Rezaur Raqib

Rezaur Raqib আল্লাহ্ নিখুঁত এবং সর্বশক্তিমান।
https://babu88i.com/bn-BD/?af=AG083939

আপনি কাকে ভোট দিবেন?
29/06/2025

আপনি কাকে ভোট দিবেন?

২৪ সালে দেশ পুনরায় স্বাধীন হওয়ার পরে-আপনি প্রথমবার কাকে "ভোট" দিতে চান? কমেন্টে লিখে যাবেন।
29/06/2025

২৪ সালে দেশ পুনরায় স্বাধীন হওয়ার পরে-আপনি প্রথমবার কাকে "ভোট" দিতে চান? কমেন্টে লিখে যাবেন।

29/06/2025

এখানে জিয়ার সৈনিক কে কে আছেন কমেন্টে লিখে যাবেন!

জীবনটা কখনো কখনো এক রহস্যময় নাট্যমঞ্চ…যেখানে আমরা অভিনয় করি হাসির, আর বাস্তবতা লিখে দেয় কান্নার চিত্রনাট্য।চোখ—পুকুর নয়,...
28/06/2025

জীবনটা কখনো কখনো এক রহস্যময় নাট্যমঞ্চ…
যেখানে আমরা অভিনয় করি হাসির, আর বাস্তবতা লিখে দেয় কান্নার চিত্রনাট্য।

চোখ—
পুকুর নয়, নদী নয়, সমুদ্রও নয়,
তবুও ক্ষণে ক্ষণে ভরে যায় অশ্রুর স্রোতে।
কেউ বোঝে না কেন ভেজে চোখের কোণ…
কারণ সেই কষ্টটা শব্দে ধরা যায় না, ব্যাখ্যায় মেলে না।

মন—
কাঁচ নয়, পাথরও নয়,
তবুও কিছু সম্পর্ক, কিছু কথা, কিছু অবহেলা
তাকে এমনভাবে চুরমার করে দেয়,
যার আওয়াজ বাইরে নয়, শুধু ভিতরে বাজে।

আর মানুষ—
সে তো প্রকৃতির কোনো মৌসুমি আবহাওয়া নয়,
তবুও আচরণে সে বারবার রং বদলায়,
আজ যে আপন, কাল সে অচেনা;
আজ যে ভালোবাসা, কাল সে শুধুই অভিনয়।

এই জীবনের সবচেয়ে কঠিন সত্য হচ্ছে—
মানুষ বদলায়… কিন্তু ব্যথা থেকে যায়।

শব্দের পেছনে যে নীরবতা,
হাসির পেছনে যে অশ্রু,
ভালবাসার মুখোশের আড়ালে যে স্বার্থ—
তা চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়… গভীরভাবে, নিঃশব্দে।

— Rezaur Raqib

Address

Noakandi

Alerts

Be the first to know and let us send you an email when Rezaur Raqib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share