Niamatpur Photo & News

Niamatpur Photo & News নওগাঁর নিয়ামতপুর উপজেলা সম্পর্কিত চলতি নিউজ পেতে সাথেই থাকুন।নিয়ামতপুরে আপনার তোলা ফটো শেয়ার করুন।

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।।নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়...
08/07/2025

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বিলাশৈল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী (৭২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৭ জুলাই) নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি ছিলেন বিলাশৈল গ্রামের মৃত ইয়াহিয়া সরকারের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তাকে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দাফনকালে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, আলিমদ্দিন, সোবহান আলী প্রমুখ। ~একুশে সংবাদ।।।

নিয়ামতপুরে না’শকতার মামলায় যুবলীগ নেতা বাদশা গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা মোড়ে বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলা...
07/07/2025

নিয়ামতপুরে না’শকতার মামলায় যুবলীগ নেতা বাদশা গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা মোড়ে বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় নিয়ামতপুর উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লা (২৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ৫ জুলাই রাত ১০টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত বাদশা উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের বাসিন্দা ও নিয়ামতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন মোল্লার ছেলে। সে উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইন চার্জের নির্দেশে এসআই অপূর্ব এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড্ডা বোমা বিস্ফোরণ ও নাশকতার মামলায় আসামি আবু সুফিয়ান ওরফে বাদশা মোল্লাকে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি নাশকতার মামলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৫ জুলাই রাতে অভিযান চালিয়ে বাদশা মোল্লাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। রবিবার ৬ জুলাই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।~পদ্মা টাইমস।

নিয়ামতপুরে বিদ্যালয়ের সাড়ে ৩ বিঘা জমির ডাক উঠলো ৯০ হাজার টাকা  নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রথমবারের মত একটি প্রাথমিক বিদ্...
04/07/2025

নিয়ামতপুরে বিদ্যালয়ের সাড়ে ৩ বিঘা জমির ডাক উঠলো ৯০ হাজার টাকা

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রথমবারের মত একটি প্রাথমিক বিদ্যালয়ে জমি নিয়মনীতি মেনে লিজ প্রদান করা হয়েছে। বুধবার জোনাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ লিজ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতা মো, আকিবুর রহমানকে ৯১ হাজার টাকায় এক বছর মেয়াদে বিদ্যালয়ের ১.৫৮ একর আবাদী জমি লীজ প্রদান করা হয়।

লিজ প্রদান অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের জমিদাতা সদস্য আলহাজ্ব নাজিম উদ্দীন মীর, সাবেক এসএমসি সভাপতি নৈমুদ্দীন মোল্লা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আলহাজ্ব আরসাদ আলী, বিএনপি নেতা আব্দুল হালিম. ইসকান্দার আলীসহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তি, মৎস্যজীবী, কৃষক প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এলাকাবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহণে নিয়মনীতি মেনে বিদ্যালয়টিতে লিজ প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে উপজেলায় যে সকল বিদ্যালয়ের আবাদী জমি রয়েছে, সেগুলোতেও একইভাবে লিজ প্রদান করা হবে।

বিদ্যালয়ের প্রদান শিক্ষক আব্দুস সাত্তার জানান, অফিসের নির্দেশে তার বিদ্যালয়ের ১.৫৮ একর জমি লিজ দিতে ইউনিয়ন পরিষদকে অবহিত করে লিজের দিন ক্ষন ঠিক করে এলাকায় নোটিশসহ মাইকিং করা হয়েছে।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় জমি লিজ দেয়ায় যেমন স্বচ্ছতা রয়েছে, তেমনি আর্থিকভাবেও লাভবান হয়েছে তার প্রতিষ্ঠিান। উল্লেখ্য, একই পরিমাণ জমি গত বছর ৭১ হাজার টাকায় লিজ প্রদান করা হয়েছিল। ~সোনালী সংবাদ।।

নিয়ামতপুর বরেন্দ্র সেচপাম্পে অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগ।। নওগাঁর নিয়ামতপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএম...
24/06/2025

নিয়ামতপুর বরেন্দ্র সেচপাম্পে অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগ।।

