Jahid Hasan Sujon

Jahid Hasan Sujon Hey,there my name is Sujon.I am a professional digital marketer.

11/05/2024
15/02/2024

শেষ পর্যন্ত দেখেন মজা পাইবেন🤣

13/08/2023


29/07/2023

প্রতিটি মানুষের জেনে রাখা প্রয়োজন..
মেডিকেলের গোপন তথ্য!!( I C U)
. তে যদি আপনার কোনো রুগী থাকে, আর তিনি যদি মারা যান, তাহলে হসপিটাল থেকে লাশ চেক করে আনবেন।যেভাবে চেক করবেন! লাশের বাম বগলে কোনো ছোট ছিদ্র আছে কিনা, সেটা ভালো করে খেয়াল করুন, যদি ছিদ্র থাকে, তাহলে প্রশাসনের সাহায্য নিন।কেননা আপনারা হয়তো গরুকে ইনজেকশন দেওয়ার সিরিজ দেখে থাকবেন, ঠিক তদ্রুপ একটি অকৃত্রিম সিরিজ আছে, যা বাম বগলে ঢুকিয়ে দিলে মৃত রুগীও মনে হবে জীবিত আছে এবং শ্বাস গ্রহন করছে। একটা সিরিয়াস রুগীকে একদিন
( ICU) তে রাখতে প্রচুর টাকা লাগে, আর এই কত্রিম সিরিজ দিয়ে, কমপক্ষে ২৪/৩২ দিন একজন রুগীকে আটকানো খুবই সহজ।

#জনস্বার্থে_শেয়ার_করুন

26/07/2023
ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধ...
18/07/2023

ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।

25/06/2023

☑️ ফ্রিল্যান্সিং

- যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য কিছু কথা:-

ফ্রিল্যান্সিং করতে হলে আগে আপনাকে শিখতে হবে কিন্তু সমস্যা হল আমরা না শিখে ইনকাম করতে চাই!

আপনি কাজ না শিখলে কিভাবে কাজ করে ইনকাম করবেন?

এই কারনে অনেকে ফ্রিল্যান্সিং সেক্টেরে এসে ২-৩ মাস পর ছেড়ে দেয়।

বর্তমানে বাংলাদেশে মানুষ ১৫-২০ বছর পড়ালেখা করে বেকার বসে আছে।
একটা সামন্য চাকরির জন্য ১৫-২০ বছর পড়ালেখা করে লাখ লাখ স্টুডেন্ট চাকরি পাচ্ছে না।

কিন্তুু আপনি ফ্রিল্যান্সিং ৩-৪ মাস শিখার মাধ্যমে একটা সুনিশ্চিত ক্যারিয়ার গড়তে পারবেন।এতটুকু সময় নিয়ে শেখার ধৈর্য টুকুও আমাদের নেই।

কথায় আছে"যত লার্ন,তত আর্ন"।

ফ্রিল্যান্সিং এর প্রথম শর্ত হচ্ছে ধৈর্য।


👉 বর্তমানে বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য সবথেকে জনপ্রিয় মাধ্যম হল ফ্রিল্যান্সিং৷ 🖥️   বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বি...
14/06/2023

👉 বর্তমানে বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য সবথেকে জনপ্রিয় মাধ্যম হল ফ্রিল্যান্সিং৷ 🖥️

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা বিশ্বজুড়ে খুব সুনাম অর্জন করেছে সেইসাথে একটি শক্তিশালী অবস্থান ধারণ করেছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো। ✅
বর্তমানে বাংলাদেশের যে হারে ফ্রিল্যান্সিং বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশে যে এটি একটি শক্তিশালী খাত হয়ে দাঁড়াবে তা বলার বাকি রাখে না। 😃


💠অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকের মতে ২০২৭ সালের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ দ্বিতীয় খাত হতে পারে ফ্রিল্যান্সিং সেক্টর।🏵️☑️

💠২০১৯-২০ সালের একটি প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের ফ্রিল্যান্সিং এ প্রবৃদ্ধি হয়েছে 27% যা বিশ্বের খুব অল্প দেশেই হয়েছে ৷🌐

💠এছাড়া অক্সফোর্ড ইউনিভার্সিটি ২০২১ সালের আগস্টের যে জরিপ চালায় সেখানে লক্ষ্য করা যায় ২০১৯ সালে পর থেকে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা খুব দ্রুত গতিতে উন্নতি করছে 📊

পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়।ইনশাআল্লাহ একদিন সফল হবো🖤🌸
07/06/2023

পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়।

ইনশাআল্লাহ একদিন সফল হবো🖤🌸

🌸🖤
31/05/2023

🌸🖤

 #সহজিয়া
11/05/2023

#সহজিয়া

সাফল্যের মাধ্যমে জবাব দেওয়া হলো সেরা প্রতিশোধ🙂 সেই দিনটার জন্য হলেও পরিশ্রম করতে হবে 🖤🌸
03/05/2023

সাফল্যের মাধ্যমে জবাব দেওয়া হলো সেরা প্রতিশোধ🙂

সেই দিনটার জন্য হলেও পরিশ্রম করতে হবে 🖤🌸

Address

Noakandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Hasan Sujon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jahid Hasan Sujon:

Share