ঘাসফুল

ঘাসফুল আমারা করবো জয় একদিন। ইনশাআল্লাহ Noakhali Sohor Bangladesh er onnotomo Santir Sohor. Sotto ai Sohore kaw ekbar asle r jete mon chay na.

"রিফুজি লতা" নামে পরিচিত "অসামি লতা" শব্দটি আসলে "আসামলতা" বা একটি লতা জাতীয় উদ্ভিদের স্থানীয় নাম।এটি Mikania cordata (ব...
31/07/2025

"রিফুজি লতা" নামে পরিচিত "অসামি লতা" শব্দটি আসলে "আসামলতা" বা একটি লতা জাতীয় উদ্ভিদের স্থানীয় নাম।
এটি Mikania cordata (বা Mikania micrantha) বৈজ্ঞানিক নামের উদ্ভিদ, যা সাধারণত ঝোপঝাড়ে জন্মায় এবং এর ভেষজ গুণাগুণের জন্য পরিচিত।
"আসামলতা" বা "রিফুজি লতা" (Mikania cordata/micrantha) একটি লতাজাতীয় উদ্ভিদ যা সাধারণত ঝোপঝাড়ে অযত্নে বেড়ে ওঠে। এটি "পাহাইড়া লতা", "কুইয়া লতা", "বুচিলতা", "তরুলতা", "শঙ্খুনি লতা" ইত্যাদি নামেও পরিচিত।
এই লতার কিছু বৈশিষ্ট্য:
পাতা:
এর পাতাগুলি সরু এবং খাঁজকাটা প্রান্তযুক্ত। পাতার উপরে লোমের আস্তরণ থাকে।
ফুল:
এতে ছোট ছোট সাদা ফুল গুচ্ছাকারে ফোটে।
বিস্তৃতি:
ভারত ও বাংলাদেশে এর আদি নিবাস, তবে এটি মায়ানমার বা আসামেও পাওয়া যায় বলে মনে করা হয়।
এই লতার কিছু ভেষজ গুণাবলী:
রক্তপাত বন্ধ করা:
হঠাৎ কেটে যাওয়া স্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে এই লতার পাতা ব্যবহার করা হয়।
জন্ডিস নিরাময়:
জন্ডিস রোগের চিকিৎসায় এর ব্যবহার রয়েছে।
ব্যথা কমানো:
তলপেটের ব্যথা কমাতে এবং ক্ষত সারাতে এই লতা ব্যবহার করা হয়।
ব্যাকটেরিয়া ও কৃমি নাশক:
আসামলতার রস ব্যাকটেরিয়া ও কৃমি দমনে সহায়ক।
পিত্তনাশক:
এর রস পিত্ত related সমস্যা সমাধানে সাহায্য করে।

 #কেইচ্ছা/কালা কেইচ্ছাবাংলা নাম : কালোকেশী, কেশরাজআয়ুর্বেদিক নাম : কেশার্ত, কেশরাজইউনানী নাম : বাংড়াইংরেজি নাম : False D...
31/07/2025

