S h a d o w - ছায়া ツ

S h a d o w - ছায়া ツ কাউকে ইনবক্সে বলতে না পারা কথাগুলো টাইমলাইনে ডেডিকেটেড স্ট্যাটাস হিসেবে থাকে Video creator.
(3)

19/09/2025

রবার বাগান

16/09/2025

জীবন ঠিক নদীর মতো কখনও উতাল কখনও শান্ত!! 🌸❤️‍🩹

ফেসবুক যতবার বোনাস দিলো একবার ও মিশন কমপ্লিট করতে পারলাম না 😐 এতো রিচ কি আনা যাই ! Content Monetisation Bonus
15/09/2025

ফেসবুক যতবার বোনাস দিলো একবার ও মিশন কমপ্লিট করতে পারলাম না 😐 এতো রিচ কি আনা যাই ! Content Monetisation Bonus





 #তাকরিম
12/09/2025

#তাকরিম

11/09/2025

আলহামদুলিল্লাহ্
দ্বিতীয় দপায় সবুজ বনায়ন বৃদ্ধি করার লক্ষ্যে মসজিদের আশেপাশে কিছু ঔষধী ও ফলজ গাছ লাগানোর জন্য মসজিদের সেক্রেটারীর হাতে তুলে দেওয়া হয়।

10/09/2025

নদী আর আকাশ মিলেমিশে হয়েছে একাকার,
কোথাও কেউ নেই চারদিকে যেনো হাহাকার

08/09/2025

নতুনরা সাড়া দিন।
ব্যাক টু ব্যাক ❤️

জীবন নিয়ে কতো কাহিনীঅথচ নিঃশ্বাস বন্ধ হলেই জীবনের গল্পশেষ..!
07/09/2025

জীবন নিয়ে কতো কাহিনী
অথচ নিঃশ্বাস বন্ধ হলেই জীবনের গল্প
শেষ..!

ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি!"হয়তো আমি পাগল, নয়তো অনুভূতির ভেতরেই কোনো এক গভীর অতল দুঃখ বাসা বে...
06/09/2025

ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি!"
হয়তো আমি পাগল, নয়তো অনুভূতির ভেতরেই কোনো এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে…

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিতসফর!"তার জীবনের গতি কখনো স্থির থাকে না, ঠিক যেন এক বাঁকানো নদীর মতো, বয়ে চলে অজানা গন্...
05/09/2025

পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত
সফর!
"তার জীবনের গতি কখনো স্থির থাকে না, ঠিক যেন এক বাঁকানো নদীর মতো, বয়ে চলে অজানা গন্তব্যের দিকে!"একজন পুরুষ জানে না, এখন থেকে এক ঘন্টা পর তার জীবনে কি ঘটবে? তবুও সে নিজেকে বিলিয়ে দেয় পরিবারের প্রত্যেকটি মানুষের সুখের জন্য! নিজের স্বপ্ন, ইচ্ছে, আরাম, ভালো লাগা ক্লান্ত হওয়া_সব ত্যাগ করে। জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয়, কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে। কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শোনে না, ব্যর্থতার যন্ত্রণা তাকে গ্রাস করে দিন-রাত...!"একজন পুরুষ যখন সফল হয়, সবাই তার প্রশংসা করে কিন্তু যখন ব্যর্থ হয়, কেউ পাশে থাকে না। আর এ সব কিছুর জন্য দায়ী কে? বলছি, মেশিনে প্রিন্ট করা টুকরো কাগজ গুলো, হ্যাঁ! যদি তা'ই না হবে, মানুষ সৃষ্টির সেরা হয়েও কেন এই টুকরো কাগজ গুলোর কাছে বারবার হেরে যায়!"কেন? কারণ আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা, ভোগ-বিলাসিতা, উচ্চাকাঙ্ক্ষা সমস্ত কিছুর নেতা এই টুকরো কাগজ। পুরুষও কম না ভাই" ব্যর্থতার গ্লানি নিয়ে তবুও সে হাল ছাড়ে না!শত দুঃখ, কষ্ট হতাশার মাঝেও মুখে হাসি রাখে। নিজেই নিজের সান্ত্বনা হয়ে, নিজেই নিজের কাছে আশ্রয় খোঁজে!"পুরুষ মানুষের জীবন মানেই"নিরব"সহ্য করার গল্প। তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা, চাঁপা কষ্ট, অব্যক্ত কান্না! এবং সবাইকেভালো রাখার অনন্ত- প্রচেষ্টা..!"হয়তো সে একদিন সাকসেস হয় বা হবে, কিন্তু ততদিনে বয়স বাড়ার সাথে সাথে তার বেঁচে থাকার শক্তি এবং আশাট'ই মরে যাবে!"
"হ্যাঁ এটাই পুরুষ মানুষের জীবন-----"একটা নিরব যুদ্ধ, যে যুদ্ধের সৈনিক হয়ে সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না!! পুরুষ সারাজীবন অন্যের জন্য বাঁচে, নিজের জন্য নয়.............🥹:🫡

03/09/2025

এই পোস্টে রিয়েক্ট দিয়ে দুইটা কমেন্টের রিপ্লাই দেন,,,, তারপর দেখুন ফলোয়ার এবং এংগেজমেন্ট কিভাবে বাড়ে

Address

Noakandi

Alerts

Be the first to know and let us send you an email when S h a d o w - ছায়া ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S h a d o w - ছায়া ツ:

Share