Nafia Noor

Nafia Noor Nafia Noor is ready to give you full computer skill and freelancing service.I am a professional digi

17/12/2022

Digital Marketing করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়!!!

আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারেন আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এখানের যে কোন একটি বা একাধিক সেক্টরের উপর কাজ শিখে আপনি নিজেকে একজন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে পাড়েন। এবং আপনি যদি নিজেকে একজন সফল ও অভিজ্ঞ ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে পাড়েন আপনি মাসে লাখ টাকার উপরেও আয় করতে পারবেন।

বর্তমান সময়ে মার্কেটিং সেক্টরে বিশাল একটি স্থান দখল করে রেখেছে এই ডিজিটাল মার্কেটিং। বিশ্ব বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুল এর হিসাব অনুযায়ী প্রতিদিন ৩০ হাজার প্রডাক্ট পৃথিবীতে নতুন আসছে যার ৫০% এখন ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভর করছে।

আপনার Digital Marketing 1 বছরের কম experience থাকলে, আপনি average 1.8 Lakh/Year Salary হিসেবে ডিজিটাল মার্কেটিং জব পেয়ে যাবেন । আর 4 বছরের বেশি Experience থাকলে আপনি average 2.4 Lakh/Year Salary আশা করতে পারেন ।

সুতরাং এখানে ভাল করতে পারেন লাখপতি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক।

কারো যদি এই কাজ শিখার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে।নিচে আমার messenger link দিয়ে দিয়েছি।
https://m.me/nafia00

13/12/2022

SEO করে লাখ লাখ টাকা ইনকাম!!!

SEO ডিজিটাল মার্কেটিং এর একটি বড় সেক্টর।আজকে আমরা জানবো SEO করে কত টাকা ইনকাম করা যায়।

Seo করে কত টাকা ইনকাম করা যাবে। তার কোনো ঠিক নেই ।

কেউ seo করে কোটি কোটি টাকা ইনকম করবে আর কেউ কিছুই না। কিন্তু সাধারণত seo থেকে যা ইনকাম তা দেখি

যেমন seo করে যা বেতন পাই ::

1.5 lakh/annual-as fresher(generally)

4.5 lakh/annual-after experience

30lakhs/annual or above - for expert

কিন্তু কিছু পৃথিবীর সেরা seo এক্সপার্ট দের ইনকাম দেখতে পারেন।

• Huffington Post- S41.6 million per month.

Endgadget- $3.95 million per month.

Moz- $3.74 million per month.

Perez Hilton- $3.44 million per month.

Mashable- $3.33 million per month.

11/12/2022

💥"ঘরে বসে নিরাপদে,
দক্ষতা অর্জন হোক অনলাইনে "
✍️একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি বাড়তি স্কিল ডেভেলপ করে নিজেকে চাকরির বাজারে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে চান? কিংবা ঘরে বসেই ইনকাম করতে চান?
✍️ পড়াশুনার পাশাপাশি প্রতিদিন অল্প অল্প করে প্রশিক্ষনের মাধ্যমে আইটি বিষয়ক ট্রেনিং সমপন্ন করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে চান?
✍️ আপনি কি স্টুডেন্ট? গৃহিনী? চাকুরিজীবি কিংবা ব্যবসায়ী?
আপনি যে প্রফেশনের সাথেই যুক্ত থাকেন না কেন,, নিজের ফ্রি সময়কে কাজে লাগিয়ে ঘরে বসেই অনলাইনে কাজ শিখতে ও করতে চান?

📌যদি নিজের স্কিল বৃদ্ধি করে নিজেকে অন্যদের তুলনায় এগিয়ে রাখতে চান তবে আপনাকে বেছে নিতে হবে "ফ্রিল্যান্সিং"
👉আপনাকে বেছে নিতে হবে "ডিজিটাল মার্কেটিং" যা বর্তমান যুগের সবথেকে জনপ্রিয় সেক্টর!""
🧿আপনাকে শুরু করতে হবে প্রশিক্ষণ গ্রহণ!📝📝
🧿আপনাকে খুঁজে নিতে হবে এমন কোনো প্রতিষ্ঠান যেখানে প্রশিক্ষনের পর ইন্টার্নশীপ/অনুশীলন করার সুযোগ রয়েছে!
🔶যেখানে আপনার দক্ষতা পরিমাপের উপযুক্ত ক্ষেত্র রয়েছে 💁‍♀️
💥আপনি যদি এরকম কোনো প্রতিষ্ঠানের খোঁজ করে থাকেন তবে আপনার জন্যই অপেক্ষা করছে👇👇
"ফ্রিল্যান্সিং শেখার দারুন সুযোগ"✌️
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং এর কতটি সেক্টর আছে?
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?
কিভাবে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে আয় করা যায়?
উপরোক্ত সব তথ্যের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগের জন্য আমাকে ইনবক্স করতে পারেন।

