24/02/2024
ফ্রিল্যান্সিং লাইফে আসার পর কিছু আল্ট্রা লেভেলের লিজেন্ডের সাথে পরিচয়।
কিছু উদাহরণঃ
১) ভাই/আপা মাসে কত বেতন পান? ( আমি কোনো জব করিনা যে মাসিক স্যালারি পাই🥴)
২) আপা/ভাই আমি শিখতে চাই, ফ্রি তে শিখা যাবে? (বাঙালির স্বভাব হচ্ছে ফ্রি ফ্রি চাওয়া, হ ভাই এটা তো তোমার দাদাবাড়ির সম্পত্তি যে তোমাকে ফ্রি দিয়া দিবে)
৩) শুনেন আমি ভর্তি হওয়ার ১ মাসের মধ্যে কি প্রতি মাসে কম করে ১০-১২ হাজার টাকা ইনকাম করতে পারব? (এটার উত্তর আমার কাছে নাই, এদের কাছে এলিয়েন রা-ও হার মানতে বাধ্য)
৪) ভাইয়া /আপা আমি কোর্সে ভর্তি হতে চাই, কিন্তু আমি চাচ্ছি আমি যদি ইনকাম করতে পারি তাহলে টাকা দিবো নাইলে দিবোনা। (ভাই স্কুল কলেজে ভর্তির আগে কি বইলা # # # নিছিলেন স্যার আমি যদি জব পাই তাইলে বেতন দিমু, নাইলে দিমুনা? যদি বইলা থাকেন তো আপনাকে ফ্রি তেই দেওয়া হবে সব🥴, নিজের টাকায় একটা ল্যাপটপ ও কিন্না দিবো আপনারে)
৫) সবচেয়ে আল্ট্রা লেভেলের লিজেন্ড হচ্ছে এরা যাদের কাছ থেকে শুনছি- ভাই আমি শিখতে চাই কিন্তু ভাবছি আরেকটু বয়স হলে শিখব এখন শিখে নাকি লাভ নাই অনেকে বলে।
এরকম আরো হাজার হাজার আল্ট্রা/প্রো লেভেলের লিজেন্ড (যে-কোনো ক্ষেত্রে) আমাদের চারপাশে ভরপুর।
© Mahmudur rahman