Rubel Civic Voice

Rubel Civic Voice সত্য ও ন্যায়ের পথে সমাজ বদলের অঙ্গীকার>একটি কন্ঠস্বর হাজারো ভাবনা Logical Rubel

14/06/2025

আলহামদুলিল্লাহ এক মাসে একটা ❤️ফলোয়ার❤️ পাইছি। ইনশাআল্লাহ এভাবেই তিল তিল করে একদিন আমি সফল হব

28/05/2025

আজব ভিক্ষুক

এটাই আমার প্রফেশনাল লাইফ
27/05/2025

এটাই আমার প্রফেশনাল লাইফ

15/05/2025

তৃতীয় পক্ষের আন্টি সব জায়গায় থাকে

সব বাটপারের খেলা
12/05/2025

সব বাটপারের খেলা

এত বড় ধোঁকা
19/04/2025

এত বড় ধোঁকা

21/03/2025

মদ গাঁজা বাবা বা পরকীয়া করে ধরা খাওয়ার লোকটা এখন ত্যাগী নেতা

20/03/2025

টাকা পয়সা যখন থাকে তখন চেহারার উজ্জ্বলতা থাকে। বুড়ারে মনে হয় জোয়ান।

19/03/2025

বিএনপির বিরোধী দল ছাত্ররাই হবে

সুযোগ পেলেই আমরা ড. ইউনুসকে শূলে চড়াই, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবানে জর্জরিত করি ।যেটা না সেটাও বলি। কিন্তু বিগত ...
15/03/2025

সুযোগ পেলেই আমরা ড. ইউনুসকে শূলে চড়াই, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবানে জর্জরিত করি ।যেটা না সেটাও বলি। কিন্তু বিগত ৭মাসে ২০০'র অধিক আন্দোলন আর হঠাৎ করে সকল ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হওয়া জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করছেন সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানানোটাও জরুরী।

- এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ৬ মাসে দেশী বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা।

- দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি।

- দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি ডলার।

- রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশংকাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম।

- হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা।

- দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ।

- গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে।

- ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।

- আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো৷ বাফুফের উপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

- সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩২ করা হয়েছে।

- স্কুলের বইগুলোতে হাসিনার উল্টাপাল্টা সিলেবাস আর পারিবারিক তোষামোদির গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হচ্ছে।

-এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা।

- সর্বশেষ জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷ তাছাড়া জাতিসংঘ মহাসচিব বলেছেন আগামী বছর মায়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সাথে ইফতার করতে চান ! ভাবতে পারেন?

অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷ হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে যে কারো জন্য এসে ঠিক করতে ঘাম ছুটে যেতো। পারতো কিনা সেটা নিয়েও ঢের সন্দেহ আছে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা রাজনৈতিক দলগুলো ভালো করেই জানে।

ইউনুস সাহেব হয়তো হিমশিম খাচ্ছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ আর ব্যক্তি স্বার্থকেন্দ্রিক একটা জাতিকে ঠিক করতে। তারপরও অনেক কিছু করছে এবং করবে।

প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে আপনি যদি সম্মত না হতেন তাহলে দ্বিতীয় অন্য কোন ব্যক্তিকে আমরা সেই জায়গায় তখন চিন্তা করতে পারিনি।
আপনার সাথে তুলনা তো নয়ই।

বাংলাদেশ অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।

তথ্য সংগ্রহ ::

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
14/02/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

27/01/2025

২০০ পৃষ্ঠার খাতা কিনে ৭২ পৃষ্ঠা পাইলাম

Address

Sonaimuri
Noakhali Sadar Upazila
3833

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Civic Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share