Muhammad Jahed এম.জাহেদ

Muhammad Jahed এম.জাহেদ বলে দাও, নিশ্চয়ই আমার নামায, আমার ইবাদত ও আমার জীবন-মরণ সবই আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রতিপালক।
-আল আনআম - ১৬২

27/09/2025

কালু থেকে বাঁচার উপায়

জেনে রাখুন

26/09/2025

আসসালামুয়ালাইকুম

সবাই কেমন আছেন

উনার স্ত্রী চলে যাওয়ায় আমরা ওনাকে নিয়ে নোংরা কথা বলেছি।বিসিএস প্রশ্ন ফাঁসের দায়ও ওনার ঘাড়ে চাপিয়েছি।গান গাইলে দোষ, গান ছ...
26/09/2025

উনার স্ত্রী চলে যাওয়ায় আমরা ওনাকে নিয়ে নোংরা কথা বলেছি।
বিসিএস প্রশ্ন ফাঁসের দায়ও ওনার ঘাড়ে চাপিয়েছি।
গান গাইলে দোষ, গান ছাড়লেও দোষ।
তাহলে আসলে উনার দোষটা কী?

আমি নিজে ওনার সঙ্গে কথা বলেছি। তিনি অসাধারণ ভদ্র ও ভালো মানুষ, যাকে সত্যিই শ্রদ্ধা করা যায়।
যারা ওনাকে নিয়ে সমালোচনা করছেন—আমি সহ আমাদের লেভেল আসলে খুব নিচে।

আমরা হয়তো কখনোই ওনার সঙ্গে দেখা করার এপয়েন্টমেন্ট পাব না।
তাই আগে নিজেদের চিনে নেওয়া দরকার।
আমেরিকায় তিনি একটি শো করে যত টাকা আয় করেন, সেটা অনেকের পুরো এক বছরের ইনকামের সমান।
আমাদের জেনারেশন এসব অপ্রয়োজনীয় সমালোচনা প্রচন্ড ঘৃণার চোখে দেখি , যেমনি জোর করে ধরে চুল কাটা পছন্দ করি না #বাংলাদেশ #তাহসান

এজন্যই জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে মানুষকে আল্লাহর অবাধ্যতার কবল থেকে বাঁচিয়ে তার সন্...
07/07/2025

এজন্যই জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করে মানুষকে আল্লাহর অবাধ্যতার কবল থেকে বাঁচিয়ে তার সন্তুষ্টি লাভের পথ দেখিয়ে চলছে। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন'ই কেবল জান্নাতে যাওয়ার একমাত্র পথ। এক্ষেত্রে আল্লাহর বিধানকে পাশ কেটে আপনি যে পথ ও মতের অনুসারী তার পরিণতি কি হতে পারে আপনি নিজেই একটু ভেবে দেখুন। বাস্....!

03/03/2025

একদিন রোজা রাখলে জাহান্নাম থেকে ৭০ বছরের দূরত্ব তৈরি হয়।(মুসলিম ২৭৬৯) 🤍

~ নিজের করা একেকটা ভুল এতো বড় যে, নিজেরই নিজেকে মাফ করতে ইচ্ছা করে না; অন্যেরা কি মাফ করবে!🥲💔
03/03/2025

~ নিজের করা একেকটা ভুল এতো বড় যে, নিজেরই নিজেকে মাফ করতে ইচ্ছা করে না; অন্যেরা কি মাফ করবে!🥲💔

03/03/2025

ধৈর্য ধরতে হবে কিছুটা সেই ভাবে, যেভাবে আমরা রোজা রাখি এবং জানি যে মাগরিবের আযান হবেই!🤍

বিদেশ আসতে হলে দেশ থেকে স্কিল তৈরি করে নিয়ে আসেন।১/ড্রাইভিং শিখেন,লাইসেন্স নিয়ে আসেন২/কম্পিউটার শিখে আসেন৩/আন্তর্জাতিক ভ...
13/02/2025

