গল্প গুচ্ছো

গল্প গুচ্ছো পাশে থাকুন সব সময় পাশে পাবেন,,,

....ফুল কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করে না,.....তবুও চারপাশকে সুন্দর করে তোলে নিঃশব্দে।🥀🥀
29/05/2025

....ফুল কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করে না,.....তবুও চারপাশকে সুন্দর করে তোলে নিঃশব্দে।🥀🥀

02/05/2025

সবার একটু সাপোর্ট চাই...
আপনাদের এখন আর পেইজে দেখা যাচ্ছে না
Response অনেক বেশি কমে গেছে..😭

01/01/2025

কেউ কি বেঁচে আছেন...
বেঁচে থাকলে - H A P P Y - N E W - Y E A R.. 2 O 2 5

দৈনিক দুই তিন ঘণ্টা ফ্রি থাকেন এমন কেউ আছেন তাহলে ভালো একটা  কাজের ব্যবস্থা করে দিতে পারতামনিয়মিত ফেসবুক  চালায় এমন কিছু...
30/10/2024

দৈনিক দুই তিন ঘণ্টা ফ্রি থাকেন এমন কেউ আছেন তাহলে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতাম

নিয়মিত ফেসবুক চালায় এমন কিছু লোক দরকার✅
ইনশাআল্লাহ তাদের জন্য ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো💯

💸📝✅✅
যারা পড়াশোনার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।

25/09/2024

আমরা আবার নতুন করে আমাদের এই পেইজটাকে
সাজাতে চাচ্ছিলাম। যদি আপনাদের থেকে সাপোর্ট টা
পাই,,,,আপনারা যারা যারা এক্টিভ আছেন সাড়া দিয়ে যাবেন,
ধন্যবাদ,

13/05/2024

সত্যিই তারা অনেক লাকী হয়,

যাদের একটা sad post আর একটা sad story দেখলেই তাদের প্রিয় মানুষগুলো সাথে সাথে নক দিয়ে বলে "কিরে কি হইছে!! কেউ কিছু বলছে নাকি??
মন খারাপ কেনো আমাকে সত্যি করে বলতো!😊🖤

22/04/2024

আজীবন একটা জিনিস দেখলাম, আমার জন্য অপেক্ষা করার মত কেউ নাই! আমি সারাজীবন সেকেন্ড চয়েজ নয়তো রিপ্লেসেবল ছিলাম! কারো জন্য ম্যন্ডোটরি ছিলাম না। "তোমাকে লাগবেই বা "তোকে লাগবেই" কিংবা তোমাকে ছাড়া চলবেই না এমন টাইপের কেউ আমার নেই! না বন্ধু না কাছের মানুষজন! কারো সেকেন্ড চয়েজ, অপশনাল চয়েজ হিসেবে বেঁচে থাকাটা অতটা সুখের-ও না, সম্মানেরও না! তবুও বেঁচে থাকতে হয়, থাকি!❤️‍🩹

আসসালামুয়ালাইকুম,আসা করি সবাই অনেক ভালো আছে,,সবাই ঈদের আনন্দে পরিবার পরিজনদের সাথে দিন কাটিয়েছেন,, ।আমরা আবার ও চেষ্টা ক...
19/04/2024

আসসালামুয়ালাইকুম,আসা করি সবাই অনেক ভালো আছে,,সবাই ঈদের আনন্দে পরিবার পরিজনদের সাথে দিন কাটিয়েছেন,,

আমরা আবার ও চেষ্টা করতেছি আপনাদের আবার আগের মতো করে গল্প উপহার দেওয়ার জন্য,,,আবার রেগুলার গল্প পোস্ট করার চেষ্টা চালিয়ে যাবো,,যার জন্য আপনাদের সাপোর্ট আমাদের অত্যান্ত প্রয়োজন,, আমরা আশাবাদী আপনারা আবার ও আমাদের আগের মতো পাশে থাকবেন,,

#ধন্যবাদ_সবাইকে

This version of Facebook uses less data and works in all network conditions.

19/04/2024

︵🦋🤍
___ღ༎”তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে”︵ღ۵__🙂
︵ღ۵__ পরিস্থিতির কারণে তুমি তাঁকেই সবার আগে হারাবে ___ღ༎”🙂🦋🥀
︵🖤🌸🙂

16/12/2023

ফেসবুকে ঢুকলেই আপনার মনে হতে পারে পৃথিবীতে দুঃখ বলে কিছু নেই। সবাই কত সুন্দর সাজগোজ করছে, ভালো ভালো খাবার খেতে যাচ্ছে, দেশ বিদেশ ঘুরতে যাচ্ছে, কত পার্টি, হৈ হুল্লোড়, কত আয়োজন! দেখুন, বর্তমান সময়ে একটা ঢল নেমেছে- শো অফ করার ঢল। কেউ কেউ নিজের আনন্দটা বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে শেয়ার করতে দু চারটা ছবি পোস্ট করতেই পারে। আর বাকিরা স্রোতে গা ভাসিয়ে সেই ঢলে নেমে পড়েছে। এখন কোথাও গেলে আশেপাশের মানুষের দিকে তাকালেই দেখি পরিবার নিয়ে আনন্দটা উপভোগ করার চাইতে ছবি তোলাটা মুখ্য, ছবি ভালো হওয়া চাই কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষকে দেখাতে হবে। টিকটক, রিলস বানাতে বানাতে সময়টাই শেষ, পরিবারকে সময় দেয়া আর হয় না। ইদানীং অনেকেই খেতে যায় শুধুমাত্র ছবি পোস্ট করার জন্য। জীবনটা এমন হবার কথা ছিলো কি?

আনন্দ উল্লাস করা ভালো। তবে মানুষকে দেখানোর জন্য নয়। অন্যের আনন্দ দেখে মন খারাপ করবেন না। ভেবে দেখুন আপনারও সুন্দর সময় এসেছে, এখনও আসে, আরো আসবে। আপনি হয়তো সবকিছু শেয়ার করতে অভ্যস্ত নন। কিন্তু বিশ্বাস করুন, আপনার জীবনটাও সুন্দর। রংচং মাখানো সেইসব জীবনের আড়ালেও কেউ কেউ হতাশায় বারবার মরে, সেসব কিন্তু আপনার আমার জানার কথা নয়। এই মিথ্যা মায়ার শহরের সবকিছু বিশ্বাস করবেন না। নিজের জীবনের দিকে তাকান। জীবনকে গুরুত্ব দিন। নিজে যা করতে ভালোবাসেন, যাতে খুশি হবেন, তাই করার চেষ্টা করবেন। অধৈর্য হওয়ার কিছু নেই। সবসময় একটা বিষয় মাথায় রাখবেন, "আমার কাউকে কিছু দেখানোর নেই।" তাহলেই আপনারও নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হবে।

16/12/2023

১৬ ই ডিসেম্বর বিজয় দিবসের শুবেচ্ছা রইলো সবার জন্য🌹🥀🇧🇩

#ধন্যবাদ।

Address

Noakhali, Maijdee
Noakhali Sadar Upazila
3802

Alerts

Be the first to know and let us send you an email when গল্প গুচ্ছো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্প গুচ্ছো:

Share

Category