নওগাঁর নিয়ামতপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সহকারী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও গভীর নলকুপে অপারেটর নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলায় বিএমডিএর ৬০৩ টি গভীর নলকুপ রয়েছে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ পাম্পের ঘরে দু-চারটা করে তালা পড়ে। এরপর গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উপজেলায় গভীর নলকূপের অপারেটর পদে ৬শ ৩টির বিপরীতে ১হাজার ৩শটি আবেদন পত্র জমা পড়ে। গত ১৯ ডিসেম্বর, ২২ ডিসেম্বর ও ২৩ ডিসেম্বর গভীর নলকূপের অপারেটর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৩১ ডিসেম্বর সোমবার অপারেটর নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশের পর পরই সাধারণ কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপজেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরোচক নানা গুঞ্জন, জনমনেও দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।

হাজিনগর ইউনিয়ন বিএনপির নেতা শাহিনসহ নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, আওয়ামী মতাদর্শীদের সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। বিএমডিএ’র পরিচালনা কমিটির কতিপয় সদস্যের যোগসাজসে সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বিএনপির ভোটের মাঠ নষ্ট, কোন্দল সৃষ্টি ও তাদের নেতার ভাবমূর্তি ক্ষুন্ন করতে কৌশলে আওয়ামী মতাদর্শীদের অপারেটর নিয়োগ করেছে।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার বলেন, বিএমডিএ কর্মকর্তা ব্যক্তিগত মতামতের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়। একই পরিবারের চারজনকে অপারেটর নিয়োগের মত ঘটনাও ঘটেছে শুধু অর্থের বিনিময়ে। বিএমডিএ’র সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদকে বর্তমানে পাওয়া যাচ্ছে না। তিনি অফিস করছেন না, মোাবইল ফোনও বন্ধ রেখেছেন। জয়া বাংলা ঐক্য পরিষদের সহ সভাপতি আরমান ইসলাম যেই সেচ পাম্পে অপারেটর নিয়োগ পেয়েছে। অথচ সেই সেচ পাম্প এলাকায় (মৌজায়) তার নিজস্ব কোন জমি নেই। এখানে আর্থিক লেনদেন করে প্রকৃত কৃষকদের বঞ্চিত করে অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএমডিএ নিয়ামতপুর জোনের সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিরপেক্ষ ও শতভাগ স্বচ্ছতার সঙ্গে অপারেটর নিয়োগ করা হয়েছে। নিয়োগ কমিটি নিয়োগ দিয়েছে এখানে তার কোনো হাত নাই।https://padmatimes24.com/652320

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) সহকারী প্রকৌ.....

নিয়ামতপুরের গোবিন্দপুর পাকা সড়কবিহীন গ্রামে, জনদুর্ভোগ চরমে।।নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম...
22/06/2025

নিয়ামতপুরের গোবিন্দপুর পাকা সড়কবিহীন গ্রামে, জনদুর্ভোগ চরমে।।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে যাওয়ার দুটি সড়ক। একটি চন্দননগর লক্ষ্মীডাঙা মোড় এবং অপরটি বুধুরিয়া পাকা সড়কের সঙ্গে যুক্ত। দুটিই কাঁচা। দুই কিলোমিটার দূরত্বের সড়ক দুটি পাকা না হওয়ায় গ্রামটির বাসিন্দাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই হাজার মানুষের গ্রামটি উপজেলার ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র ছাতড়া বাজার থেকে উত্তর দিকে চার কিলোমিটার দূরে এবং বেনীপুর বাজার থেকে তিন কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শীতকালে সড়ক দুটি দিয়ে কোনো রকমে যাতায়াত করা গেলেও বর্ষায় পায়ে হাঁটা ছাড়া গত্যন্তর থাকে না। বৃষ্টিতে রাস্তা দুটির কোথাও হাঁটুকাদার কারণে গ্রামটি যেন বিচ্ছিন্ন দ্বীপের মতো দুর্ভোগে পড়তে হয় বাসিন্দাদের। কয়েক শ বিঘা জমির ফসল আনা-নেওয়া, বাগানের শত শত মণ আম-পেয়ারা ও পুকুরের মাছ পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয় গ্রামবাসীকে।

বর্ষায় ভ্যানচালকদের অনেকটা হাতে-পায়ে ধরে পণ্য আনা-নেওয়া করতে হয়। সড়কটি সবচেয়ে বেশি ক্ষতি বয়ে আনে জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে।
সম্প্রতি সরেজমিনে গ্রামটিতে গিয়ে জানা যায়, গ্রামের পূর্বপাড়া মসজিদ মোড় থেকে লক্ষ্মীডাঙা পাকা সড়ক পর্যন্ত এক কিলোমিটার এবং গ্রামের পশ্চিমপাড়া আনারুলের মোড় থেকে বুধুরিয়া পাকা সড়ক পর্যন্ত দেড় কিলোমিটার দূরত্ব। সড়ক দুটি পাকা না হওয়ায় সেখানকার বাসিন্দাদের জীবনে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি বলে জানান গ্রামবাসী।