বিদেশ আসতে হলে দেশ থেকে স্কিল তৈরি করে নিয়ে আসেন।

১/ড্রাইভিং শিখেন,লাইসেন্স নিয়ে
আসেন
২/কম্পিউটার শিখে আসেন
৩/আন্তর্জাতিক ভাষা ইংরেজি শিখেন(কমিউনিকেশন এর জন্য)
৪/যেই দেশে আসবেন সেই দেশের ভাষা সম্পর্কে ধারণা নিয়ে আসেন
৫/রান্নার কাজ পারলে শিখে আসেন
৬/ইলেকট্রনিক, মোবাইল ডিভাইস ইত্যাদির কাজ জানতে পারলে ভালো
৭/গুগল থেকে সব ধরনের তথ্য বের করায় পারদর্শী হওয়ার চেষ্টা করুন।
৮/কমিনিউকেশন কিভাবে সুন্দর করে করতে হয় ভিডিও দেখে শিখে আসুন।
৯/নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার কৌশল শিখুন।
১০/পরিশ্রমের মনমানসিকতা নিয়ে আসুন
Collected

11/02/2025

ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। এ মাসে আত্মত্যাগকারী আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমানরা আমাদেরকে সেই শিক্ষাই দেয়।

অথচ খুব ধীরে ধীরে, সুকৌশলে, এক শ্রেণির মিডিয়া ও মুনাফালোভীরা নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসটাকে নোংরামির মাসে পরিণত করেছে।

আমাদের শৈশব-কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়াবার শক্তিতে প্রত্যুজ্জ্বল। বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি।

যেসব তরুণ-তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে, তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রে।

ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার এবং তরুণ্য-বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার-ব্যবস্থাও ভেঙে খানখান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না।

Ahmadullah 🥰

যুগে যুগে মানুষ যেন তাদের বিবেক হারিয়ে ফেলছে!একজন ব্যক্তি, যে কিনা একাধিক মেয়েকে নিয়ে সুরসুরি টাইপের ভিডিও বানায়, সেই এক...
10/02/2025

যুগে যুগে মানুষ যেন তাদের বিবেক হারিয়ে ফেলছে!

একজন ব্যক্তি, যে কিনা একাধিক মেয়েকে নিয়ে সুরসুরি টাইপের ভিডিও বানায়, সেই একই ব্যক্তি বইমেলায় মেয়েবান্ধবীর হাত ধরা নুরুজ্জামান কাফিকে নিয়ে রোস্টিং ভিডিও বানায়! যে নিজে বন্ধুকে বলে, "বাসর রাতে স্পিড ৮০-এর উপরে নয়" (হোক ভিডিওতে) সে-ই আবার অন্যকে নীতি শেখাতে আসে! অথচ, তার নিজের পথচলাও শুরু হয়েছিল প্রাক্তনকে ব্যবহার করে মানুষের সিম্পেথি নিয়ে!

আরো বিস্ময়কর বিষয় হলো, তার কমেন্ট সেকশনে মানুষ প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছে:

☞ জায়গা মতো দিছেন বাঈ!
☞ সেরা ভাই সেরা!
☞ এটা বেস্ট ছিল, ছিঃআম বাঈ!
☞ Perfectly cooked!

কে কি ভাবছে সেটা দেখার সময় নেই, পেট তো চালাতে হবে।

মেনে নিলেই শান্তি,মনে নিলেই অশান্তি।
10/02/2025

মেনে নিলেই শান্তি,
মনে নিলেই অশান্তি।

10/02/2025

❝ মহান আল্লাহ তায়ালা বলেনঃ-
তুমি ওই দিনকে ভয় করো , যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে ।

- সুরা ইয়াসিন (৬৫) ❞

Address

Muscat Oman, Maijdee Court
Noakhali Sadar Upazila
3813

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Jahed এম.জাহেদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Jahed এম.জাহেদ:

Share