25/08/2023
ফ্রিল্যান্সিং অনেক বিস্তর একটি শব্দ। ফ্রিল্যান্সিং বলতে নির্দিষ্ট কোন দক্ষতাকে বুঝানো হয় না। এটি কাজের একটি ধরণ। ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে প্রথমেই বিশেষ কোন একটি কাজে বা বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন। সব বিষয়ে দক্ষ হতে চেষ্টা না করে বরং কোন একটি বিষয়ে ভালো দক্ষতা অর্জন করতে পারলে আপনার সাফল্য পাবার সম্ভাবনা বেড়ে যাবে অনেকটাই। তাহলে এই বিশেষ কাজ বা দক্ষতা কী হতে পারে। সবথেকে জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং দক্ষতা হলঃ
ডিজিটাল মার্কেটিংঃ এই ক্ষেত্রেও অনেক ভাগ রয়েছে। যেমন ইমেইল, ফেসবুক ইন্সটাগ্রাম ইত্যাদি বিভিন্ন মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারনা। এসইও, লিড জেনারেশন ইত্যাদি অনেক কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত।
গ্রাফিক্স ডিজাইনঃ যারা বিভিন্ন ডিজাইন, লোগো, বিজনেস কার্ড, টিশার্ট ডিজাইন বা এই ধরণের কাজ করতে পছন্দ করেন তাদের জন্য মূলত এটি (গ্রাফিক ডিজাইন)।
কন্টেন্ট রাইটিংঃ মূলত আপনাকে এখানে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল লিখতে হবে বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগের জন্য। এই কাজ করতে ভালো ভাষিক দক্ষতা প্রয়োজন।
ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টঃ কিছু প্রোগ্রামিং ভাষা নিয়ে ধারণা থাকার পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট তৈরি করার কাজ মূলত এটি।
সফটওয়্যার ডেভেলপারঃ মূলত প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার কিংবা মোবাইল অ্যাপ তৈরি করাই কাজ এখানে।
উপরে শুধুমাত্র সবথেকে জনপ্রিয় কিছু ফ্রিল্যান্সিং কাজের কথা বলা হল। এছাড়াও আরও অসংখ্য ধরণের ফ্রিল্যান্সিং কাজের ভালো বাজার রয়েছে। আপনাকে ঠিক করতে হবে কোন বিষয়টির প্রতি আপনার আগ্রহ রয়েছে। এরপর সেই বিষয় সম্পর্কেই ধীরে ধীরে নিজেকে দক্ষ করে তুলতে হবে। শুধুমাত্র তাহলেই ফ্রিল্যান্সিং থেকে আপনি ভালো আয় করবার আশা করতে পারেন। ফ্রিল্যান্সিং শুরু করতে একে বলা যায় প্রথম ও প্রধান যোগ্যতা।
Freelancing is a very broad term. Freelancing is not a specific skill. It is a kind of work. To do freelancing, you first need to be skilled in a particular job or subject. Instead of trying to be skilled in everything, if you can get good skills in one subject, your chances of success will increase a lot. So what could this particular job or skill be? Some of the most popular freelancing skills are:
Digital marketing: There are many aspects to this. Advertising products or brands through various means such as email, Facebook, Instagram, etc. This includes a lot of things like SEO, lead generation, etc.
Graphic Design: This is basically for those who like to do different designs, logos, business cards, T-shirt designs, or this kind of work.
Content Writing: Basically, you have to write articles on different topics for different websites or blogs. Good language skills are required to do this.
Web Design and Development: It is basically the work of creating different websites along with having an idea of some programming language.
Software Developer: The job here is to create various programs, software, or mobile apps using programming languages.
Above are just some of the most popular freelancing jobs. There is also a good market for many other types of freelancing jobs. You need to decide what you are interested in. After that, you need to gradually improve your skills. Only then can you expect to make a good income from freelancing? This can be called the first and main qualification for starting freelancing.