IbNur Life Style

IbNur Life Style Profile যখন আসছেন এক কাপ ☕চা খেয়ে যান

22/12/2025
আমার দুই হিরো
16/12/2025

আমার দুই হিরো

15/12/2025

যে মোনাজাতে তারে চাইতাম সেই মোনাজাতেই আজ তারে ভুলে যাওয়ার জন্য কান্না করি

14/12/2025

সৎ চরিত্রের মানুষ হও দোয়া করি বাবা

13/12/2025

***ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পরকীয়ায় আসক্ত স্বামী পরকীয়া প্রেমিকা কে নিয়ে রাজশাহী ঘুরতে যায়। তখন তার স্ত্রী জানতে পারে তার সামি অন্য নারী নিয়ে রাজশাহীতে হাসবেন্ড ওয়াইফের পরিচয় দিয়ে ঘুরতে গেছে।।।।

নারী যখন গর্ভাবস্থায় থাকে, তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক আশ্বাস, নিরাপত্তা আর স্বামীর পাশে থাকা।
কিন্তু দুঃখের বিষয়—কিছু স্বামী ঠিক এই সময়ই দায়িত্ব ভুলে বাইরে সম্পর্ক খোঁজে।
এটাই সবচেয়ে নির্মম বাস্তবতা।

গর্ভাবস্থায় স্ত্রী অত্যন্ত শারীরিক ও মানসিক চাপে থাকে—হরমোন পরিবর্তন, ভীতি, ব্যথা, বমি, দুর্বলতা, ভবিষ্যৎ সন্তানের চিন্তা—এই সবকিছু সামলাতে সে স্বামীর উপর মানসিকভাবে পুরোপুরি নির্ভরশীল হয়। আর ঠিক এই সময় স্বামীর পরকীয়া স্ত্রীকে শুধু মানসিকভাবে ভেঙে দেয় না, বরং গর্ভস্থ শিশুর জন্যও ঝুঁকি তৈরি করে। কারণ মায়ের মানসিক কষ্ট সরাসরি প্রভাব ফেলে শিশুর উপর।

এটা শুধু বিশ্বাসঘাতকতা নয়—
এটা হলো সেই দুইজনের উপরও অন্যায়, যাদের একজন পৃথিবীতে আসার অপেক্ষায় আর আরেকজন তার জন্য জীবন বাজি রেখে বেঁচে থাকার চেষ্টা করছে।

10/12/2025

তুমি মানুষ কে যে পরিমাণ কষ্ট দিয়েছো আ'ঘাত দিয়েছো। সেম কষ্ট আর আঘাত তোমার জীবনে না আসা পযর্ন্ত।তোমার মৃ'ত্যু হবে না,আগে তুমি কষ্ট ভোগ করবা তারপর তুমি মৃ'ত্যু বরণ করবা😭💔

10/12/2025

মানুষ কতো নিষ্ঠুর তাই না একজনকে মৃত্যুর যন্ত্রণা দিয়ে "আরেক জনকে কাছে "নিয়ে সুখি হতে চায়"...!!😅💔তুমি বিরক্ত হইওনা আর আমার প্রতি, আমি চলে যাব তোমার জীবন থেকে শুধু একটু মায়া কাটাতে দাও

কিছু কিছু লোকের প্রতি মন থেকে এতো ঘৃণা আসে কিন্তু তাদের সাথে আমরা অভিনয় করে সারাটা  জীবন চলতে হয়
09/12/2025

কিছু কিছু লোকের প্রতি মন থেকে এতো ঘৃণা আসে কিন্তু তাদের সাথে আমরা অভিনয় করে সারাটা জীবন চলতে হয়

08/12/2025

আল্লাহ আর কত ধৈর্য ধরবো

07/12/2025
পুরুষ সাবধান হয়ে যাও
06/12/2025

পুরুষ সাবধান হয়ে যাও

Address

Noakhal

Opening Hours

Monday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when IbNur Life Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share