গল্প গুচ্ছো

গল্প গুচ্ছো পাশে থাকুন সব সময় পাশে পাবেন,,,

20/08/2025

আসসালামুয়ালাইকুম,
সবাই কে আরেকটি নতুন
সকালের শুভেচ্ছা,

19/08/2025

শুভ রাত্রি সবাই সুস্থ থাকবেন
ভালো থাকবেন আল্লাহ হাফেজ 🥰

19/08/2025

আমি ভালো কিন্তু আমার বন্ধু গুলা
ভ|লো না, ওরা আমাকে উল্ট| প|ল্টা শেখায়!

19/08/2025

কথায় কথায় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, বলা মানুষগুলোর উপর আল্লাহর রহমত থাকে!'🖤🌸

19/08/2025

ইয়া আল্লাহ! আমাকে এমন ভাবে পরিবর্তন করে দিন যেভাবে থাকলে আপনি আমার উপর সবচেয়ে বেশি খুশি হবেন!🌸

আমিন!'🖤

19/08/2025

আমি সেই নবীর উম্মত,
যার পিছনে..!
70,000 হাজার ফেরেশতা নামাজ পড়ে ছিলো... "!!
আলহামদুলিল্লাহ, ❤️🤲

19/08/2025

শুভ সকাল সবাই কেমন আছেন,
সবাইকে একটি সুন্দর নতুন সকালের শুবেচ্ছা, 🥰

18/08/2025

তুমি বাগান বিলাস হয়ে
ফুটো আমার বারান্দায়.!
আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখবো তোমায়.!🌸

18/08/2025

স্যার একটা কথা কমু?
-কি বল?
-আইজ আমারে সাড়ে ১২ টায় ছুটি দেবেন?
-কেন? কি করবি?
-বাসায় গিয়া ভাত খামু। পেটে খুব ক্ষিধা।
-কেন সকালে খেয়ে আসোনি?
-জ্বী না।
-কেন?
-তরকারি নাই। আর লবণ দিয়া ভাত খাইতে পারি না।
কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন লাগলো স্যারের?
-রাতে কি খেয়েছো?
-গরম ভাতে পানি দিয়া ডাল মনে করে ভাত।
-এখন কি দিয়ে খাবে?
-মায় কইছে স্কুল ছুটির পর গেলে কচু রাইন্ধা রাখবে। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।
মায় খুব মজা কইরা কচু রানবার পারে।
কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি।
একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু
খেয়ে আসব। নিবা তোমার বাসায়?
যাইবেন স্যার সত্য?

হ্যাঁ যাব। যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।
মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার
চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে
রইলাম।

তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ
আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের
খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা
খেয়ে শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে।

এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার! সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ গুলোর দিকে ফিরেও তাকান না। তাকাবেন কেন?? তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তো নিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই।

ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা,
কেউ শীলা কি জাওয়ানি নামক উদ্ভট সব পোশাক
কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই
বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে?
অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা
দেন। তখন বলি-ভাংতি নাই। মাফ কর।

গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজ এ অনেক-ই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না অথচ গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা বাড়াইয়া দেন। তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না।

ঐ গরীব লোক গুলোর অপরাধ কি?

অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের
ঘরে জন্ম দিয়েছেন। আর আপনাকে সোনার চামচ মুখে দিয়ে কোন ধনী বাবার ঘরে।

আসুন আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এদের পাশে দাড়াই। আমাদের টাকা থেকে কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করি।

আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।

সংগৃহীত

....ফুল কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করে না,.....তবুও চারপাশকে সুন্দর করে তোলে নিঃশব্দে।🥀🥀
29/05/2025

....ফুল কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করে না,.....তবুও চারপাশকে সুন্দর করে তোলে নিঃশব্দে।🥀🥀

02/05/2025

সবার একটু সাপোর্ট চাই...
আপনাদের এখন আর পেইজে দেখা যাচ্ছে না
Response অনেক বেশি কমে গেছে..😭

01/01/2025

কেউ কি বেঁচে আছেন...
বেঁচে থাকলে - H A P P Y - N E W - Y E A R.. 2 O 2 5

Address

Noakhali, Maijdee
Noakhali Sadar Upazila
3802

Alerts

Be the first to know and let us send you an email when গল্প গুচ্ছো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্প গুচ্ছো:

Share

Category