আল-আমিন ফাউন্ডেশন - Al Amin Foundation

আল-আমিন ফাউন্ডেশন - Al Amin Foundation মানবতার কল্যাণে কাজ করে যাওয়াই আল আমিন ফাউন্ডেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য।

ওরা ছিন্নমূল, অন্ন, বস্স্র যোগান দেওয়া যেখানে তাদের জন্য চ্যালেন্জ সেখানে চিকিৎসাতো একটা স্বপ্ন, দীর্ঘদিন টাকার অভাবে অপ...
10/08/2025

ওরা ছিন্নমূল, অন্ন, বস্স্র যোগান দেওয়া যেখানে তাদের জন্য চ্যালেন্জ সেখানে চিকিৎসাতো একটা স্বপ্ন, দীর্ঘদিন টাকার অভাবে অপারেশন করতে না পারা মানুষটির আলহামদুলিল্লাহ অপারেশন হয়েছে। দীর্ঘ ৮বছর থেকে অনবরত চোখ দিয়ে পানি যেতো, অপারেশন পরবর্তী ডাঃ সাথে আলাপের পর জানতে পারলাম উনার নেত্রনালীর কন্ডিশন অনেক খারাপ ছিলো, নেত্রনালীর পাশে টিউব বসিয়ে অপারেশন করতে দীর্ঘ সময় লেগেছে, আমাদের আশেপাশে এ রকম অসংখ্য মানুষ আছে যারা রোগ ধরার পরও বছরের পর বছর চিকিৎসা করতে পারে না টাকার অভাবে, আলহামদুলিল্লাহ রোগীর সামান্য কিছু সাফোর্ট এবং মা ও শিশু হসপিটাল কমপ্লেক্স (চক্ষু বিভাগ) এর সমন্বয়ে এই অসহায় মায়ের চোখের অপারেশন সম্পূর্ণ হয়েছে।

সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো এমন মানবিক কাজগুলো চলমান রাখতে পারি পাশাপাশি দীর্ঘদিন কষ্টে থাকা রোগীটিকে আল্লাহ যেনো শেফা দান করেন এই প্রত্যাশা করছি।

এক্সিডেন্ট পরবর্তী সময়ে নিঃস্ব হয়ে যাওয়া এক অসহায় ভাইয়ের পরিবারের পাশে থাকতে আলহামদুলিল্লাহ আজ আমাদের আল-আমিন ফাউন্ডেশন ...
07/08/2025

এক্সিডেন্ট পরবর্তী সময়ে নিঃস্ব হয়ে যাওয়া এক অসহায় ভাইয়ের পরিবারের পাশে থাকতে আলহামদুলিল্লাহ আজ আমাদের আল-আমিন ফাউন্ডেশন কর্তৃক ৪৬তম সেলাই মেশিন উপহার দেওয়া হয়েছে এক কর্মহীন পরিবারকে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্পেন প্রবাসী আমার এক প্রিয় ভাই মানবতার কল্যাণে এই সেলাই মেশিনটি অসহায় পরিবারটির আয়ের উৎস সৃষ্টির লক্ষ্যে দান করেছেন, সবাই প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেনো উনাকে এর উত্তম বিনিময় দান করেন, পাশাপাশি আল্লাহ যেনো এই সেলাই মেশিনের বদৌলতে এই পরিবারের রিজিকে বরকত দান করেন।

বিমানে উঠার আগে ওমান এয়ারপোর্টে ছবি আপলোড দিয়ে লিখেছে স্বপ্ন যাবে বাড়ি আমার, কে জানতো এই স্বপ্ন এত বড় দুঃ**স্বপ্ন হয়ে যা...
06/08/2025

বিমানে উঠার আগে ওমান এয়ারপোর্টে ছবি আপলোড দিয়ে লিখেছে স্বপ্ন যাবে বাড়ি আমার, কে জানতো এই স্বপ্ন এত বড় দুঃ**স্বপ্ন হয়ে যাবে? পরিবারের ৭ জন মানুষেই নাই, পরিবারের যারা বেঁচে আছে তারা কিভাবে এই শোক টা কাটাবে? সেই ভাষাটা জানা নাই, আল্লাহ যেন সবাইকে জান্নাতের উচ্চ মাকান দান করেন সেই দোয়া করছি। 🤲

06/08/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#একটি_মর্মান্তিক_দূর্ঘটনা-
#ওমান প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়।
গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি।

#পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭টা মরদেহ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।

#সকলকেই মৃত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন।

02/08/2025

অসহায় মানুষগুলো একটু একটু দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে - আলহামদুলিল্লাহ

28/07/2025

মুসলধারে বৃষ্টি, এই বছরের সেরা বৃষ্টি ⛱️

Address

Noakandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-আমিন ফাউন্ডেশন - Al Amin Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share