Noakhali Mahfil Tv নোয়াখালী মাহফিল টিভি

Noakhali Mahfil Tv নোয়াখালী মাহফিল টিভি নতুন নতুন ওয়াজ পেতে আমাদের পেইজ এ লাইক দিয়ে সাথে থাকুন
আমাদের ইউটিউব চ্যালন www.youtube.com/c/NoakhaliMahfilTv1

আপনার পরিবার ছেলে-মেয়ে ভাই-বোনদের রক্ষায় আজই সচেতন হোন। হিজড়া জনগোষ্ঠী আর ট্রান্সজেন্ডার/স-মকা-মী এক বিষয় নয়।
23/01/2024

আপনার পরিবার ছেলে-মেয়ে ভাই-বোনদের রক্ষায় আজই সচেতন হোন। হিজড়া জনগোষ্ঠী আর ট্রান্সজেন্ডার/স-মকা-মী এক বিষয় নয়।

28/06/2022
07/06/2022

👉 বিশ্ব নবীর অপমানে যদি না,কাঁদে তোমার মন..!🖤 -মুসলিম নও মুশরিক তুমি..! 💔 নবীজির দু'শমন..!

https://youtu.be/lHu16yj33GI
29/03/2022

https://youtu.be/lHu16yj33GI

আল্লাহু আকবার তাকবিরে উত্তাল ময়দানএম হাসিবুর রহমানআমাদের সাথে ফেইজবুকে যুক্ত হনঃwww.facebook.com/noakhalimahfilTvভিডিওটি ভালো লাগল...

https://youtu.be/XAfnQ8CJprc
25/03/2022

https://youtu.be/XAfnQ8CJprc

আবু ত্বহা মোহাম্মদ আদনান এর সম্পূর্ণ নতুন আলোচনা মহানবী সাঃ এর সময়কার ইতিহাস আমাদের সাথে ফেইজবুকে যুক্ত হনঃwww.facebook....

কবর খননের সুন্নাহসম্মত পদ্ধতি কী?------------------------------------------------আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্...
01/02/2022

কবর খননের সুন্নাহসম্মত পদ্ধতি কী?
------------------------------------------------
আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদ্ধতির কবরের প্রচলন রয়েছে। কিন্তু অনেকেরই কবর খননের সঠিক ও সুন্নাহসম্মত পদ্ধতি জানা নেই। কোন্ তরিকায় কিভাবে এবং কতুটুকু কবর খনন করতে হয় তা আমরা অনেকেই জানি না। তাই নিম্নে সংক্ষিপ্ত আকারে কবর খননের পদ্ধতি আলোচনা করা হলো।

কবর দুই ধরনের। ১. ‘লাহদ’ বা বগলী কবর। ২. ‘শাক্ব’ বা সিন্দুকী কবর।

‘লাহদ’ বা বগলী কবর হলো, প্রথমে স্বাভাবিক নিয়মে চার কোণা করে পুরো কবর খনন করবে। অতঃপর কিবলার দিকের দেয়ালের মধ্যে নিচে লম্বালম্বি করে একটি গর্ত খনন করবে। তারপর ঐ গর্তের মধ্যে লাশ রেখে কাঁচা ইট অথবা বাঁশ খাঁড়া করে দিয়ে গর্তের মুখ পুরোপুরি বন্ধ করে দিবে। সবশেষে কবর থেকে বের হওয়া সবগুলো মাটি ঢেলে কবর পূর্ণ করে দিবে।

আর ‘শাক্ব’ বা সিন্দুকী কবর হলো, স্বাভাবিক নিয়মে চার কোণা করে পুরো কবর খনন করবে। এরপর নিচের দিকে গিয়ে কবরের মাঝ বরাবর লম্বালম্বি করে লাশ শোয়ানোর মতো ছোট একটি গর্ত খনন করবে। তারপর সেই গর্তে লাশ রাখার পর উপরে কাঁচা ইট বা বাঁশ বিছিয়ে দিয়ে গর্তের মুখ পুরোপুরি বন্ধ করে দিবে। এতে কবরটি ছাদ বিশিষ্ট সিন্দুকের মতো দেখা যাবে। এরপর কবরে মাটি ঢেলে দাফনকাজ পূর্ণ করবে।

যেসব জায়গার মাটি শক্ত ও মজবুত সেসব জায়গায় বগলী কবর খনন করা সুন্নত। আর যেসব জায়গার মাটি নরম, বগলী কবর করলে মাটি ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে, সেসব জায়গায় সিন্দুকী কবর করবে।

আমির ইবনে সা’দ ইবনে আবূ ওয়াক্কাস রহ. থেকে বর্ণিত। তিনি বলেন-

أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ قَالَ فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ: الْحَدُوا لِي لَحْدًا وَانْصِبُوا عَلَىَّ اللَّبِنَ نَصْبًا كَمَا صُنِعَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏

সা’দ ইবনে আবূ ওয়াক্কাস রা. তাঁর মৃত্যু-পীড়ায় আক্রান্ত অবস্থায় বললেন, আমার জন্য তোমরা লাহদ (বগলী) কবর তৈরী করবে এবং (কবরে শোয়ানোর পর) আমার উপরে কাঁচা ইট খাঁড়া করে দিবে যেভাবে করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাফনের ক্ষেত্রে। -সহীহ মুসলিম, হাদীস: ৯৬৬

আর কবরের গভীরতা সর্বনিম্ন নাভি পর্যন্ত থেকে সর্বোচ্চ একজন মধ্যম গড়নের ব্যক্তি দু’হাত উপরে তুলে দাঁড়ালে যতটুকু লম্বা হয় ততটুকুর মধ্যে রাখবে। তবে উল্লেখিত পরিমাণের মধ্যে যে এলাকায় যেটা প্রচলিত আছে সে এলাকায় সে পরিমাণই গভীর করা উচিত।

আর কবরের দৈর্ঘ্য হবে মৃতের দৈর্ঘ্য সমান এবং প্রস্থ হবে দৈর্ঘ্যের অর্ধেক বা তারচেয়ে কিছুটা কম।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১১৭৮৩, ১১৭৮৪, ১২১৭৭ হালবাতুল মুজাল্লী ২/৬২২; আলবাহরুর রায়েক ২/১৯৩; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬; রদ্দুল মুহতার ২/২৩৪; ফাতাওয়া রহীমিয়া ৭/৬৬

উল্লেখ্য যে, মৃত ব্যক্তিকে ডান কাত করে সীনা ও চেহারা কেবলামুখী করে শোয়ানো সুন্নত। চিৎ করে শুইয়ে শুধু চেহারা ডান দিকে ঘুরিয়ে দেয়ার দ্বারা সুন্নত আদায় হবে না। তাই পূর্ণ ডান কাতে শোয়ানোর জন্য কবরের পূর্ব দেয়ালে টেক লাগিয়ে শোয়াবে কিংবা এমনভাবে কবর খনন করবে যেন লাশ কবরে রাখলে তা সহজেই কিবলামুখী হয়ে যায়।

-সুনানে আবু দাউদ, হাদীস ২৮৬৭; আলমুহীতুল বুরহানী ৩/৯০; বাদায়েউস সানায়ে ২/৬৩; শরহুল মুনইয়া, পৃ. ৫৯৭; খুলাসাতুল ফাতাওয়া ১/২২৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৬, আল্লাহ তায়ালা আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুক আমিন।

08/11/2021
https://youtu.be/9zW9nFMUbqI
25/10/2021

https://youtu.be/9zW9nFMUbqI

আলোচনায়ঃহাফেজ আবদুল আজিজ আরাফাত আলোচনার বিষয়ঃ সাম্প্রদায়িক সম্প্রীতি রুক্ষায় মুহাম্মদ সাঃ এর আদর্শসব সময় মুহ....

19/10/2021

মুহাম্মদ সাঃ এর জন্ম তারিখ কোন টি | বিশ্বনবীর জন্ম তারিখ । সীরাতুননবী | Noakhali Mahfil Tv

ইনশা আল্লাহ আগামীকাল বিকেল ৪ টায়  আপনাদের জন্য নিয়ে আসছি জনপ্রিয় সংগীত বাবা মানে হাজার বিকেল ।। যারা এখনও আমাদের চ্যানেল...
18/10/2021

ইনশা আল্লাহ আগামীকাল বিকেল ৪ টায় আপনাদের জন্য নিয়ে আসছি জনপ্রিয় সংগীত বাবা মানে হাজার বিকেল ।।

যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি , এখনি সাবস্ক্রাইব করে রাখুন ।

দেখা হচ্ছে আগামীকাল বিকেল ৪ টায় নোয়াখালী মাহফিল টিভির ইউটিউব চ্যানেলে ।

চ্যানেল লিংক https://www.youtube.com/channel/UClPbW7O0IVhaYLE85b-qiwg

https://youtu.be/28c02CsY0WY
17/10/2021

https://youtu.be/28c02CsY0WY

কুমিল্লা সহ সারা পৃথিবীতে কোরআন অবমাননার আসল কারণ নিয়ে আলোচনা করছেন হাফেজ আবদুল আজিজ আরাফাত খতিব পূর্ব তাকিয়া জা...

16/10/2021

৭২'এর সংবিধানে দেশ ফিরবে না । এদেশ ফিরবে ১৪শত বছর পুর্বে মদীনা মুনাওয়ারার সংবিধানেঃ শায়েখ ডঃ মুফতী এনায়েত উল্লাহ আব্বাসী

Address

Noakhali
Noakhali Sadar Upazila
3811

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Mahfil Tv নোয়াখালী মাহফিল টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share