
30/06/2025
📢 দৃষ্টি আকর্ষণ
গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তি নিয়ে অনিয়মের অভিযোগ!
এই বিদ্যালয়ের গরীব ও অসহায় শিক্ষার্থীদের জন্য সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর রনি চন্দ্র মজুমদার ও তার ঘনিষ্ঠ মহল এই টাকার অপব্যবহার করেছেন এবং নিজেদের স্বজনদের নামে উপবৃত্তি আদায়ের চেষ্টা করেছেন।
👉 আমরা নোয়াখালী জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, যেন বিষয়টি তদন্ত করে গরীব শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়।
📌 এই ধরনের অনিয়ম শুধু শিক্ষার পরিবেশ নষ্ট করে না, গরীব শিক্ষার্থীদের স্বপ্নও ধ্বংস করে দেয়।
#জেলা_প্রশাসক_নোয়াখালী
#নোয়াখালী_জেলা_প্রশাসক
#নোয়াখালী_প্রশাসন
#জেলা_প্রশাসকের_দৃষ্টি_আকর্ষণ
#প্রশাসনের_হস্তক্ষেপ_চাই
#সুশাসন_চাই
#উপবৃত্তি_বঞ্চিত_গরীব_শিক্ষার্থী