Noakhali Media 24

Noakhali Media 24 বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে অঙ্গিকার

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় মধ্য রাতে জামায়াত -শিবিরের  নেতাকর্মীদের ঢল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়া...
18/07/2025

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় মধ্য রাতে
জামায়াত -শিবিরের নেতাকর্মীদের ঢল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে অর্ধশত বাস, মাক্রোবাস নিয়ে রওয়ানা দিচ্ছে নেতাকর্মীরা।

অল্প কিছুক্ষণ আগে এ মহিলাটি সোনাইমুড়িতে সড়ক দুর্ঘ*টনায় নি*হত হয়েছেন। বর্তমানে তিনি সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্ল...
06/07/2025

অল্প কিছুক্ষণ আগে এ মহিলাটি সোনাইমুড়িতে সড়ক দুর্ঘ*টনায় নি*হত হয়েছেন। বর্তমানে তিনি সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। তার নাম পরিচয় জানা যায়নি।

>>>ব্রেকিং নিউজ
01/07/2025

>>>ব্রেকিং নিউজ

স্ত্রীর লাশ নিয়ে ফিরার পথে স্বামীর মৃত্যু,,,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রী সুলতানার মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে বা...
20/11/2024

স্ত্রীর লাশ নিয়ে ফিরার পথে স্বামীর মৃত্যু,,,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্ত্রী সুলতানার মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে বাড়ি ফিরছিলেন ফরিদুল ইসলাম। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকায় এসে চাকা ফেটে গেলে অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের গাছে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই মারা যান স্বামী ফরিদুলও।

আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলামের (৩৪) বাড়ি পাবনা সদরের রাজাপুরে, তবে ঢাকায় থাকতেন। তাঁর শ্বশুরবাড়ি মানিকগঞ্জের ধানকোড়া গ্রামে। স্ত্রী বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী সুলতানা আক্তার। মিসক্যারেজ জনিত কারণে সে মারা গিয়েছে।

মল্লিকার দীঘির পাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নানের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন  এবং উদ্দেশ্য প্রণোদিত...
14/11/2024

মল্লিকার দীঘির পাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নানের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত এবং অপপ্রচার,,,,

নোয়াখালী চাটখিল মল্লিকা দীঘিরপাড় ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নানের বিরুদ্ধে, সাবেক অফিস সহকারি নুরুল আমিন পাটোয়ারী তার থেকে ১ লক্ষ টাকা আত্মসাৎকরেছে বলে অভিযোগ করেন।

এই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মোহাম্মদ আহসান উল্যা চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়।

এ বিষয়ে তদন্ত শেষে, তদন্ত প্রতিবেদনে মোহাম্মদ আহসান উল্যা জানান, পর্যালোচনা করে দেখা যায় যে, অধ্যক্ষ আবদুল মন্নান এর বিরুদ্ধে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা লেনদেনের কোন প্রমাণ বা সাক্ষী পাওয়া যায়নি। এ ছাড়া ২৯ নভেম্বর ১৯৯ ৭খ্রি. তারিখের গভর্ণিং বডির সভায় সকল শিক্ষক কর্মচারীদের পূর্বের তথা ১৯৯৬ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া বেতন মওকুফ করা হয়।

বাদী মোঃ নুরুল আমিন পাটোয়ারী, সাবেক অফিস সহকারী এর বক্তব্য। ২০১৫ সালের ১ম সাময়িক পরীক্ষার ৪/৫ দিন পূর্বে আমি ৪র্থ ও ৫ম শ্রেণির ৩/৪ দিন অতিরিক্ত সময় পরীক্ষার প্রশ্নপদ্ধতি সম্পর্কে ধারণা দিয়ে স্বল্প সংখ্যক ছাত্র-ছাত্রীদের থেকে চা-নাস্তা বাবদ ১০/২০ টাকা হারে সরল মানে টাকা গ্রহন করি আমি গরীব কোন ছাত্র-ছাত্রীদের থেকে টাকা দাবী করি নাই বা গ্রহন করিনি। এ ১০/২০ টাকা হারে টাকা নেওয়াকে কেন্দ্র করে অধ্যক্ষ মহোদয় আমাকে সাময়িক বরখাস্ত করেন এবং প্রায় ৪ মাস পরে আমার থেকে ১০০০০০/-(এক লক্ষ) টাকা ঘুষ নিয়ে আমাকে চাকুরীতে বহাল রাখেন। আমাকে ৪ মাস বরখাস্ত রাখার কারণে আমার মানসম্মানে আঘাত হানে। আমি দীর্ঘ ৩২ বৎসর ৪ মাস অত্র মাদ্রাসায় সুনামের সহিত চাকুরী করি। আমি স্বল্প সংখ্যক ছাত্র-ছাত্রী থেকে এ সামান্য টাকা অতিরিক্ত পাঠদান করে নিয়াছি। ০১/১২/১৯৮৬ থেকে ৩১/১২/১৯৯৬সাল পর্যন্ত আমার প্রাতিষ্ঠানিক বেতন (১০ বছর) পরিশোধিত হয়নি। আমার অজান্তে মাদ্রাসা কমিটি উক্ত ১০ বছরের প্রাতিষ্ঠানিক ভাতা মওকুফের সিদ্ধান্ত নেন।