#কেইচ্ছা/কালা কেইচ্ছা
বাংলা নাম : কালোকেশী, কেশরাজ
আয়ুর্বেদিক নাম : কেশার্ত, কেশরাজ
ইউনানী নাম : বাংড়া
ইংরেজি নাম : False Daisy
বৈজ্ঞানিক নাম : Eclipta alba
ব্যবহৃত অংশ : সমস্ত গাছ
সৌন্দর্য পিপাসু মানুষের জন্য চুলের যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর চুলের যত্নে মানুষ প্রাচীনকাল থেকে যে ভেষজটি ব্যবহার করে আসছে তার নাম কেশরাজ বা কালোকেশী। ভারতীয় উপমহাদেশের সর্বত্রই এ গাছটি পাওয়া যায়। সাধারণত পুকুর ধারে, বনে-জঙ্গলে এই গাছটি বেশি জন্মে। গাছটি গুল্ম জাতীয় গাছ। বাংলাদেশ, ভারত, চীন, থাইল্যান্ড এবং ব্রাজিলে বেশি পাওয়া যায়।
কার্যকরী জৈব রাসায়নিক উপাদান
কালোকেশীতে বিভিন্ন প্রকার কমোস্টেনস, ভিডালেকটন, ডাইমিথাইলভিডালেকটন, পলিপ্যাপটাইড, পলিসাইটোলিনস, স্টেরয়েড, ফ্ল্যাভিনয়েড, ট্রিটারপিন রয়েছে।
*কেশরাজের ব্যবহার
মাথা ব্যথা সূর্যোদয়ের পর অনেকের মাথায় যন্ত্রণা হয়। তারা কেশরাজের রস দুই ফোঁটা নাকের ভিতরে ও কপালে মালিশ করলে ব্যথা দূর হয়।
চুলের যত্নে
চুল পড়া বন্ধে নারিকেল তেলের সাথে কেশরাজের রস মিশিয়ে চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়।
মাথায় উকুন হলে কেশরাজ পাতার রস মাথায় ব্যবহার করলে উকুন মরে যায়।
চুল ঘন ও কালো করতে কেশরাজ গাছের রস নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় মালিশ করলে চুল ঘন ও কালো হয়।
লিভারের সুরক্ষায় কেশরাজে বিদ্যমান অ্যামিডোপাইরিন এন-ডিমথাইলিন গ্লুকোজ-৬ ফসফেটের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে লিভার এ্যাবসেস, লিভার সিরোসিস, লিভারের প্রদাহ, জন্ডিস দূর করতে সাহায্য করে। লিভার টনিক হিসেবে কাজ করে।
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সুরক্ষা সম্প্রতি এক গবেষণায় দেখা
গেছে কেশরাজের নির্যাস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতি
গবেষণায় দেখা গেছে, ভিডাল্যাকটন এবং ডিমিথাইলভিডাল্যাকটনসমৃদ্ধ কেশরাজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত ২ চা চামচ পরিমাণ কেশরাজের রস সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। কেশরাজের রস ব্লাড সুগার লেভেল ও গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন এর পরিমাণ কমায় এবং গ্লুজোজ-৬ ফসফেট এবং ফ্রুকটোজ ১, ৬ ডাইফসফেট এর কার্যকারিতা কমায় ও লিভারের হেক্রোকিনেজ এর কার্যকারিতা বাড়ায়।
কৃমি
কেশরাজ পাতার রস নিয়মিত ১ চা চামচ আধাকাপ পানির সাথে মিশিয়ে খেলে কৃশি দূর হয়।
এছাড়াও কেশরাজ, প্রদাহনাশক, ব্রঙ্কোডায়ালেটর, এন্টিসেপটিক ও রক্তপরা বন্ধে ব্যবহৃত হয়।
আমরা একথা বলতে পারি যে, কত উপকারে আসতে পারে তা আমরা কেশরাজ থেকে জানতে পারি। তাইতো আমরা বলে থাকি, পথের ধারে অবহেলায় বেড়ে উঠা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে।

রানওয়ের সামনেই কেন? আর জায়গা নাই???
28/07/2025

রানওয়ের সামনেই কেন? আর জায়গা নাই???

28/07/2025
01/10/2024

নতুন পুলিশ লাইন রোড, মাইজদীবাজার। বেহাল অবস্থা।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Babli D
30/09/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Babli D

30/09/2024

ভোরের শহর, মাইজদী।

27/09/2024

এটা নোয়াখালী শহরে মোশাররেফ গ্রামার স্কুল সহ মোট ৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ অফিসে যাওয়ার রাস্তা। বন্যার পানি নেমে গেলেও সংস্কারের উদ্যোগ নেই। শহরের আরো অনেক রাস্তার বেহাল অবস্থা। দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে হবে।

27/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

26/09/2024

সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশ - নোয়াখালী টাউন হল মোড়

26/09/2024

Address

Noakhal
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘাসফুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share