18/01/2025
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারাকাতুহু..‼️
(জামিয়া ইসলামিয়া আরাবীয়া মাদ্রাসা চৌমুহনী নোয়াখালী দক্ষিণ বাজার)
জামিয়া ইসলামিয়া আরাবীয়া মাদ্রাসার ফুযালাও প্রাক্তন সবাইকে জামিয়ার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা।
আপনারা জেনে খুশী হবেন যে, উক্ত জামিয়ার ফুযালাও প্রাক্তন ছাত্র সম্মেলনে তারিখ নির্দিষ্ট করা হ'য়েছে ২০/১/২০২৫ইং তাই আপনারা সবাই এগিয়ে এসে আমাদের প্রতিষ্ঠানের সম্মেলন কে সফল করুন,
আর বিশেষ করে যারা এখনো ফুযালা বা প্রাক্তন ছাত্রের নিবন্ধন ফরম পূরণ করেন নাই অতি দ্রুত নিবন্ধন করে নেওয়ার জন্য আবেদন রইল,(সরাসরি মাদ্রাসায় এসে বা অন্যর মধ্যে)
(আর যারা প্রবাসে আছেন)
আপনারা নিচের দেওয়া লিংকে প্রবেশ করেন নিবন্ধন ফরম পূরণ করে নেওয়ার আবেন রইল আশা করি করি আপনারা উক্ত সম্মেলন সফল করে তুলবেন,
আদেশক্রমে কর্তৃপক্ষ‼️
নিবন্ধন ফরম লিংক
জামিয়া ইসলামিয়া আরাবিয়া চৌমুহনী দক্ষিণ বাজার, চৌমুহনী, নোয়াখালী। 01818-840542, 01811-144897 [email protected]