ReviewOnSkillTestগত কালকে স্কিল টেস্ট দিলাম এই স্কিল টেস্টের মাধ্যমে আমি বুঝতে পারলাম আমার স্কিল আসলে কতটা ডেভেলপ হয়েছে...
19/11/2022

ReviewOnSkillTest
গত কালকে স্কিল টেস্ট দিলাম এই স্কিল টেস্টের মাধ্যমে আমি বুঝতে পারলাম আমার স্কিল আসলে কতটা ডেভেলপ হয়েছে যেহেতু আমার ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার প্রত্যাশা রাখি সেই হিসেবে আমার স্কিল সম্বন্ধে অবগত থাকা অত্যাধিক জরুরী।কেননা ফ্রিল্যান্সিংয়ে স্কিলের উপরে সব নির্ভর করে স্কিল টেস্টের মাধ্যমে আমি বুঝতে পারলাম আমার ফেসবুকের বেসিক কিছু জ্ঞান যেমন;facebook আইডি ও পেজ প্রফেশনাল এবং google এর যাবতীয় কিছু ফিচার যেমন ইমেইল আইডি প্রফেশনাল সেটআপ বুক মার্ক সেটআপ গুগল সিট ইত্যাদিতে আমার কতটা আয়ত্ত আছে তা সম্পর্কে জানলাম

18/11/2022

Hi,I am Nafia Noor.I am a professional Digital Marrketer.Nafia Noor is ready to give full freelaning service.

08/10/2022
08/10/2022
08/10/2022
07/09/2022

ফ্রিল্যান্সিং এ নারীর ভুমিকা।
এ পেশায় কোনো জবাবদিহিতা নেই। যানজটে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে অফিস যাওয়ার প্রয়োজন পড়ে না। নেই বসের চোখ রাঙানি। ৯টা-৫টা অফিস করার বাধ্যবাধকতাও নেই। ঘরে বসে কিংবা যে কোনো স্থান থেকেই কাজ করা সম্ভব। বড় অফিসেরও প্রয়োজন নেই। নারী-পুরুষের বৈষম্যও নেই।এ পেশায় যেকোনো বয়সী নারী-পুরুষ ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পারেন। স্বাধীন এ পেশায় জবাবদিহিতার জায়গাটা একেবারেই কম।একটা সময় নারীরা সংসারের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারতো না। হাজারও প্রতিবন্ধকতা অসঙ্গতিতো ছিলই আবার কিছু করার কথা ভাবলেও যথেষ্ট পয়সা ছিল না। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে ও ফ্রিল্যান্সিংয়ের মতো প্লাটফর্মের জন্য নিজের ঘরে বসে আপন কাজগুলো করতে পারছে।ডিজিটাল ইকোনমি রিপোর্ট-২০১৯ অনুযায়ী, বৈশ্বিক এ খাতে বাংলাদেশের প্রায় সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন। যাদের মাধ্যমে প্রতি বছর দেশে ১০ কোটিরও বেশি বৈদেশিক মুদ্রা আসছে। তাদের মধ্যে আমাদের নারীর সংখ্যা ক্রমশঃ বাড়ছে। গত কয়েক বছরে ফ্রিল্যান্সিং খাতে আমাদের অংশগ্রহণ বহুগুণে বেড়েছে।সরকারি হিসেব মতে, ২০১৩ সালে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৯ শতাংশ নারী কাজ করতেন। এখন এর সংখ্যা আরও অনেক বেশি।আমাদের দেশে অর্ধেক জনসংখ্যা হলো নারী। তাদের হাতকে বাইরে রেখে কাঙ্খিত উন্নয়ন, সমৃদ্ধি সম্ভব নয়।যদি যথাযথ সাহায়ায্য পাওয়া যায় তাহলে আমরা নারীরাই দেশের অর্থনীতিকে চাঙা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো বহুদূর। আমরা নারীরা হয়ে উঠবো অর্থনৈতিক মুক্তিতে আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী নারী।

07/09/2022

ডিজিটাল মার্কেটিং কি হতে পারে বেকারত্ব থেকে মুক্তির উপায় !!!
দীর্ঘদিন থেকে বেকার , হতাশায় ভুগছেন। আয়ের উৎস হিসেবে বেছে নিতে পারেন ডিজিটাল মার্কেটিং কে. বর্তমান চাকরির বাজারে অনেক বড় একটি আয়ের উৎস হল ডিজিটাল মার্কেটিং।ডিজিটাল মার্কেটিং কি হতে পারে বেকারত্ব থেকে মুক্তির উপায়??

