sanjida arafin saima

sanjida arafin saima Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from sanjida arafin saima, Digital creator, Noakandi.

03/02/2025

-যেখানে পাঠ্যবই পড়িনা সেখানে বই মেলা থেকে বই কিনে পড়ার চিন্তা করাও বিলাসিতা!🙂

30/01/2025

স্বপ্নের কোনো রং নেই ,, তবুও স্বপ্ন রঙিন ,,
ইচ্ছের কোনো ডানা নেই ,, তবুও উড়ে সীমাহীন।

21/01/2025

শরীরের গঠন, রং নিয়ে হাসি তামাশা করা মানুষগুলো মারাত্মক লেভেলের অশিক্ষিত!

17/01/2025

কবি বলিয়াছেন "তুমি যাকে ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো"

উনি বেঁচে থাকলে জিজ্ঞাসা করতাম "আমার মুখ দেখে আপনার মনে হয় আমাকেও কেউ ভালোবাসতে পারে"?🙂

06/01/2025

জানুয়ারি মাস টা যাক ফেব্রুয়ারি থেকে পড়ালেখা নিয়ে সিরিয়াস হয়ে যাবো।

05/01/2025

রাস্তায় শুয়ে থাকা মানুষগুলো জানে, স্নিগ্ধ কনকনে ঠান্ডা বাতাস কতটা কষ্টের! হয়তো শীতের রাতগুলো তাদের জন্য নয়।🙂

ফুল কখনো কথা বলতে পারে না, তবু তাদের সৌন্দর্য শত ভাষার চেয়েও গভীর!'🌸💗
01/12/2024

ফুল কখনো কথা বলতে পারে না, তবু তাদের সৌন্দর্য শত ভাষার চেয়েও গভীর!'🌸💗

04/09/2024

Daughter fast Love always father 💓💓😍❤️

30/08/2024

One day inshallah I am going to my dream country Korea 🇰🇷❤️

19/06/2024

Me diniya ......

 ্থানের_পরিটা  পর্ব--২কাহিনী ও লেখনীতে:  #মি_হাসিব 'কবরের ভিতর থেকে আওয়াজ আসলো "স্বামি তুমি এসেছো আমাকে নিতে।'হ‍্যাঁ! কি...
22/03/2024

্থানের_পরিটা
পর্ব--২
কাহিনী ও লেখনীতে: #মি_হাসিব

'কবরের ভিতর থেকে আওয়াজ আসলো "স্বামি তুমি
এসেছো আমাকে নিতে।

'হ‍্যাঁ! কিন্তু তুমি কথা বলতেছো কোথায় থেকে।
সেটাই তো বুজতে পারলাম না।

'এই দেখো আমি কবরের উপরে'

'কথাটি শুনেই উপরে তাকিয়ে দেখি সত্যি তো আমার
বউ উপরে। তখন জিঙ্গেস করলাম " তুমি উপরে থাকলে তাহলে নিছে কে?

'নিছে তো কেউ নেই।

'কথাটি শুনেই নিছে তাকিয়ে দেখি সত‍্যি তো নিছে
কেউ নেই। মুহূর্তের মধ‍্যেই উধাও।

'এইই তুমি না এখানে ছিলে। তাহলে মুহূর্তের মধ‍্যে
উপরে গেলে কিভাবে।

'তোমার সামনেই তো উঠলাম।
আর তুমি দেখতে পেলেনা এইটা কেনো কথা।

'একদম মিথ্যা বলবেনা?

'আমাকে বিশ্বাস করো স্বামী তোমার সামনেই
উঠেছি আমি। তুমি লক্ষ করোনাই।

'ওহ। আচ্ছা তুমি মৃত্যুর পরে কিভাবে বেছে উঠলে। তুমি তো মরে গিয়েছিলে।

'নাহ আমি মরিনাই।

'ঠিক আছে এখন বাসায় চলো। কবর স্থানে বর্তমানে
কেউ নেই। পুরা এলাকা নির্জন।

'আরে ভয় করিওনা আমি আছিতো।

'বউয়ের কথায় হাসিব একটু আশ্চর্য হলো।
কারন যেই মেয়েটি সন্ধ্যায় হলে বাহিরে যেতে ভয় পেতো সে কিভাবে বলতেছে ভয় পেওনা আমি আছি।

'আচ্ছা মিম তোমার ভয় লাগতেছেনা।

'নাহ ভয় লাগতেছেনা।
তুমি থাকতে কিসের ভয় বলো।

'সেটাই তো "এর পরে মিমকে নিয়ে সোজা বাসায় চলে
আসলাম বাসায় আসার সঙ্গে সঙ্গে সবাই ওকে দেখে
বেশ আশ্চর্য হয়।
কারন একটি মৃত ব‍্যক্তি কিভাবে য‍্যন্ত মানুষের মতো
চলা ফেরা করতেছে।

'সবাই জিঙ্গেস করলো।
কি ব‍্যাপার মিম তুমি মারা যাওনি।

'আশ্চর্য আমি মারা যাবো কেনো। আপনার বুজতে না পেরে আমাকে মৃত ভেবে মাঠি
দিয়েছিলেন।

'ওহ। যাক আল্লাহ্ তোমাকে বাছিয়ে রেখেছে।
এইটা দেখে আমরা খুশি হলাম।

'তাই।

'হ‍্যাঁ কারন তোমার মতো***!

'কথাটি শেষ হতেনা হতেই হাসিব বলে উঠলো "মিম তোমার শরীর অপরিষ্কার ওয়াশ রুমে গিয়ে
পরিষ্কার হয়ে আসো।

'ঠিক আছে।

'এর পরে এই ভাবে ৩/৪দিন চলে গেলো। হঠাৎ একদিন
রাতে লক্ষ করলাম মিম বিছানায় নাই।
তাই কৌতুহলবশত বাহিরে বের হলাম খুজার জন‍্যে।

'বাহিরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাই
মিম উঠান ঝারু দিচ্ছে।

'একটু গালা হাসর দিয়ে জিঙ্গেস করলাম। "মিম তুমি
এতো রাতে উঠান ঝারু দিচ্ছো কাহিনী কি হ‍্যা।

'দেখোনা স্বামী জায়গাটা কতো অপরিষ্কার।
এমন স্থানে কেউ থাকলে বলো।

'প্রায় ৩ বছর এমন ভাবেই থাকলে।
হঠাৎ তোমার এতোটা পরিবর্তন বুঝলাম না।

'তোমাকে বুঝা লাগবেনা।
চলো ঘুম যাবো এখন।

Address

Noakandi

Website

Alerts

Be the first to know and let us send you an email when sanjida arafin saima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share