31/07/2025
#কেইচ্ছা/কালা কেইচ্ছা
বাংলা নাম : কালোকেশী, কেশরাজ
আয়ুর্বেদিক নাম : কেশার্ত, কেশরাজ
ইউনানী নাম : বাংড়া
ইংরেজি নাম : False Daisy
বৈজ্ঞানিক নাম : Eclipta alba
ব্যবহৃত অংশ : সমস্ত গাছ
সৌন্দর্য পিপাসু মানুষের জন্য চুলের যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর চুলের যত্নে মানুষ প্রাচীনকাল থেকে যে ভেষজটি ব্যবহার করে আসছে তার নাম কেশরাজ বা কালোকেশী। ভারতীয় উপমহাদেশের সর্বত্রই এ গাছটি পাওয়া যায়। সাধারণত পুকুর ধারে, বনে-জঙ্গলে এই গাছটি বেশি জন্মে। গাছটি গুল্ম জাতীয় গাছ। বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড এবং ব্রাজিলে বেশি পাওয়া যায়।
কার্যকরী জৈব রাসায়নিক উপাদান
কালোকেশীতে বিভিন্ন প্রকার কমোস্টেনস, ভিডালেকটন, ডাইমিথাইলভিডালেকটন, পলিপ্যাপটাইড, পলিসাইটোলিনস, স্টেরয়েড, ফ্ল্যাভিনয়েড, ট্রিটারপিন রয়েছে।
*কেশরাজের ব্যবহার
মাথা ব্যথা সূর্যোদয়ের পর অনেকের মাথায় যন্ত্রণা হয়। তারা কেশরাজের রস দুই ফোঁটা নাকের ভিতরে ও কপালে মালিশ করলে ব্যথা দূর হয়।
চুলের যত্নে
চুল পড়া বন্ধে নারিকেল তেলের সাথে কেশরাজের রস মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়।
মাথায় উকুন হলে কেশরাজ পাতার রস মাথায় ব্যবহার করলে উকুন মরে যায়।
চুল ঘন ও কালো করতে কেশরাজ গাছের রস নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় মালিশ করলে চুল ঘন ও কালো হয়।
লিভারের সুরক্ষায় কেশরাজে বিদ্যমান অ্যামিডোপাইরিন এন-ডিমথাইলিন গ্লুকোজ-৬ ফসফেটের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে লিভার এ্যাবসেস, লিভার সিরোসিস, লিভারের প্রদাহ, জন্ডিস দূর করতে সাহায্য করে। লিভার টনিক হিসেবে কাজ করে।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সুরক্ষা সম্প্রতি এক গবেষণায় দেখা
গেছে কেশরাজের নির্যাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতি
গবেষণায় দেখা গেছে, ভিডাল্যাকটন এবং ডিমিথাইলভিডাল্যাকটনসমৃদ্ধ কেশরাজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত ২ চা চামচ পরিমাণ কেশরাজের রস সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। কেশরাজের রস ব্লাড সুগার লেভেল ও গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এর পরিমাণ কমায় এবং গ্লুজোজ-৬ ফসফেট এবং ফ্রুকটোজ ১, ৬ ডাইফসফেট এর কার্যকারিতা কমায় ও লিভারের হেক্রোকিনেজ এর কার্যকারিতা বাড়ায়।
কৃমি
কেশরাজ পাতার রস নিয়মিত ১ চা চামচ আধাকাপ পানির সাথে মিশিয়ে খেলে কৃশি দূর হয়।
এছাড়াও কেশরাজ, প্রদাহনাশক, ব্রঙ্কোডায়ালেটর, এন্টিসেপটিক ও রক্তপরা বন্ধে ব্যবহৃত হয়।
আমরা একথা বলতে পারি যে, কত উপকারে আসতে পারে তা আমরা কেশরাজ থেকে জানতে পারি। তাইতো আমরা বলে থাকি, পথের ধারে অবহেলায় বেড়ে উঠা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে।