবং উপকারিতা বৃদ্ধি করবে।
ধন্যবাদ আর একবার স্বাগতম!"

09/10/2024
16/02/2024

বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকা ক্ষতি।

06/11/2023

নেত্রকোনায় মৈমনসিংহ- গীতিকা"র শতবার্ষিকী উদযাপিত।

নেত্রকোনা প্রতিনিধিঃ

শনিবার সন্ধ্যায় নেত্রকোনা সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ঐতিহাসিক মৈমনসিংহ গীতিকা "র শতবার্ষিকী ফুর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐতিহ্য নেত্রকোনার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.গোলাম কবির।প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ভাষাচিস্তক উত্তরউপনিবেশি তাত্ত্বিক ফয়েজ আলম,আলোচক হিসেবে আলোচনা করেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট সাহিত্যিক বিধান চন্দ্র মিত্র ও ঢাকা রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক কবি রাজু আহমেদ মামুন সহ অনেক স্থানীয় কবি সাহিত্যিকগণ আলোচনায় অংশ নেন।মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক লেখক সাহিত্যিক ও কবি এমদাদ খান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐতিহ্য নেত্রকোনার প্রধান সমন্বয়ক এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন।বক্তারা মৈমনসিংহ গীতিকা "র ঐতিহ্য কে লালন করার জন্য বৃহত্তর ময়মনসিংহের কবি সাহিত্যিক ও সাহিত্য প্রেমীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় নেত্রকোনার জেলার সকল স্তরের কবি সাহিত্যিক ও সুধীগণ উপস্থিত ছিলেন।

24/06/2023

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত নেত্রকোনার কামাররা। রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম ভিডিও ধারনে হামিদুর রহমান অভি।

21/06/2023

নেত্রকোনার কোরবানি হাঠে জেলার সবচেয়ে বড় খাসি বিগশো'।

21/06/2023

কোরবানির হাটে বিক্রির জন্য তৈরি হয়ে আছে বিশাল দেহি সুলতান'। নেত্রকোনা সদর উপজেলার সনুরা গ্রামের খন্দকার আলমের সুলতান নামের সাদার মধ্যে কালো ছোপ ছোপ রঙের এই ষাঁড়টির উচ্চতা প্রায় ৬ফুট এবং লম্বা ১০ ফুট।ওজন প্রায় ১৬ শত কেজি বা ৪০ মণ।

14/06/2023

হামিদুর রহমান অভিঃ অবশেষে বে-দখল হয়ে গেল বলিউডের বিখ্যাত অভিনেত্রী অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া ভাদুরী বা জয়া বচ্চনের পৈত্রিক ভিটা।

হামিদুর রহমান অভি,নেত্রকোনাঃ

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাঘরের গ্রামে ভাদুরি জমিদার বংশের শেষ স্মৃতিটুকু বিলীন হওয়ার পথে।এই ভাদুরী পরিবারের সন্তান প্রখ্যাত লেখক তরুন কুমার ভাদুরীই জয়া ভাদুরীর বাবা। তরুন কুমার ভাদুরী ও তার ভাই আশুতোষ ভাদুরীকে নিয়ে তাদের বাবা শিশির ভাদুরী ১৯০৫ সালে বঙ্গবঙ্গের সময় ভারতের মধ্য-প্রদেশের জবলপুরে চলে যান।সেখানেই তরুন কুমার ভাদুরীর ঔরস্যে জন্মগ্রহণ করেন জয়া ভাদুরী বা জয়া বচ্চন।

কারুকার্য খচিত জমিদার বাড়িটি বর্তমানে তাদেরই নায়ের নৃপেন্দ্র চন্দ্র সরকারের দুই ছেলে দখলকরে রেখেছেন। তাদের দাবি বাড়িটি যাবার সময় জমিদার তার বাবার নামে লিখে দিয়ে যান রেজিষ্টি বিহীন দলিলে। যা নিয়ে কোর্টে মামলা চলছে বলেও তারা জানান।
এমতাবস্থায় এলাকাবাসীর দাবি ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি দখলমুক্ত করে প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হোক।

03/06/2023

নেত্রকোনা জেলায় এবার আম নেই,সম্পূর্ণভাবে নির্ভর করতে হচ্ছে আমদানি করা আমের উপর।
ইফতেখারুল করিম নির্ঝর

অন্যান্য বছর এসময়ে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় বাড়িতে বাড়িতে রাস্তার পাশে পুকুরের পাড়ে পাকা আমের মৌ মৌ গন্ধ ভেসে বেড়াতো বাতাসে। কিন্তু এ বছর নেত্রকোনা জেলার কোন উপজেলাতে আম নেই। আম বিহীন গাছগুলো দাঁড়িয়ে থেকে আম না থাকার প্রমান দিচ্ছে। নেত্রকোনা সদর উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলা ঘুরে দেখা গেছে শতকরা ৯০ টি গাছ একেবারেই আম শুন্য। বাকী ১০ ভাগ গাছে সামান্য কিছু আম থাকলেও এবারের তাপদাহে সেগুলো ফেটে পঁচে ঝরে গেছে। ফলে নেত্রকোনা জেলা একেবারে আম শুন্য হয়ে পরেছে।

শুরুতে সব আম গাছে গাছ ভর্তি মুকুল এলেও খরা ও বৃষ্টিতে সব মুকুল ঝরে গেছে। কৃষিবিদগণ জানান শুরুতেই খরা ও পরে ভারী বর্ষণ এবং ঝড়ো হাওয়ায় এ ঘটনা ঘটেছে। এমতাবস্থায় নেত্রকোনার মানুষকে সম্পূর্ণভাবে আমদানি করা আমের উপর নির্ভর করতে হচ্ছে।

Address

247, Khandakar Niketan
Netrokona
2400

Telephone

+8801711049382

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোমেনশাহী সংবাদ । Momenshahi Sangbad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোমেনশাহী সংবাদ । Momenshahi Sangbad:

Share