বিবাদী মো: আবদুল মান্নান, অধ্যক্ষ, মল্লিকার দীঘিরপাড় ফাজিল মাদ্রাসা বক্তব্য। সাবেক অফিস সহকারী, মোঃ নুরুল আমিন পাটোয়ারী ২০১৫ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত ১ম সাময়িক পরীক্ষার ইংরেজী বিষয়ের প্রশ্নপত্র সম্পর্কে শিক্ষার্থীদেরকে ধারণা দিবে বলে তাদের থেকে ১০/২০ টাকা হারে উৎকোচ গ্রহন করেন। এ ব্যাপারে কয়েকজন শিক্ষক অধ্যক্ষ বরাবরে অভিযোগ পেশ করেন (দরখাস্ত সংযুক্ত-১)। শিক্ষক ও অভিভাবক নিয়ে এ বিষয়ে সভার আয়োজন করা হয় (দরখাস্ত সংযুক্ত-২)। উক্ত আভিযোগের প্রেক্ষিতে জনাব মো: নুরুল আমিন পাটোয়ারীকে ২৫/০৪/২০২১৫খ্রি তারিখে কারণ দর্শানোর নোটিশ করা হয়। তিনি ২৯/০৪/২০১৫খ্রি. তারিখে জবাব দাখিল করেন। জবাবে তিনি অর্থ গ্রহনের কথা স্বীকার করেন (জবাবের কপি সংযুক্তি-৩। উক্ত জবাব সন্তোষজনক না হওয়ায় গভর্ণিং বডির ১৯/০৭/২০১৫খ্রি: তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক গত ০৮/০২/২০১৫খ্রি, ভারিখ হতে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্ত কমিটি গঠন করে ইসলামি বিশ্ব বিদ্যালয়ের প্রতিনিধি প্রাপ্তির জন্য আবেদন করার পর অভিযোগকারী জনাব মো: নুরুল আমিন পাটোয়ারী সভাপতি মহোদয়ের নিকট ক্ষমা প্রার্থী হয়ে বাড়ী গিয়ে তাঁর পায়ে পড়েন এবং সাময়িক বরখাস্ত

বাদী, বিবাদী উপস্থিত শিক্ষকগণের বক্তব্য পর্বলোচনা করে প্রতীয় মান হয় যে, অভিযোগকারীর অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রনোদিত।

মোহাম্মদ মতিউর রহমান হেলানী, উপাধ্যক্ষ, মল্লিকার দীঘিরপাড় ফাজিল মাদ্রাসা মহোদয়ের বক্তব্য। মল্লিকার দীঘিরপাড় ফাজিল মাদ্রাসার সাবেক অফিস সহকারী, মো। নুরুল আমিন পাটোয়ারী কর্তৃক আনীত অভিযোগগুলো সম্পূর্ণরূপে জিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। অপপ্রচারের কারণে অধ্যক্ষ মহোদয়ের মানহানি হচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই।

হুমায়ুন কবির সহকারী অধ্যাপক (ইংরেজী) এর বক্তব্য। মল্লিকার দীঘিরপাড় ফাজিল মাদ্রাসার সাবেক অফিস সহকারী, মোঃ বুরুশ আমিন পাটোয়ারী কর্তৃক আনীত অভিযোগগুলো সম্পূর্ণরুপে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। বার বার বর্তমান অধ্যক্ষের বিরুদ্দে উদ্দেশ্যপূর্ণভাবে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করায় আমি তীব্র নিন্দা ও মিথ্যা অভিযোগকারীর বিরুদ্দে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের করার আবেদন জানাই।

অধ্যক্ষ আবদুল মান্নান জানায় , আমি ১৯৯৪ সালে এই মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগদান করি,পরবর্তীতে আমি ২০০২ সালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করে , আমার বিরুদ্ধে অপপ্রচার এবং উদ্দেশ্য পনোদিতভাবে মানহানি করায়, আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

