01/10/2025
সৈয়দপুরের নীচুকলোনী মহল্লার এক তরুণী দিনাজপুরে মোটরসাইকেল দু.র্ঘটনায় মা/রা গেছেন। যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন তার বাড়ি সৈয়দপুরের কাজীহাটে, অথচ তিনি তেমন আহত হননি। অনেকেই দাবী করছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
আবার, ফেসবুকে অনেকেই নিহত মেয়েটির চরিত্র নিয়ে বাজে মন্তব্য করছেন। কেউ কেউ লিখেছেন, সে কেন ছেলেবন্ধুর সাথে প্রেম করতে গিয়েছে! বা মেয়েটির বাবা-মা কেন মেয়েটির ব্যাপারে খোঁজ নেয়নি! অতএব যা হয়েছে ভাল হয়েছে! এখন প্রশ্ন হলো, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে হত্যাকান্ডের শিকার হলে উপরের ফেসবুকের মন্তব্য করে কোন খু/নীকে বাঁচিয়ে দেয়া যায় কি না? বা ছেলেটিকে দুধে ধোয়া তুলসী পাতা বানানো যায় কি না! মেয়ের বা তার বাবা-মার যত দোষই থাকুক না কেন, যদি তাকে পরিকল্পিত ভাবে হ/ত্যা করা হয়ে থাকে তবে সেটা হ/ত্যাই। এ ব্যাপারে প্রশাসনের সুষ্ঠু তদন্ত দাবি করেছে সৈয়দপুরের সচেতন মহল। আমরা খুব শীঘ্রই এ বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবো। সত্য উন্মোচনের পর আমাদের পাঠক যদি একজনও হয় তবেই আমাদের সাংবাদিকতার সার্থকতা। যে কোন ধরণের তথ্য দিতে সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা হোয়াটস্অ্যাপ 01710454306