চন্দননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাইনুল ইসলাম, গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমান, ফিরোজ হোসেন, সেকেন্দার আলী ও সেলিম রেজা বলেন,সড়ক দুটির দুই দিক দিয়ে বর্ষায় ধান, সবজি, আম, পেয়ারা, পুকুরের মাছসহ অন্যান্য কৃষি পণ্য পরিবহনে মণ প্রতি ২০ টাকা বেশি ভাড়া গুণতে হয়। অনেক সময় রাস্তায় হাঁটু পরিমাণ কাদা হয়ে যায়। তখন ভ্যানচালকরা ভাড়ায় ফসল বাজারে নিতে চান না। শুকনো মৌসুমে ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চললেও বর্ষায় সড়ক দুটি দিয়ে এসব যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে।

গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ (৭০) বলেন, শুকনো মৌসুমে গ্রামের সড়ক দুটিতে কোনো মতো গাড়ি চলে।

তবে বর্ষায় কষ্টের শেষ থাকে না। ফসল বেচার জন্য বাজারে নেওয়া কষ্টকর হয়ে পড়ে। ভ্যানচালকদের অনেকটা হাতে-পায়ে ধরে পণ্য আনা-নেওয়া করতে হয়।
সেলিম রেজা নামের গ্রামের আরেক বাসিন্দা বলেন, পাকা রাস্তা না হওয়ায় আমাদের গ্রামের ছেলেমেয়েরাও অনেক কষ্ট করে লেখাপড়া করে। বর্ষাকালে পরীক্ষার দিন পড়লে দুশ্চিন্তায় থাকতে হয় সময়মতো তারা পৌঁছাতে পারবে কি না। দুর্ভোগেও পড়তে হয়।

চন্দননগর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মাইনুল ইসলাম বলেন, ‘পরিষদ থেকে গোবিন্দপুর গ্রামের সড়ক দুটি পাকা করার জন্য উপজেলার সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার তদবির করা হয়েছে। এ ছাড়া উপজেলা উন্নয়ন সমন্বয় সভাতেও এ বিষয়ে কথা বলেছি। শুনেছি সড়ক দুটি এলজিইডির তালিকাভুক্ত হয়ে আছে। কিন্তু কাজ তো হয় না।’

জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নিয়ামতপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘সড়ক দুটি সম্পর্কে খোঁজ না নিয়ে এ মুহূর্তে কিছু বলতে পারছি না। উন্নয়নের জন্য সড়কগুলো তালিকাভুক্ত আছে কি না, খোঁজ নিয়ে বলা যাবে। তবে সুযোগ থাকলে অগ্রাধিকার ভিত্তিতে সড়ক দুটির উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। ~kalerkantho

সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত//নিহত জসিম উদ্দিনের বাড়ি নওগাঁ জেলার  #নিয়ামতপুর উপজেলায় বলে জানা গেছে।//গতকাল শুক্রব...
21/06/2025

সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

//নিহত জসিম উদ্দিনের বাড়ি নওগাঁ জেলার #নিয়ামতপুর উপজেলায় বলে জানা গেছে।//

গতকাল শুক্রবার নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৩৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। সকাল বেলা নজিপুর–বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, ঘটনার সময় বদলগাছী থেকে আসা একটি পিকআপ ভ্যান এবং বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপ চালক জসিম উদ্দিন গুরুতর আহত হন। পরবর্তীতে, স্থানীয়রা দ্রুত ঘটনাটি ফায়ার সার্ভিসে জানান। সংবাদ পেয়ে, পত্নীতলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পেঁৗছে জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহত চালককে উদ্ধার করি। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।” নিহত জসিম উদ্দিনের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় বলে জানা গেছে।
https://www.dainiksakalbela.com

নিয়ামতপুরে ৩ বছরের শিশু সন্তান রেখে প্রেমিকের হাত ধরে উধাও মা।।নওগাঁর নিয়ামতপুরে ৩ বছর ৪ মাস বয়সী একমাত্র শিশু সন্তান ও ...
21/06/2025

নিয়ামতপুরে ৩ বছরের শিশু সন্তান রেখে প্রেমিকের হাত ধরে উধাও মা।।

নওগাঁর নিয়ামতপুরে ৩ বছর ৪ মাস বয়সী একমাত্র শিশু সন্তান ও নগদ টাকা রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন আছিয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূ।

