
10/08/2025
ওরা ছিন্নমূল, অন্ন, বস্স্র যোগান দেওয়া যেখানে তাদের জন্য চ্যালেন্জ সেখানে চিকিৎসাতো একটা স্বপ্ন, দীর্ঘদিন টাকার অভাবে অপারেশন করতে না পারা মানুষটির আলহামদুলিল্লাহ অপারেশন হয়েছে। দীর্ঘ ৮বছর থেকে অনবরত চোখ দিয়ে পানি যেতো, অপারেশন পরবর্তী ডাঃ সাথে আলাপের পর জানতে পারলাম উনার নেত্রনালীর কন্ডিশন অনেক খারাপ ছিলো, নেত্রনালীর পাশে টিউব বসিয়ে অপারেশন করতে দীর্ঘ সময় লেগেছে, আমাদের আশেপাশে এ রকম অসংখ্য মানুষ আছে যারা রোগ ধরার পরও বছরের পর বছর চিকিৎসা করতে পারে না টাকার অভাবে, আলহামদুলিল্লাহ রোগীর সামান্য কিছু সাফোর্ট এবং মা ও শিশু হসপিটাল কমপ্লেক্স (চক্ষু বিভাগ) এর সমন্বয়ে এই অসহায় মায়ের চোখের অপারেশন সম্পূর্ণ হয়েছে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো এমন মানবিক কাজগুলো চলমান রাখতে পারি পাশাপাশি দীর্ঘদিন কষ্টে থাকা রোগীটিকে আল্লাহ যেনো শেফা দান করেন এই প্রত্যাশা করছি।