Md Jahed hasan

Md Jahed hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Jahed hasan, Digital creator, Noakhali Sadar Upazila.

10/12/2024

আমরা কারো মাটিতে বসবাস করি না
এই দ্বীন যেমন আমার এই জমিনও আমার ✊
আমার দ্বীন আমার জমিন
আমার দ্বীন আমার জমিন
আলাই সাল্লাল্লাহু বিয়াহ কামিল হাকিমিন।
তাকবির...
আল্লাহু আকবর

( আসিফ আদনান )

27/11/2024

তোদের প্রভুর চরিত্র ফুলের মত পবিত্র 😁

১৯৭৫ সালের ১৫ই আগস্টধানমন্ডি ৩২-এর বাসভবনের সিড়িতে শরীরে রঙ্গ মেখে শুয়ে নাটক করছে শেখ সাব!কী মেজাজ খারাপ হয়ে গেল?জি ঠিক ...
16/08/2024

১৯৭৫ সালের ১৫ই আগস্ট
ধানমন্ডি ৩২-এর বাসভবনের সিড়িতে শরীরে রঙ্গ মেখে শুয়ে নাটক করছে শেখ সাব!

কী মেজাজ খারাপ হয়ে গেল?

জি ঠিক উপরের লেখাটা পরার পর আপনার যেমন লাগছে ঠিক আমাদেরও তেমন লেগেছিল যখন আপনি/ আপনারা বলেছিলেন:
"২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হাজারো তৌহিদ বাদী রং মেখে শুয়ে ছিল"!
তখন আমাদেরও এমন লেগেছিল।

03/08/2024

এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আগামীকাল ৪ আগস্ট বেলা ১১ টা থেকে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।

সকাল থেকেই ঢাকার প্রবেশপথ গুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।
কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১ টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বান করছি।

কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবি, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।
আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবো। তবে আঘাত আসলে তা প্রতিহত করার সকল প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইলো।

বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন
(সমন্বয়ক আসিফ মাহমুদ)

02/08/2024

দেশের প্রত্যেকটা জনগনের উচিত যার যার এলাকায় পুলিশ, বিজিবি, ‌র‍্যাব ও আর্মির পরিবারের বসবাস তাদের বাড়িঘরে সৈরাচারের ট্যাগ লাগিয়ে দেন, তাদেরকে এলাকাতে একঘরে করে দিন, তাদের সন্তান ও পরিবারের কারো সাথে কোনো কথা বা উঠবস করবেন না। বাংলাদেশের নাগরীক হিসেবে এটা আমার এবং আপনার সকলের দায়ীত্ব।

পুলিশ বাবার কাছে মেয়ের খোলা চিঠি!লেখাটা পড়ে চোখে পানি চলে আসছে এমন বহু মানুষ আপনার আমার আশপাশ থেকে বিদায় নিয়ে চলে গেছে
30/07/2024

পুলিশ বাবার কাছে মেয়ের খোলা চিঠি!

লেখাটা পড়ে চোখে পানি চলে আসছে এমন বহু মানুষ আপনার আমার আশপাশ থেকে বিদায় নিয়ে চলে গেছে

18/07/2024

আলহামদুলিল্লাহ!
“ব্রাহ্মণবাড়িয়া কসবা
ছাত্রলীগের
সাধারণ সম্পাদক রকির এর মৃত্যু”

18/07/2024

গতকাল বুধবার (১৭ জুলাই, ২০২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে এভাবেই হাজার হাজার পুলিশ-র‍্যাব ও বিজিবি সদস্যরা প্রবেশ করে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা চালায়। এসময় তাদের গুলিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

টুইট লিঙ্ক

17/07/2024

স্লোগানে মুখরিত হোক,
তুমি কে? আমি কে?
"রাজাকার, রাজাকার"
"কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার"
"পা চাটলে সঙ্গী, না চাটলে জ'ঙ্গি"
যদি চাও অধিকার, হয়ে যাবে রাজাকার।
তিনি কে, তারা কে?
"স্বৈরাচার স্বৈরাচার"
"কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক"
"লাখো শহিদের র'ক্তে কেনা, দেশটা কারোর বাপের না"

Address

Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Jahed hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Noakhali Sadar Upazila media companies

Show All