গত শুক্রবার (৬ জুন) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে ছেলেকে রেখে তিনি প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর (ফকিরপাড়া) গ্রামে।

এ ঘটনায় আছিয়ার স্বামী রাসেল রানা (২২) গত মঙ্গলবার নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে রাসেল রানার সঙ্গে একই ইউনিয়নের দারাজপুর গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে আছিয়া খাতুনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান জন্ম নেয়।

গত ৬ জুন সকালে আছিয়া খাতুন বাড়ির পাশে পুকুরপাড় থেকে মাটি আনার কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। এ সময় তিনি ঘরে রাখা নগদ ১০ হাজার টাকা এবং কিছু কাপড়চোপড় সঙ্গে নিয়ে যান। স্বামী রাসেল রানা ও তার স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রাসেল রানা বলেন, “আমাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মাঝেমধ্যে কথা-কাটাকাটি হতো। তবে ভাবিনি, সে এভাবে পালিয়ে যাবে। আমাদের একমাত্র ৩ বছরের শিশু সন্তান এখন আমার কাছেই আছে।”

রাসেলের বাবা মোতাহার হোসেন বলেন, “ছেলের বউ পুকুরে মাটি আনার নাম করে বের হয়ে আর ফেরেনি। টাকা-পয়সা ও কাপড় নিয়ে চলে গেছে। আমরা থানায় অভিযোগ দিয়েছি। তার সন্ধান চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”~~একুশে সংবাদ।।

নিয়ামতপুরে থ্রাইভ প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়।।নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি এনজিও সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে থ...
20/06/2025

নিয়ামতপুরে থ্রাইভ প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়।।

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি এনজিও সংস্থা ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে থ্রাইভ প্রকল্পের আওতায় বেইজ লাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ে দ্বায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মির্শিদা খাতুন।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক,

সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল, থ্রাইভ প্রকল্পের মনিটরিং অফিসার আলতাফুর রহমান, প্রজেক্ট অফিসার ফারহানা উর্মি, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু প্রমূখ।

সভায় উপজেলার হাজিনগর, চন্দননগর ও ভাবিচা ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর মান উন্নয়নে সঠিক ভাবে কাজ করার বিষয়ে আলোকপাত হয়।যায়যায়দিন।

নিয়ামতপুরে জাতীয় ফল মেলা উদ্বোধন। “দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই” এই শ্লোগানকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর...
20/06/2025

নিয়ামতপুরে জাতীয় ফল মেলা উদ্বোধন।



“দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই” এই শ্লোগানকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ঘোষণা করেন।

জাতীয় ফল মেলায় উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান স্বাগত বক্তব্যে বলেন, দেশীয় ফলের পরিচিতি ও সম্ভাবনাকে তুলে ধরতেই এই মেলার আয়োজন। এ মেলায় দর্শনার্থীরা বিলুপ্তপ্রায়, অপ্রচলিত ও সম্ভাবনাময় বিভিন্ন জাতের ফল সম্পর্কে জানতে পারছেন এবং ফল চাষের নতুন প্রযুক্তি সম্পর্কেও ধারণা নিতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুজ্জোহা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমূখ।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, দেশের প্রতিটি মানুষকে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ফলের চাহিদা যেখানে ২০০ গ্রাম সেখানে আমরা খাচ্ছি মাত্র ৫৫-৬০ গ্রাম। এই ব্যবধান কমাতে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণকে ফল খাওয়ায় অভ্যস্ত করতে হবে।
~পদ্মা টাইমস্

নওগাঁর নিয়ামতপুরে তামাক বিরোধী ।।নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায়...
18/06/2025

নওগাঁর নিয়ামতপুরে তামাক বিরোধী
।।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ শীর্ষক একদিনের এক কর্মশালার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. মুর্শিদা খাতুন।

এ সময় কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলাম রাব্বানী,

অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বক্তারা তামাকজনিত রোগের ভয়াবহতা তুলে ধরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। স্বাস্থ্যসম্মত সমাজ গঠনে তামাকের ক্ষতিকর প্রভাব রোধে এ ধরনের প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।~jaijaidinbd.