ডিজিটাল মার্কেটিং কি ?
ডিজিটাল মার্কেটিং বলতে ইন্টারনেট বা অনলাইন এর মাধ্যমে কোনো পণ্যকে , সেবা ও নিজের ব্যবসা কে পৃথিবীর সব প্রান্তে পৌছিয়ে দেযার সহজ মাধ্যম।

ডিজিটাল মার্কেটিং কে কেন বেকারত্ব থেকে মুক্তির উৎস হিসেবে বেঁচে নিবেন ,তা দেখে নেয়া যাক :

ডিজিটাল মার্কেটিং করার জন্য কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রির দরকার হয় না। একজন মানুষ যেকোনো সেক্টর থেকে ডিজিটাল মার্কেটিং এ আসতে পারে।বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা এত বেশি যে বড় বড় কোম্পানি গুলো তাদের কাজের জন্য ডিজিটাল মার্কেটার কে নিয়োগ দিচ্ছে। আপনি চাইলেই নিজেকে এখানে যুক্ত করতে পারবেন। শুধু দরকার নিজের চেষ্টা।

06/09/2022

কনটেন্ট রাইটিং এর মাধ্যমে কি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায়?
এর জন্য আগে আমাদের জানতে হবে কনটেন্ট রাইটিং কি?কনটেন্ট রাইটিং হল ইন্টারনেটে অবস্থিত লেখা অথবা ঐ লেখাকে সম্পাদন (Edit) করার প্রক্রিয়া। এটি সাধারণত ডিজিটাল কনটেন্টের জন্য লেখা হয়।যেমন ডিজিটাল মার্কেটিং, ব্লগ পোস্ট, আর্টিকেল ইত্যাদি ইত্যাদি।সহজ ভাষায় কনটেন্ট রাইটিং বলতে বোঝায় আপনি যে আর্টিকেলটি পড়েছেন এটি একটি কন্টেন্ট। আর আপনি যখন এই কনটেন্ট টি লিখবেন। তাই হল কনটেন্ট রাইটিং।
আমরা অনলাইনে ইনকাম করার জন্য অনেক খোঁজাখুঁজি করে। চেষ্টা করি, কোন উপায়ে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। আর অনেক উপায়ের মধ্যে কনটেন্ট রাইটিং ও হলো একটি উপায় যার মাধ্যমে অনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও content writing শিখে কোন কোম্পানিতে সহজেই কাজ পেতে পারেন।কন্টেন্ট রাইটিং এর সবথেকে ভালো ব্যাপার হলো আপনি যদি শারীরিক ভাবে পরিশ্রম করতে না চান তাহলে কনটেন্ট রাইটিং আপনার জন্য খুবই ভাল একটি কাজ। সেই সঙ্গে কনটেন্ট রাইটিং করে আপনি আপনার ভবিষ্যৎ গড়তে পারবেন।

Content writing এ কত ইনকাম?

প্রচুর মানুষ আছে যারা কনটেন্ট রাইটিংয়ের কাজ করেন, এবং এর মাধ্যমে আয় করে থাকেন।অনেকেই প্রশ্ন থাকতে পারে, কত টাকা ইনকাম করা সম্ভব কনটেন্ট রাইটিং করে?যদি আপনি প্রথমে কন্টেন্ট রাইটিং এর কাজ করেন, তাহলে খুব একটা বেশি টাকা পাবেন না।এবং ধীরে ধীরে যত আপনার অভিজ্ঞতা বাড়বে সেই সঙ্গে আপনার পরিচিতি বাড়বে। তখন আপনার লেখার দাম ও বাড়বে।
কনটেন্ট রাইটিং করলে আপনি দুভাবে ইনকাম করতে পারবেনএকটি হল কোনো কোম্পানিতে কাজ করা
অথবা, ফ্রিল্যান্সিং কাজ করা আপনি যদি নতুন কনটেন্ট রাইটার হন, কোনো কাজ করার অভিজ্ঞতা না থাকে। তাহলে, প্রথমে ৮০০০ থেকে ১০,০০০ টাকার মতো পাওয়া যেতে পারে, কিংবা এর থেকে একটু বেশি।ধীরে ধীরে আপনার যত অভিজ্ঞতা বাড়বে, আপনার ইনকাম ততই বাড়বে, দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা রাইটার 30 থেকে 60 হাজার টাকা পর্যন্ত বেতন পেতে পারে।

কন্টেন্ট রাইটিং শিখবেন কিভাবে?

Content writing শেখার জন্য বিভিন্ন website থেকে অনলাইনে শিখে নিতে পারেন। ভালোভাবে গুছিয়ে লিখতে না পারলে, কোনো ভিজিটর ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইট থেকে বেরিয়ে যাবে। কারণ, আপনার লেখার মধ্যে অনেক কিছু বুঝতে পারেননি।

Address

Maijdee, Noakhali, Chittagong
Noakandi
3800

Alerts

Be the first to know and let us send you an email when Nafia Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nafia Noor:

Share