দীঘিরপাড় স্বামীর বাসা থেকে পপি নামের গৃহবধূর মরদেহ উদ্ধারস্বামীর বাড়ি ইয়াসিন ব্যাপারি বাড়ি লোকজন বলছেন আত্মহ'ত্যা। গৃহবধ...
04/10/2024

দীঘিরপাড় স্বামীর বাসা থেকে পপি নামের গৃহবধূর মরদেহ উদ্ধার

স্বামীর বাড়ি ইয়াসিন ব্যাপারি বাড়ি লোকজন বলছেন আত্মহ'ত্যা। গৃহবধূর বাড়ির লোকজনের অভিযোগ পরিকল্পিত হ'ত্যা।মরদেহ চাটখিল থানাতে।

04/10/2024

>>>ব্রেকিং নিউজ

01/10/2024
>>>ব্রেকিং নিউজ
29/09/2024

>>>ব্রেকিং নিউজ

নোয়াখালীতে আঞ্চলিক সড়ক ও মহা সড়কে চাঁদাবাজির অভিযোগে র‌্যাব-১১ এর অভিযানে বেগমগঞ্জ থেকে  ১৯জন ও সুধারাম থেকে ১৪জন মোট ৩৩...
25/06/2024

নোয়াখালীতে আঞ্চলিক সড়ক ও মহা সড়কে চাঁদাবাজির অভিযোগে র‌্যাব-১১ এর অভিযানে বেগমগঞ্জ থেকে ১৯জন ও সুধারাম থেকে ১৪জন মোট ৩৩জন চাঁদাবাজ আটক।

চাটখিলে একাদশ শ্রেণি ছাত্রী নুরজাহান আক্তার পিও (১৭) নামের একজন গলায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেছে।
20/06/2024

চাটখিলে একাদশ শ্রেণি ছাত্রী নুরজাহান আক্তার পিও (১৭) নামের একজন গলায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেছে।

চাটখিলে  গরুচোর চক্রের দুই সদস্য আটকনোয়াখালীর চাটখিলে আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। চাটখিল থানা পুল...
16/06/2024

চাটখিলে গরুচোর চক্রের দুই সদস্য আটক

নোয়াখালীর চাটখিলে আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে রোববার (১৬ জুন) গরু চুরি ঘটনায় জড়িত এই দুজনকে আটক করা হয়।

আটকৃত চোর চক্রের সদস্যরা হলেন উপজেলার ফতেহপুর গ্রামের মনির উদ্দিন মিয়াজী বাড়ির নজরুল ইসলাম মনুর ছেলে মোঃ ফরিদ হোসেন (২২) ও একই গ্রামের মজিদ বেপারী বাড়ির ইউসুফের ছেলে রাজু (২৪)।

চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মজিদ ব্যাপারী বাড়ির খামারী জসিম উদ্দিনের মামলার ভিত্তিতে রোববার ভোরে থানা পুলিশ বিশেষ অভিযানে চোর চক্রের এই দুই সদস্যকে আটক করে পুলিশ।

খামারী জসিম উদ্দীন বলেন, 'আমি একজন প্রান্তিক খামারী। গত ৩ জুন রাতে আমার বসতঘরে চেতনা নাশক স্প্রে করে চোরচক্র। এরপর খামারের শিকল এবং তালা কেটে খামার হতে ৫টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর বাজার মূল্য আট লক্ষ টাকারও বেশি। গরু হারিয়ে এখন আমি পথে বসে গেছি।'

এর আগে চুরির ঘটনায় খামারী জসীমউদ্দীন অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেছিলেন। চোর চক্রকে ধরতে চাটখিল থানা পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে। অবশেষে রোববার (১৬ জুন) ভোরে এদের দুই সদস্যকে আটক করা হয়। গরুগুলো চুরি করে তারা কোরবানীর পশুর হাটে বিক্রি করে ফেলেছে বলেই প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল খায়ের বলেন, 'আমরা একাধিক বার অভিযান পরিচালনা করে গত রাত চোরচক্রের এই দুই সদস্যকে আটক করেছি। এই দুইজন চোর এই বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিতে রাজি হয়েছে।'

চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'গরু চুরির মামলায় তাদেরকে আটক করা হয়েছে। আমরা আটককৃত দুইজনকে আদালতে সোপর্দ করেছি।'

Address

Chowmuhani
Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Media 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share