নিয়ামতপুরে দুই চাচাতো ভাইকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার।।নওগাঁর নিয়ামতপুরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার এজাহ...
18/06/2025

নিয়ামতপুরে দুই চাচাতো ভাইকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার।।

নওগাঁর নিয়ামতপুরে দুই চাচাতো ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম শরীফুল ইসলাম (৪৫)।

নিয়ামতপুরের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে তার বাড়ি। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব জানায়, বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের (৪০) সঙ্গে প্রতিবেশী কাশেম হাজী ও তাঁর ছেলে লাল চান, আজিজার, শফিকুল ও মুক্তারের বিরোধ চলছিল। গত ৯ এপ্রিল মেহগনি গাছ কাটা নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে পরদিন ১০ এপ্রিল সকালে আসামিরা শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যা করে।

বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন তার চাচাতো ভাই আজিজুল ইসলাম (৩৫) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে তিনিও মারা যান। র‌্যাব জানায়, এ ঘটনায় ৬১ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়।

আসামিদের গ্রেপ্তারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাবও ছায়াতদন্ত শুরু করে। র‌্যাবের চেষ্টায় রাজশাহীর মোহনপুর থেকে আসামি শরীফুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ামতপুর থানায় দেওয়া হয়েছে।
~sonalisangbad

নিয়ামতপুরে এক রাতে ৩ ট্রান্সফরমার চুরি, আতঙ্কে কৃষক।।নওগাঁর নিয়ামতপুরে একই রাতে গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমা...
17/06/2025

নিয়ামতপুরে এক রাতে ৩ ট্রান্সফরমার চুরি, আতঙ্কে কৃষক।।

নওগাঁর নিয়ামতপুরে একই রাতে গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরচক্র বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার মানপুর এলাকায় এই চুরির ঘটনা ঘটায়। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী এক অপারেটর দেলোয়ার হোসেন নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দিলেও অভিযোগের তিন দিন পার হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন কিংবা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করছেন কৃষকরা। এতে করে ওই এলাকার কৃষক এবং অন্য গভীর নলকূপ অপারেটরদের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে।

স্থানীয়রা জানান, প্রতিবছর বোরো মৌসুম শেষে এ ধরনের চুরির ঘটনা ঘটে। ফলে কৃষকরা নিজেরাই রাত্রিবেলা পাহারা দিয়ে ট্রান্সফরমার রক্ষা করার চেষ্টা করেন। মানপুর মৌজার ২৫২ নম্বর দাগে অবস্থিত তিনটি গভীর নলকূপে এমনই নজরদারির অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কৃষকরা পাহারা দিয়ে বাড়ি ফেরেন। এরপর ভোরে এসে দেখেন—তিনটি ট্রান্সফরমারই চুরি হয়ে গেছে। বৈদ্যুতিক খুঁটির নিচে পড়ে ছিল খোলস। প্রতিটি ট্রান্সফরমারই ছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) আওতাধীন গভীর নলকূপে স্থাপন করা।

অপারেটর দেলোয়ার হোসেন জানান, ‘এই তিনটি গভীর নলকূপের আওতায় প্রায় ১৫০ বিঘা জমিতে বোরো ধান চাষ হয়। চাষ শেষ হলেও আমরা কৃষকদের সঙ্গে নিয়ে প্রতিরাতে পাহারা দিচ্ছিলাম। চুরির রাতে রাত তিনটার দিকে বাড়ি যাই। মনে হয়, চোরের দল ওঁত পেতে ছিল। আমরা বাড়ি ফিরতেই তারা তিনটি ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, অমৃতপুর গ্রামের ইলেকট্রিশিয়ান নরজী দীর্ঘদিন ধরে এসব এলাকায় ট্রান্সফরমার উঠানো-নামানোর কাজ করে আসছেন। প্রায় এক মাস ধরে তাকে ট্রান্সফরমারগুলো খুলে নিতে অনুরোধ করা হচ্ছিল। কিন্তু তিনি বারবার সময়ক্ষেপণ করেন। চুরির আগের দিনও তাকে তাগাদা দেওয়া হয়েছিল। তিনি সেদিন জানান, পরদিন ট্রান্সফরমার খুলে দেবেন। কিন্তু তার আগেই রাতের আঁধারে ঘটে চুরির ঘটনা।

চুরির বিষয়ে জানতে চাইলে বিএমডিএ নিয়ামতপুর জোনের সহকারী প্রকৌশলী হারুন অর রশীদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে কেউ অবগত করেনি।’

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ট্রান্সফরমার চুরির ফলে চাষাবাদের মৌসুমে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও বড় ধরনের চুরি ও নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিতে পারে।~uttarbhumi

Address

Niamatpur
6520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Niamatpur Photo & News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niamatpur Photo & News:

Share

Category