Esrat Jahan

Esrat Jahan নিশ্চয়ই যাবতীয় কাজ নিয়তের উপর নির্ভরশীল,
তাই ব্যক্তি তার নিয়ত অনুযায়ী-ই প্রতিফল পাবে।
(1)

কোনটা, ২১ ক‍্যারেট নাকি ২২ ক‍্যারেট❓সততা, মেধা এবং যোগ্যতা’র ভিত্তিতে।
08/09/2025

কোনটা, ২১ ক‍্যারেট নাকি ২২ ক‍্যারেট❓
সততা, মেধা এবং যোগ্যতা’র ভিত্তিতে।

30/08/2025

ব্যাটারি চালিত রিক্সা যদি মেইন রোডে চলে তাহলে গাড়ির
আয়কর নেয়া বন্ধ করুন।
কারণ, কেউ ট্যাক্স দেবে আর কেউ দেবে না এটা হতে পারে না।

25/08/2025

আগেকার নারী রিজিক নিয়ে আসতো, এখনকার নারী রিজিক দেখে আসে। আগেকার পুরুষ উত্তম আখলাক খোঁজতো, এখনকার পুরুষ সৌন্দর্য আর মেয়ের বাবার ভালো অবস্থান খোঁজে।

এক মেয়ে সাধু বাবার কাছ থেকে ভবিষ্যতে দেখা যায় কিভাবে তা "শিখতে" গেল।মেয়েঃ বাবা! আমাকে ভবিষ্যত দেখা শিখিয়ে দিন।সাধুঃ চোখ ...
25/08/2025

এক মেয়ে সাধু বাবার কাছ থেকে ভবিষ্যতে
দেখা যায় কিভাবে তা "শিখতে" গেল।
মেয়েঃ বাবা! আমাকে ভবিষ্যত দেখা শিখিয়ে দিন।
সাধুঃ চোখ বন্ধ করে গাল আমার কাছে নিয়ে আসো।
মেয়েঃ না।
সাধুঃ কেন?
মেয়েঃ আমি আপনার কাছে গেলে আপনি আমার গালে কিস করবেন।
সাধুঃ- এইতো তুমি ভবিষ্যত দেখা শিখে গেছো।

দাও আমার ফি দিয়ে চলে যাও।😁

👍
24/08/2025

👍

23/08/2025
তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার  সাথে কথা বলেছি, কেন তালাক হলো।এর ৭২% তা...
23/08/2025

তালাক কেন হচ্ছে জানার জন্য গত ৯ মাস ধরে আমি ২৪৫ জন তালাক প্রাপ্ত পুরুষ ও মহিলার সাথে কথা বলেছি, কেন তালাক হলো।
এর ৭২% তালাক হয়েছে ভুলবুঝা বুঝি একে অপরকে অসন্মান। আর ১৮℅ তালাকের কারণ পরকীয়া, ১০% তালাক স্ত্রীর উচ্চ বিলাশিতার কারনে।
৭৮℅ তালাক হয়েছে মেয়ের কারণে।
২২℅তালাক হয়েছে পুরুষের কারণে।
মজার বিষয় হলো ৯২℅ তালাক প্রাপ্ত মহিলা পুরুষ তালাকের পরে অনুতপ্ত তারা বলছে সিদ্ধান্তটি ভুলছিলো। তালাক প্রাপ্ত ৮৯℅ মেয়েদের আর বিয়ে হচ্ছে না।

০৪℅ মেয়ে বিয়ের প্রতি অনিহা। ০৭℅ মেয়ে পথভ্রষ্টা। ছেলেদের মধ্যে ৮৫ ℅ বিয়ে করে সংসার করছে।

১৩℅ ছেলে বিয়ের প্রতি অনিহা। ০২ ℅ ছেলে পথভ্রষ্ট।

আরো মাজার বিষয় হলো ৬৭℅ ছেলেই কুমারি মেয়ে বিয়ে করেছে। আর মেয়েরা কুমার ছেলে পেয়েছে ০০১℅।
আমি তালাকের বিরুদ্ধে তাই এই জরিপ করেছি।

যারা দাম্পত্য জিবন নিয়ে হতাশ তাদের পরামর্শকের কাজ করতে চাই। চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
প্লিজ তালাক দেওয়ার এগে ভাবুন আবার ভাবুন দেখুন সমযতা করা যায় কিনা।

সততার পথেই সঠিক পথ যা আল্লাহ পছন্দ করেন। দ্বিতীয় বিয়ের পরে ১২℅ মেয়ের আবারও তালাক হয়েছে।
৮৯% মেয়ে দ্বিতীয় সংসারে অসুখি।

অপর দিকে মাত্র ০২℅ ছেলের আবারও তালাক হয়েছে আর অসুখি ০৩℅ পুরুষ। অবাক করা বিষয় হলো দ্বিতীয় তালাক দেওয়া ছেলেদের স্ত্রী হয়েছিল কোন তালাক প্রাপ্ত মহিলা।
আর বিধ্বা মহিলাকে বিয়ে করে চরম সুখি ৯৩℅ পুরুষ। আশা করি বুঝতে পারছেন।

গুরুতর অসুস্থ হলে সঠিক ঔষধ সেবন করে সুস্থ হওয়ার প্রচেষ্টা চালাতে হবে। এজন্য তিনটি প্রক্রিয়ার সমন্বয় ঘটানো জরুরি- ১. দ...
22/08/2025

গুরুতর অসুস্থ হলে সঠিক ঔষধ সেবন করে সুস্থ হওয়ার প্রচেষ্টা চালাতে হবে। এজন্য তিনটি প্রক্রিয়ার সমন্বয় ঘটানো জরুরি- ১. দাওয়া, ২. দোয়া এবং ৩. দান। এর যে কোনো একটিতে ঘাটতি/কমতি থাকলে পরিপূর্ণ সুস্থতা ফিরে পাওয়া দুষ্কর!

আল্লাহতায়ালা উসিলা ব্যতীত অলৌকিকভাবে সুস্থ করে দেবেন না? যে ভুলের কারণে রোগ-বালাই বাসা বেঁধেছে শরীরে, সেই ভুলগুলো শুধরাতে হবে সবার আগে। সেই সঙ্গে দাওয়া (ঔষধ) গ্রহণ ও দোয়া করার পাশাপাশি দান রোগমুক্তির উপলক্ষ হিসেবে কাজে লাগবে।

যেমনিভাবে আল্লাহ রোগ সৃষ্টি করেছেন, একইভাবে মহাপ্রকৃতিতে ঔষধও সৃষ্টি করে দিয়েছেন। রোগী যখন সঠিক ঔষধটা সঠিক মাত্রায় সঠিক সময়ে গ্রহণ করবেন, তখনি রোগ নিরাময়ের প্রক্রিয়া শুরু হবে। এর পাশাপাশি দান এবং দোয়া অব্যাহত রাখতে হবে।

আমরা ঔষধ বলতে মানুষের বানানো গবেষণাগারে কেমিক্যালের তৈরি সিন্থেটিক ড্রাগসকেই চিনি- যেগুলো আসলে মানবদেহের ভেতরে ঢোকানোর অনুপযুক্ত! এসব বিষাক্ত দ্রব্য গ্রহণ করার ফলে লক্ষণগুলোকে সাময়িক ধামাচাপা দেওয়া সম্ভব হলেও দেহের ভেতরে নতুন করে আরো জটিল রোগের জন্ম হয়! অথচ আল্লাহ আমাদের দেহটা এমনভাবে তৈরি করেছেন যে, বাইরে থেকে কোনোকিছু গ্রহণ না করেও রোগ থেকে মুক্তি লাভ করা সম্ভব (যেমন: আকুপ্রেসার)। একইভাবে দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলোর পারস্পরিক ভারসাম্য বজায় রাখার মাধ্যমেও আরোগ্য লাভ করা যেতে পারে- যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সার্কেডিয়াম রিদম বলে।

এরপরও সেব্য ও ব্যবহার্য্য হিসেবে আল্লাহ ঔষধ-স্বরূপ আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন গাছ-গাছালি, তৃণলতা, ধরতী ও সূর্য। হাদিসে যে ঔষধের কথা বর্ণিত হয়েছে, তা আল্লাহর সৃষ্ট এই শেষোক্ত উপাদানগুলোকেই বোঝানো হয়েছে।

قال النبى صلى الله عليه وسلم لكل داء دواء علمه من علمه و جهله من جهله
অর্থাৎ সমস্ত রোগেরই ঔষধ রয়েছে; কেউ চিনে আর কেউ চিনে না।

এখন আমাদের কাজ হলো মহান সৃষ্টিকর্তা প্রদত্ত ঔষধগুলো চেনা? কী রোগ হলে কোন প্রাকৃতিক উপাদান গ্রহণ করতে হবে- সেই প্রাকৃতিক জ্ঞান আহরণ করা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ।

মানুষের সবচেয়ে আপন হচ্ছে তাঁর নিজের দেহ। কিন্তু দুঃখের বিষয়- সেটার ভালো-মন্দের ধারণা সে রাখে না? নিজের সবচেয়ে আপন দেহটাকে বাণিজ্যিক ধারার ডাক্তার আর ফার্মেসি ব্যাবসার ক্ষেত্র হিসেবে সঁপে দিয়েছে..!

“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্ত...
22/08/2025

“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-
“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন”।

(গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না)

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। বেশ অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।
তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!
অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের “বাবা কেনো চাকর” সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন…..

