Engr Abu Hossin Forhad

Engr Abu Hossin Forhad সত্যের পথে চলার চেষ্টা করি!(New page)

25/04/2025

কাশ্মীরে মুসলিম যুবকের বীরত্ব, এড়িয়ে যাচ্ছে ভারতীয় মিডিয়া

19/04/2025

বাংলাদেশ ভারত থেকে সূতা আমদানি বন্ধ করায় ভারতের কটন শিল্পে বছরে ক্ষতি ২ বিলিয়ন ডলার। বিগত ১৬ বছরে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে সুতা বিক্রি করেছিল তারা। এভাবে অর্থনৈতিকভাবে প্রতিহত করতে হবে তাদেরকে। 🇧🇩✊

14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২।

নতুন বাংলা বছর বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি।

ঢাকাতে যখন ৫০ টি দেশ বিনিয়োগ করতে কোটি কোটি টাকার ইনভেস্ট করার আগ্রহ দেখিয়ে সই করছে ঠিক তখন দিল্লি থেকে খবর আসে ,ভারত তা...
09/04/2025

ঢাকাতে যখন ৫০ টি দেশ বিনিয়োগ করতে কোটি কোটি টাকার ইনভেস্ট করার আগ্রহ দেখিয়ে সই করছে ঠিক তখন দিল্লি থেকে খবর আসে ,ভারত তাদের দেশের ওপর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে! মানে তারা ট্রানজিট সুবিধা দিবেনা!!!

কিছুক্ষণ আগেই দেখলাম বিনিয়োগ সম্মেলনে বিডার প্রধান আশিক চৌধুরী স্লাইড দেখিয়ে বলতেছে "বাংলাদেশে ফ্যাক্টরি বানাও, উৎপাদন করো আর এই অঞ্চলের দেশগুলোতে এক্সপোর্ট করো" দেশের লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে।বেকার সমস্যা দূর হবে।

কতো নিচু মনের ভারত, আর কতো বড় শত্রু এবার আর বুঝার বাকি রইলো না, বাংলাদেশ উন্নত হোক সেটা কখনো দাদারা চায়নি আর চাইবেও না তার দৃষ্টান্ত আজকের ঘটনা।

শেষ হাসিনা চীনের সাথে যতোগুলো সফর বা চুক্তি করেছে সবগুলোই ভারতের অনুমতিক্রমে!
বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিলো ভারত নির্ভর অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পূর্ণ ভারত নিয়ন্ত্রণ করতো।

বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক যৌথ মহাপরিকল্পনার ছাড়া গতি নাই। পার্বত্য চট্টগ্রাম , বঙ্গোপসাগরের জলসীমা ,ভারত বাংলাদেশ সীমান্ত ,আরাকান-বাংলাদেশ সীমান্ত আমাদের ক্ষমতার বলে নিয়ন্ত্রণে রাখতেই হবে। তা না হয় কয়েক বছরের ভিতরে বাংলাদেশকে ফিলিস্তিন বানাবে!

তবে বাংলাদেশকে হারানোর সুযোগ নেই।
বাংলাদেশ বুঝে গেছে ভারত কোন বন্ধু রাষ্ট্র না। সেকারণে সরকার ও রাজনৈতিক দল গুলোর বুঝতে হবে, ভারত ছাড়াই বিশ্বে কিভাবে মাথাচাড়া দিয়ে ওঠতে হবে এবং সেই প্ল্যানেই আগাতে হবে।

আনিসুর রহমান

02/09/2024

গণঅধিকার পরিষদ এখন জনতার নিবন্ধিত দল
❤️"মার্কা ট্রাক"❤️

আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন প্রদত্ত এক-তৃতীয়াংশ জেলা ও শতাধিক উপজেলা কমিটিসহ সকল শর্ত পূরণ করেই গণঅধিকার পরিষদ -জিওপি...
02/09/2024

আলহামদুলিল্লাহ,
নির্বাচন কমিশন প্রদত্ত এক-তৃতীয়াংশ জেলা ও শতাধিক উপজেলা কমিটিসহ সকল শর্ত পূরণ করেই গণঅধিকার পরিষদ -জিওপি নিবন্ধিত হয়েছে।

গণঅধিকার পরিষদ-জিওপি এর পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন!

25/08/2024

ভারতীয় পানি যদি মানুষ মা*রে, তাহলে ভারতীয় পণ্য এমন ভাবে বয়কট করা হবে যে বাংলাদেশের পোকামাকড় ও সে পন্যের গন্ধ পাবে না।

টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ। এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভ...
25/08/2024

টিএসসিতে গাড়ির লাইন লেগে গেছে। প্রত্যেকটা গাড়ি ভর্তি ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহ করা ত্রাণ। এতো মানুষ ত্রাণ দিতে এসেছে যে ভলান্টিয়াররা রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ নিতে।

এই প্রথমবার জীবনে অতিরিক্ত ভীড়ে কারো হিমশিম খাওয়া দেখে বিরক্ত না লেগে শান্তি লাগল। কি সুন্দর একটা বাংলাদেশ আমাদের।

এমন স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম, তাইনা?

18/08/2024

❤️❤️❤️নোয়াখালীর জেলা, গনঅধিকার পরিষদ❤️❤️❤️

18/08/2024

নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার।

18/08/2024

রাজনী‌তি থে‌কে ইনকামের পথ বন্ধ হ‌য়ে গে‌লে ৯০ ভাগ লোক রাজনী‌তি ছে‌ড়ে দি‌বে, সবাই কর্ম ক‌রে খা‌বে।

03/08/2024

বাঁশের লাঠি তৈরী করো
বাংলাদেশ স্বাধীন করো✊

Address

Hospital Road, Maijdee Court
Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when Engr Abu Hossin Forhad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr Abu Hossin Forhad:

Share