নোয়াখালীর সংবাদ

নোয়াখালীর সংবাদ নোয়াখালীর খবর জানতে লাইক দিয়ে সাথে থা?

26/08/2025

সোনামিয়ার বাংলাদেশ #বিএনপি #এনসিপি #হাসনাত

26/08/2025
26/08/2025
26/08/2025

৭১ শেষ করে এবার ৫২ এর ভাষা আন্দোলন শেষ করতেছে।
#বিডিনিউজ #নোয়াখালীরসংবাদ #আলোচিতসংবাদ

শোক সংবাদ, সেনবাগের মোহাম্মাদপুর ইউনিয়নে দক্ষিণ রাজারামপুর গ্রামে আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে ডু/ব...
20/08/2025

শোক সংবাদ,
সেনবাগের মোহাম্মাদপুর ইউনিয়নে দক্ষিণ রাজারামপুর গ্রামে আজ মঙ্গলবার সকালে বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে ডু/বে অহি ও ছহির নামের দুই বোনের ম র্মা ন্তিক মৃ ত্যু হয়েছে।
শিশুদের পিতার নাম মো. বেলাল হোসেন। এ ঘটনার পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

মৌচাকে গাড়ির ভেতরে দুই লাশ,নিহতদের বাড়ি নোয়াখালীতে, হাসপাতাল থেকে রোগী নিতে এসেছিলেন তাঁরা । রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল...
11/08/2025

মৌচাকে গাড়ির ভেতরে দুই লাশ,
নিহতদের বাড়ি নোয়াখালীতে, হাসপাতাল থেকে রোগী নিতে এসেছিলেন তাঁরা ।

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা এই প্রাইভেট কারের ভেতরে দুজনের লাশ পাওয়া গেছে

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা এই প্রাইভেট কারের ভেতরে দুজনের লাশ পাওয়া গেছেছবি: প্রথম আলো
রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ের একটি প্রাইভেট কার থেকে যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁদের পরিচয় জানা গেছে। পুলিশ বলছে, জাকির ও মিজান নামের ওই দুই ব্যক্তির বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। এই হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে এলাকায় নেওয়ার জন্য তাঁরা ঢাকায় এসেছিলেন।

জাকির ও মিজান দুজনেরই বয়স ৪০–এর কাছাকাছি। আজ সোমবার দুপুরে গাড়ির ভেতর থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। দুজনেরই শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। তাঁদের হত্যা করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে দুজনের মৃত্যু হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলছে না পুলিশ।

হাসপাতাল–সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, হাসপাতালের রেকর্ড বইয়ের তথ্য অনুযায়ী, গতকাল রোববার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে গাড়িটি গ্যারেজে প্রবেশ করে। এর পর থেকে সেটি বেজমেন্টের (ভূগর্ভস্থ) তৃতীয় তলার এক কোনায় পার্ক করা ছিল।

সিরাজুল ইসলাম মেডিকেলের সিকিউরিটি ইনচার্জ মিজানুর রহমান নোয়াখালীর সংবাদ প্রতিনিধিকে বলেন, আজ দুপুর ১২টার দিকে পার্কিংয়ের জায়গা খালি আছে কি না, দেখার জন্য তিনি বেজমেন্টের তৃতীয় তলায় যান। এসে দেখেন, গাড়ির ভেতরে দুজন আছেন। বাইরে থেকে কয়েকবার ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে দরজা খোলেন। তখন দেখেন, তাঁরা মারা গেছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশে খবর দেয়।

মিজানুর রহমান বলেন, দুজনের মধ্যে একজন চালকের আসনে, আরেকজন চালকের পেছনের আসনে ছিলেন। চালকের সিট পেছন দিকে হেলানো ছিল।

নিহতদের মধ্যে জাকির গাড়ির চালক এবং মিজান তাঁর আত্মীয় বলে পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলম জানিয়েছেন। তিনি বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘আমরা গাড়ির মালিককে শনাক্ত করতে পেরেছি। মালিক সৌরভের বাড়ি নোয়াখালীর চাটখিল এলাকায়। মৃত দুজনের বাড়িও একই এলাকায়। তাঁরা হাসপাতালে রোগী নিতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

নোয়াখালীতে মাদক ব্যাবসায়ী আটক।গ্রেফতারকৃত আসামীর নামঃ- ১। সুভাস চন্দ্র কুরী (৩২), পিতা-মৃত রশরাজ চন্দ্র করী, মাতা-রতনা র...
11/08/2025

নোয়াখালীতে মাদক ব্যাবসায়ী আটক।

গ্রেফতারকৃত আসামীর নামঃ- ১। সুভাস চন্দ্র কুরী (৩২), পিতা-মৃত রশরাজ চন্দ্র করী, মাতা-রতনা রানী করী, সাং-বারাহীপুর, ৮নং ওয়ার্ড ২নং দাদপুর ইউনিয়ন (কুরী বাড়ী), থানা-সুধারাম, জেলা-নোয়াখালী

জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর সদস্যরা আজ গোপন সংবাদে নোয়াখালী পৌরসভা ০৩নং ওয়ার্ড পূর্ব লক্ষ্মীনারায়ণপুরের নোয়াখালী সুপার মার্কেটের দক্ষিন পার্শ্বে আয়োজন বেকারী এন্ড সুইটস এর সামনে অভিযান চালিয়ে উল্লেখিত আসামীকে ধৃত করে এবং আসামীর হেফাজত হতে ৪০ বোতল হুইস্কি উ/দ্ধার করা হয়। গ্রে/ফতার/কৃত আসামী পেশাদার মাদক কারবারি।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার  ১৫ নং শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামে শ্বাসরুদ্ধ করে ৩ বছরের মেয়েকে হত্যা করে ত...
11/08/2025

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১৫ নং শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামে শ্বাসরুদ্ধ করে ৩ বছরের মেয়েকে হত্যা করে তার সৎ মা,
এবং তাকে পুলিশ গ্রেফতার করে।

Address

Noakhali
Noakhali Sadar Upazila
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when নোয়াখালীর সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share