12/08/2025
গর্ভধারণ হতে সন্তান প্র*সব,সন্তানকে ছোট থেকে বড় করা,সমাজে মানুষের মতো মানুষ করা। এই কাজ গুলো করতে গিয়ে একজন মা কতটা আত্নত্যাগ করেন,কত টা নির্ঘুম রাত কাটান,কত টা নি:স্বার্থ ভাবে হাসিমুখে দুঃখ কে বরন করেন,কত কথা যে শুনেন, তা কেবল মা ই জানেন।স্যালুট সকল মা কে ।
আল্লাহ তাআলা সকল মায়েদের কে আরও বেশি ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক।