19/05/2025
পকেটমার নয়, মানুষ দেখলেন তিনি, বিচারকের মানবিকতায় রক্ষা পেল কিশোর
মানবিকতা ও সাহসিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার যুগ্ম জেলা ও দায়রা জজ শাহীন সিরাজ Shaheen Siraj উত্তেজিত জনতার ভিড়ে পকেটমার সন্দেহে এক কিশোরকে যখন নির্মমভাবে মারধর করা হচ্ছিল, তখন চারপাশের নির্লিপ্ত দর্শকদের ভিড় ডিঙিয়ে একজন মানুষ এগিয়ে এলেন তিনি বিচারক শাহীন সিরাজ।
ঘটনাটি ঘটে চট্টগ্রামের জিইসি সংলগ্ন পেনিনসুলা হোটেলের সামনের সড়কে। পকেটমারের অভিযোগ তুলে শতাধিক উত্তেজিত জনতা এক কিশোরকে ঘিরে ধরে বেধড়ক মারধর করতে থাকে। দীর্ঘক্ষণ কেউ এগিয়ে না এলে ছেলেটির জীবন বিপন্ন হয়ে পড়ে। তখনই নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সঙ্গে জনতার মাঝে ঢুকে পড়েন বিচারক শাহীন সিরাজ।
জনতাকে থামানোর চেষ্টা করতে গিয়ে তিনিও জনরোষের মুখে পড়েন। কেউ কেউ তাঁকে কিশোরটির সহযোগী বলেও সন্দেহ করে। কিন্তু তিনি দমে যাননি। নিজের পরিচয় দিয়ে বারবার জনতাকে বোঝান — “আইনের প্রতি শ্রদ্ধা দেখান, এইভাবে কাউকে মারা যায় না।” তার সাহসিকতা ও মানবিক অনুরোধে ধীরে ধীরে জনতা শান্ত হয় এবং শেষ পর্যন্ত কিশোরটির প্রাণ রক্ষা পায়।
প্রায় ২০ মিনিট ধরে চলা উত্তেজনার মধ্যে অসাধারণ ধৈর্য ও সাহসিকতার পরিচয় দেন বিচারক শাহীন সিরাজ। তাঁর মানবিক প্রচেষ্টার ফলেই একটি নিষ্পাপ প্রাণ রক্ষা পায় জনতার হিংস্র হাত থেকে।
ঘটনার পর শাহীন সিরাজ বলেন, “একজন মানুষ অপরাধ করলেও তার বিচার হোক আইনের মাধ্যমে। পথে-ঘাটে বিচার করে জীবন কেড়ে নেওয়ার অধিকার আমাদের কারো নেই।”
এই ঘটনা শুধু একটি জীবন রক্ষার গল্প নয়, এটি এক উত্তাল সময়ে আইন ও মানবিকতার গৌরবময় প্রতিচ্ছবি। বিচারক শাহীন সিরাজ প্রমাণ করলেন, একজন বিচারক শুধু রায় ঘোষণার মানুষ নন,তিনি একজন সজাগ, সাহসী এবং মানবিক নাগরিকও।
এই ধরনের সাহসী ও ন্যায়ের পক্ষের মানুষরা আমাদের সমাজে আশার আলো হয়ে থাকেন।