Sajol Agro & Pets

Sajol Agro & Pets Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sajol Agro & Pets, Digital creator, maijdee stadium road, Noakhali, Maijdee Court, Noakhali Sadar Upazila.

প্রকৃতির সাথে, খামারির পাশে।
প্রকৃতির ছোঁয়ায় গড়া একটি কৃষি ও পোষা প্রাণি ভিত্তিক উদ্যোগ। বৈদেশিক সৌখিন হাঁস, মুরগি, গরু ও অর্গানিক চাষের নির্ভরযোগ্য নাম — সজল এগ্রো & পেটস।
নতুন উদ্যোগ, সুস্থ জীবিকা—আমার খামার, আমার পরিচয়।❤️

The morning was full of sunlight and hope.
11/06/2025

The morning was full of sunlight and hope.

ব্রিডিং জগতে হয়তো আমি সফলতার ছাপ রাখি,কিন্তু বাস্তবতার  চোখে রাখি শুধু ব্যর্থতার ছায়া।এখন দুই দুনিয়ার গল্প শুনি, তবু ...
10/06/2025

ব্রিডিং জগতে হয়তো আমি সফলতার ছাপ রাখি,
কিন্তু বাস্তবতার চোখে রাখি শুধু ব্যর্থতার ছায়া।
এখন দুই দুনিয়ার গল্প শুনি, তবু নিজের পথ নিজেই খুঁজি।🫠💔
im Loser😊

তোর প্যালেট তুই খা....😶‍🌫️😏😏
07/06/2025

তোর প্যালেট তুই খা....😶‍🌫️😏😏

04/06/2025

🐂 নিজস্ব খামারে লালনকৃত সাহিওয়াল জাতের চঞ্চল ষাঁড়!
🔸নাম: বাহুবলী।❤️‍🔥
🔸 বয়স: ২ বছর ৪ মাস।
🔸 লাইভ ওজন: ৪০০ কেজি+ (ফিতার মাপে)
🔸 মাংস আনুমানিক: ৬ মণ+
🔸 ১০০% প্রাকৃতিক খাবার, কোনো মোটা জাতকরণ ইনজেকশন/ফিড নয়।
🔸 অত্যন্ত সুস্থ ও শান্ত স্বভাবের।

লোকেশন: পূর্ব হুগলি, ২ নং দাদপুর ইউনিয়ন।
(ইসলামিয়া রোড দিয়ে মাইজদী থেকে ৯ কি.মি দূরত্বে অবস্থিত)
📞 যোগাযোগ: 01710-100728

🥰😍
04/06/2025

🥰😍

অনুরোধ রইল  কেউ দয়া করে অর্ডার দিয়ে মুরগি না নিয়ে যাবেন না।২/৩ জন গ্রাহক অর্ডার দিয়ে  এক,দুই মাস পরেও মুরগি নেননি। পরবর্...
02/06/2025

অনুরোধ রইল কেউ দয়া করে অর্ডার দিয়ে মুরগি না নিয়ে যাবেন না।
২/৩ জন গ্রাহক অর্ডার দিয়ে এক,দুই মাস পরেও মুরগি নেননি। পরবর্তীতে কিছু মুরগি মারা যায়।এতে আমার বড় আর্থিক ক্ষতি হয়েছে।🫠
মনে হতেই পারে এখানে ৫/৬ টা মুরগি।🙃
কিন্তু এখানে ৪/৫ মাসের শ্রম বা আর্থিক হিসাবে লক্ষাধিক টাকার বেশি ক্ষতি হয়েছে।খামারের প্রতিটি প্রাণীর পেছনে অনেক যত্ন ও শ্রম থাকে।
তাই অনুগ্রহ করে, নিশ্চিত না হয়ে অর্ডার করবেন না।🙏
আপনার অসচেতনতা একজন খামারির বিদায়ের কারণ যেন না হয়।
please.......

অভাগার কপালে জ্যোৎস্না ওঠে, কিন্তু দেখা পায় অমাবস্যা।🫠🤒😳সর্বশেষ লেনদেনের সময়ে 1$= 127 ছিলো।
15/05/2025

অভাগার কপালে জ্যোৎস্না ওঠে, কিন্তু দেখা পায় অমাবস্যা।🫠🤒😳
সর্বশেষ লেনদেনের সময়ে 1$= 127 ছিলো।

আজ দুই দিন চোখের পাতা এক করতে পারিনি। কবে শেষবার ঠিক ৭ ঘণ্টা ঘুমিয়েছি, মনে পড়ে না। দিনের বেলায় কাজ, রাতের বেলায় দেশি-প...
14/05/2025

আজ দুই দিন চোখের পাতা এক করতে পারিনি। কবে শেষবার ঠিক ৭ ঘণ্টা ঘুমিয়েছি, মনে পড়ে না। দিনের বেলায় কাজ, রাতের বেলায় দেশি-প্রবাসী ও ফরেনার ক্লায়েন্টদের সময় দেওয়া। ঘুম যেন বিলাসিতা হয়ে গেছে। প্রতিদিন যেন শুধুই দৌড়, নিজের জন্য একটু সময়ও নেই।🙃
তাও যদি স্বপ্নটা,,,,,,🥰

জার্মান শেফার্ড লাগবে।Mid Court এর ৩টি জার্মান শেফার্ড কুকুর লাগবে।বয়স: ৪ মাস থেকে ৭ মাসের মধ্যে।Condition: হেলদি হলে অগ...
09/05/2025

জার্মান শেফার্ড লাগবে।
Mid Court এর ৩টি জার্মান শেফার্ড কুকুর লাগবে।
বয়স: ৪ মাস থেকে ৭ মাসের মধ্যে।
Condition: হেলদি হলে অগ্রাধিকার দেওয়া হবে।
Breed: must Pure line হতে হবে।

যাদের কাছে আছে বা রেফার করতে পারেন, তারা ইনবক্স করুন বা যোগাযোগ করুন এই নাম্বারে:01784336360

Address

Maijdee Stadium Road, Noakhali, Maijdee Court
Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when Sajol Agro & Pets posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajol Agro & Pets:

Share

Our pet items.

Fancy items(chicken):

#Colombian light brahma.

#Golden sebright.

#European silkie.