
20/08/2025
স্বার্থপর মানুষ বলতে আমরা সাধারণত সেইসব মানুষকে বুঝি যারা নিজের স্বার্থকে সবার আগে রাখে, অন্যের অনুভূতি বা কষ্টের কথা ভাবে না।
🔹 স্বার্থপর মানুষের কিছু বৈশিষ্ট্য:
1. সবকিছুতে নিজের লাভ খোঁজে।
2. অন্যের দুঃখ বা সমস্যা বুঝলেও সাহায্য করতে চায় না।
3. সম্পর্কের মধ্যে শুধু নেয়, দেয় না।
4. সাময়িক সুবিধার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করে।
5. নিজের সুবিধা শেষ হলে সম্পর্ককেও ত্যাগ করে।