26/01/2024
সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না.. 💔
ভালোবেসে বিয়ে করেছিলো দুজনে। এরপর প্রায় টুকিটাকি ঝামেলা হতো। একসময় ঝামেলা বেড়ে অনেক বড় রুপ আকার ধারণ করে। অবশেষে মেয়েটি সুইসাইড করে💔।মেয়েটির বাবা তার মেয়ের জামাইয়ের হাত ধরে কান্না করতে করতে বলে :---
"বাজান তোমারে পাওয়ার ল্যাইগা আমার মাইয়া আমার হাতে অনেক মাইর খাইছে, তবুও তার তোমারেই লাগবে। তোমার মতন সুখী নাকি তারে আর কেউ রাখতে পারবো না। বাজান আমার মাইয়ারে ফ্যানের লগে ঝুলানোর মত সুখ না দিলেই পারতা.🙂"