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।
মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - “আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে……

মোহাম্মদ জসীম উদ্দীন
ব‍্যবস্থাপক,জনতা ব‍্যাংক পিএলসি.গৌরীপুর শাখা।

জান্নাতে কি গায়রে মাহরামের সাথে দেখা করা যাবে❓গায়ের মাহরাম একটি উর্দু শব্দ, এর অর্থ হলো, সেই নারী বা পুরুষ, যাদের পরস্পর...
22/08/2025

জান্নাতে কি গায়রে মাহরামের সাথে দেখা করা যাবে❓

গায়ের মাহরাম একটি উর্দু শব্দ, এর অর্থ হলো, সেই নারী বা পুরুষ, যাদের পরস্পর পর্দা করতে হয়। বাংলায় এটাকে পর-পুরুষ বা পর-নারী বলা হয়।

জান্নাত অনেক পরের কথা।
দুনিয়াতেই গায়ের মাহরাম এর সাথে দেখা করার অনুমতি আছে। তবে অবশ্যই পর্দা থাকতে হবে। পর্দা মানে এই নয় যে, নারী পুরুষ একে অন্যকে দেখলে দৌড়ে পালাবে। পর্দা করা মানে হলো, নারী পুরুষ একটি দূরত্ব বা দেওয়াল রেখে সবকিছু করবে। রাসুল (স) এর আমলে নারী পুরুষ একসাথে ব্যবসা করেছে, ইসলাম প্রচার করেছে। এমনকি নারীরা যুদ্ধে সেবিকার কাজ করেছে। সবই করেছে পর্দার ভিতরে থেকে। পর্দা মানে নারী পুরুষ আলাদা বেঁধে রাখা নয়।

আপনি জীবনে বহুবার স্কুল কলেজ ইত্যাদির পরীক্ষায় বসেছেন। পরীক্ষার হলের ভিতরে চিৎকার করা যায় না, লাফালাফি করা যায় না, আরেকজনের পাশে ঘেঁষে বসা যায় না, বই দেখে লেখা যায় না, আরেকজন সাথে কথা বলা যায় না, আরেকজনের খাতা দেখে লেখা যায় না। এসব নিয়ম কানুন শুধুমাত্র পরীক্ষার হলের জন্য। আপনি পরীক্ষার হলের বাইরে যান, সবকিছু করতে পারবেন।

দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন হলো, আমাদের জন্য পরীক্ষা। এই দুনিয়াতে আল্লাহর দেওয়া আদেশ-নিষেধ মেনে চলতে হবে। আমরা সেই আদেশ-নিষেধ কতখানি মানতে পারি, এটাই আমাদের পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের উপরে পুরষ্কার বা শাস্তি নির্ভরশীল।

পরীক্ষা শেষ হবার পরে, আর কোন নিয়ম নীতি মেনে চলা লাগে না। ঠিক তেমনই, জান্নাতে কোন নিয়ম মেনে চলা লাগে না। দুনিয়াতে মদ হারাম, অথচ জান্নাতে মদের নদী আছে। জান্নাতে কোন নিয়ম নীতি নেই, কোন পাপ পূন্য নেই। আল্লাহর রহমতে, কোন আদেশ-নিষেধ না থাকলেও জান্নাতে মানুষ শান্তিপূর্ন অবস্থান করবে।

গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের ভিডিও প্রকাশ, প্রচার আর সংরক্ষণের সাইট ইউটিউব। ইউটিউব শুধু একটি ভিডিও দেখার ওয়েবসাইট নয়।...
17/08/2025

গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের ভিডিও প্রকাশ, প্রচার আর সংরক্ষণের সাইট ইউটিউব।

ইউটিউব শুধু একটি ভিডিও দেখার ওয়েবসাইট নয়। ইউটিউব এখন এক বিশাল তথ্য ও বিনোদনের ভান্ডার।

প্রতিদিন প্রতি মিনিটে এখানে যুক্ত হচ্ছে নতুন নতুন ভিডিও।

ধারণা করা হয়, বর্তমানে প্রতি মিনিটে ৫০০ ঘণ্টারও বেশি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়।

আপনি যদি এক ঘণ্টা ইউটিউব দেখেন ততক্ষণে ইউটিউবে ৩ দশমিক ৪ বছরের ভিডিও যোগ হয়ে যায়।

স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেটের সহজলভ্যতার কারণে সহজেই ভিডিও তৈরি ও প্রকাশ বা আপলোড হচ্ছে বেশি।

যদিও ইউটিউব মোট ভিডিওর সংখ্যা প্রকাশ করে না।

বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান সংস্থা অনুমান করে, ইউটিউবে শত শত কোটি ভিডিও রয়েছে।

২০২৪ সালের এক প্রতিবেদন অনুযায়ী, ইউটিউবে মোট ভিডিওর সংখ্যা ৫ হাজার কোটিরও বেশি।

ইউটিউবে এক দিনে যতগুলো ভিডিও আপলোড হয়, সব দেখে শেষ করতে আপনার ৮২ বছর সময় লাগবে।

২০২৫ সালের এক হিসাবে বলা হয়, প্রতিদিন ইউটিউবে ২৬ লাখ ভিডিও আপলোড হচ্ছে। প্রতি সেকেন্ডে ৬ ঘণ্টার ভিডিও আপলোড হচ্ছে।

Address

Noakandi

Alerts

Be the first to know and let us send you an email when Esrat Jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share