RH Sports TV

RH Sports TV সবার আগে সব খেলার খবর পেতে আমাদের সাথে থাকুন।

📢 দৃষ্টি আকর্ষণগৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তি নিয়ে অনিয়মের অভিযোগ!এই বিদ্যালয়ের গরীব ও অসহায় শিক্ষার্থীদের জন্য...
30/06/2025

📢 দৃষ্টি আকর্ষণ

গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তি নিয়ে অনিয়মের অভিযোগ!

এই বিদ্যালয়ের গরীব ও অসহায় শিক্ষার্থীদের জন্য সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর রনি চন্দ্র মজুমদার ও তার ঘনিষ্ঠ মহল এই টাকার অপব্যবহার করেছেন এবং নিজেদের স্বজনদের নামে উপবৃত্তি আদায়ের চেষ্টা করেছেন।

👉 আমরা নোয়াখালী জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি, যেন বিষয়টি তদন্ত করে গরীব শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়।

📌 এই ধরনের অনিয়ম শুধু শিক্ষার পরিবেশ নষ্ট করে না, গরীব শিক্ষার্থীদের স্বপ্নও ধ্বংস করে দেয়।




#জেলা_প্রশাসক_নোয়াখালী
#নোয়াখালী_জেলা_প্রশাসক
#নোয়াখালী_প্রশাসন
#জেলা_প্রশাসকের_দৃষ্টি_আকর্ষণ
#প্রশাসনের_হস্তক্ষেপ_চাই
#সুশাসন_চাই
#উপবৃত্তি_বঞ্চিত_গরীব_শিক্ষার্থী

🛑 অভিযোগ: শিক্ষার্থীদের উপর গাইড ক্রয়ের চাপ, অর্থ গ্রহণের অভিযোগ এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে! 🛑📍 স্থান: গৌরীপুর বালিকা উ...
22/06/2025

🛑 অভিযোগ: শিক্ষার্থীদের উপর গাইড ক্রয়ের চাপ, অর্থ গ্রহণের অভিযোগ এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে! 🛑
📍 স্থান: গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কালাদরাপ ইউনিয়ন, সদর উপজেলা, নোয়াখালী।

🔍 অভিযোগ উঠেছে, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেপাল চন্দ্র মজুমদার বিভিন্ন গাইড বই কোম্পানির কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে শিক্ষার্থীদের সেই গাইড কেনার জন্য চাপ প্রয়োগ করছেন।

📚 একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, নির্দিষ্ট গাইড না কেনায় তাদের পরীক্ষার নম্বর কম দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে চাপে রয়েছে এবং অভিভাবকরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

🎓 শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আচরণ গুরুতর নৈতিক অবক্ষয়ের উদাহরণ। একজন শিক্ষকের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করা, কোনোভাবেই আর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করা নয়।

📣 আমাদের দাবিঃ
– এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক
– প্রশাসন ও শিক্ষা বোর্ড এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক
– শিক্ষকতার মহান পেশাকে কলুষিত করা বন্ধ হোক

📢 শিক্ষার্থীদের নিরাপদ, স্বচ্ছ ও নিরপেক্ষ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে আমরা সকলে সোচ্চার হই।

21/11/2022
21/11/2022

Intro

Address

Noakhali Sadar Upazila
3808

Website

Alerts

Be the first to know and let us send you an email when RH Sports TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RH Sports TV:

Share