নোয়াখালীর সংবাদ

নোয়াখালীর সংবাদ নোয়াখালীর খবর জানতে লাইক দিয়ে সাথে থা?

23/04/2025

এই মেয়েগুলোকে দেখে কে বলবে—এদেরও বয়ফ্রেন্ড থাকতে পারে? অথচ বাস্তবতা হলো—থাকে! এবং সেই তথাকথিত বয়ফ্রেন্ডগুলো এমন ‘গ'দ'গ'দ প্রে'মে'র দা'''স’, যারা একটা ফোনকলেই ছুটে আসে খু'''''ন করতে!
একটা হালকা হাসির ভু'ল ব্যা''খ্যা থেকে, একজন তরুণ ছাত্রকে ছু'রি'কা'ঘা'''তে হ''''ত্যা করে দেয়! এটাই প্রে''ম? না ভাই, এটা প্রে''ম না—এটা বি'কৃ'''ত আ'বে'''গ!
এটা অ'সু'স্থ মা'ন'সি'ক'''তা!
এটা অ''ন্ধ আ'নু'গ'''ত্যে'র ভ'য়া'নক রূ''প!
#জাহিদ_হাসান_পারভেজ

22/04/2025

৩৬ জুলাইয়ের সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন মদ্যপান সিগারেট নিয়ে ব্যস্ত দেশের ১২টা বাজিয়ে এরা মজ মাস্তিতে ব্যস্ত হায়রে মেধাবী।

নাঙ্গলকোটে গৃ*হবধূকে ধর্ষ'*ণকারী ইমান হোসেন গ্রে*প্তার।জায়গা জমি সংক্রান্ত ক্রোধ থেকে গৃহবধুকে হাতে পায়ে শিকল-তালা লাগিয়...
19/04/2025

নাঙ্গলকোটে গৃ*হবধূকে ধর্ষ'*ণকারী ইমান হোসেন গ্রে*প্তার।
জায়গা জমি সংক্রান্ত ক্রোধ থেকে গৃহবধুকে হাতে পায়ে শিকল-তালা লাগিয়ে তিন জন মিলে ধর্ষ*ণ করে। মাতার চুল কেটে ফেলে, ছোট বাচ্চা এবং মায়ের মুখে টেপ লাগিয়ে নির্যাতন চালায়।

ধর্ষকের নাম ইমাম হোসেন বয়স:২৪ বছর দৌলখাড় ইউনিয়নের কান্দাল গ্রামের বাসিন্দা।

19/04/2025

নাংগলকোট উপজেলায় এমন ঘটনা, বুকটা কেঁপে উঠলো।ধর্ষণকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
নাঙ্গলকোটে গৃ*হবধূকে জায়গা জমি সংক্রান্ত ক্রোধ থেকে গৃহবধুকে হাতে পায়ে শিকল-তালা লাগিয়ে তিন জন মিলে ধর্ষ*ণ করে। মাথার চুল কেটে ফেলে, ছোট বাচ্চা এবং মায়ের মুখে টেপ লাগিয়ে নির্যাতন চালায়।

৭ই এপ্রিল সোমবার সন্ধ্যা ৭,১৫ মিঃ চৌমুহনী রেলওয়ে স্টেশনে নোয়াখালী গামী এক্সপ্রেস ট্রেনে আবুল বাসার পিতাঃ আবদুল মালেক শাহ...
07/04/2025

৭ই এপ্রিল সোমবার সন্ধ্যা ৭,১৫ মিঃ চৌমুহনী রেলওয়ে স্টেশনে নোয়াখালী গামী এক্সপ্রেস ট্রেনে আবুল বাসার পিতাঃ আবদুল মালেক শাহাপুর সেনবাগ কাটা পড়ে,
সাথে থাকা পাসপোর্ট থেকে ঠিকানা জানাযায়।

কোকোর শাশুড়ি মুকরেমা রেজার মৃত্যু, রোববার বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
06/04/2025

কোকোর শাশুড়ি মুকরেমা রেজার মৃত্যু,
রোববার বাদ আসর বনানী ডিওএইচএস মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

নোয়াখালী থেকে ঢাকা-গামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়; সেনাবাহিনীর অভিযান ও জরিমানা আজ রাত ১০ থেকে ১২ টা পর্যন্ত বাংলাদেশ সেনা...
06/04/2025

নোয়াখালী থেকে ঢাকা-গামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়; সেনাবাহিনীর অভিযান ও জরিমানা

আজ রাত ১০ থেকে ১২ টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এবং বেগমগঞ্জ উপজেলা প্রশাসন চৌমুহনী বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে।

এসময় ঢাকা গামী এসি বাসে ৭০০ টাকা করে ও নন এসি বাসে ৬০০ টাকা করে ভাড়া নেয়ায় প্রায় ৩০ টি বাসের যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঈদের ছুটি কাটিয়ে আজও ঢাকায় ফিরছে মানুষ। রাজধানীর মহাখালী থেকে।
06/04/2025

ঈদের ছুটি কাটিয়ে আজও ঢাকায় ফিরছে মানুষ। রাজধানীর মহাখালী থেকে।

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।মি...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

05/04/2025

শুভ সকাল শরীয়তপুর
বিলাশপুর,জাজিরা, শরীয়তপুর।

"নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ"নোয়াখালী কবিরহাটে ছয় বছর বয়সী জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।বৃহস্পতিবা...
03/04/2025

"নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ"

নোয়াখালী কবিরহাটে ছয় বছর বয়সী জমজ ২ বোনকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন মিয়া।

এর আগে, বুধবার নারীও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত শিশুদের মা বাদী হয়ে কবিরহাট থানায় এ মামলা দায়ের করেন।

অভিযুক্ত মো. ফরিদ (১৬) উপজেলার ধানশালিক ইউনিয়নের মো. দিদার মিয়ার ছেলে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৩ মার্চ থেকে ভুক্তভোগী শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবনতি লক্ষ্য করে। ২৫ মার্চ দুই বোন তাদের ঘরের পাশে রাস্তার ওপর নিজেদের ট্রাক্টর নিয়ে খেলাধুলা করছিল। ভিকটিমদের বাবা ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আর মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেখান থেকে ফরিদ তাদের বড় মেয়েকে পাশের বাড়ির একটি পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকার শুনে তার ছোট বোন মাকে গিয়ে বিষয়টি জানায়। তাৎক্ষণিক তার মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর শিশুর মা তার ছোট মেয়ের শারীরিক অবস্থার অবনতির কারণ জানতে চাইলে সে জানায় গত ২৩ মার্চ বিকেলে তার সঙ্গেও একই কাজ করেছে ফরিদ।

কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া নোয়াখালীর সংবাদ প্রতিনিধিকে বলেন, গত ৩০ মার্চ আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হবে।

03/04/2025

মেজর রেজার বক্তব্য

Address

Noakhali
Noakhali Sadar Upazila
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালীর সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share