Md.Mahmudur Rahman

Md.Mahmudur Rahman একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তারচেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে।

12/06/2025

I gained 106 followers, created 4 posts and received 163 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

13/05/2025

ICT Assistant Sifat sir

13/03/2025

Less mission with people,, in the month of Ramadan ❤️🌼

22/02/2025

আস্তে আস্তে সব কিছুই হারিয়ে যাচ্ছে।

16/02/2025

বর্তমান সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরিঃ-

1. মানবিকতা ও নৈতিকতার অবক্ষয় – মানুষ এখন স্বার্থপর হয়ে যাচ্ছে, পরোপকার বা সহমর্মিতা কমে যাচ্ছে। অন্যের বিপদ দেখেও অনেক সময় কেউ সাহায্য করতে চায় না।

2. হিংসা ও বিদ্বেষ – সমাজে পারিবারিক ও সামাজিক সম্পর্কের মধ্যে হানাহানি বেড়ে গেছে। হিংসা, প্রতিহিংসা, রাজনৈতিক বিভাজন—এসব মানুষের মধ্যে দূরত্ব তৈরি করছে।

3. প্রতারণা ও অসততা – ব্যবসা, চাকরি, শিক্ষা—সবক্ষেত্রেই প্রতারণা বেড়ে গেছে। বিশ্বাসের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

4. মূল্যবোধের পরিবর্তন – সত্য-মিথ্যার পার্থক্য অনেকের কাছে গুরুত্ব হারাচ্ছে। অন্যায় করেও অনেকে গর্ব করে, ন্যায়বিচার পাওয়াটা কঠিন হয়ে গেছে।
5. ধনী-গরিব বৈষম্য – ধনীরা আরও ধনী হচ্ছে, গরিবরা আরও গরিব। ন্যায়বিচারের অভাবে দরিদ্ররা দিন দিন পিষ্ট হচ্ছে।

6. পরিবার ও সম্পর্কের টানাপোড়েন – পারিবারিক বন্ধন শিথিল হচ্ছে, আত্মীয়স্বজনের মধ্যেও স্বার্থের সংঘর্ষ বাড়ছে। ভালোবাসার বদলে স্বার্থ বড় হয়ে যাচ্ছে।
নেতিবাচক দিক আরও আছে, যা আমাদের সমাজকে ভেতর থেকে নষ্ট করছে—

7. অপরাধ ও সহিংসতা বৃদ্ধি – খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মাদকের প্রসার—এসব অপরাধ বেড়েই চলেছে। অনেক সময় প্রভাবশালীরা অপরাধ করেও শাস্তি এড়িয়ে যায়, যা অন্যদেরও অপরাধপ্রবণ করে তুলছে।

8. নৈতিক শিক্ষার অভাব – স্কুল, কলেজ বা পরিবারে নৈতিক শিক্ষার অভাবের কারণে তরুণ প্রজন্ম সঠিক-ভুলের পার্থক্য করতে পারছে না। তারা সহজেই বিপথে চলে যাচ্ছে।

9. রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি – দেশের রাজনীতি এখন সাধারণ মানুষের কল্যাণের চেয়ে ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে পরিণত হয়েছে। দুর্নীতির কারণে সমাজের প্রকৃত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

10. মানসিক চাপ ও হতাশা – কর্মসংস্থান, সম্পর্কের জটিলতা, সামাজিক প্রতিযোগিতা—এসব কারণে মানুষের মানসিক চাপ বাড়ছে। আত্মহত্যার হারও বাড়ছে, কারণ মানুষ কাউকে মনের কথা বলার সুযোগ পাচ্ছে না।

11. ভুয়া জীবনধারা ও প্রদর্শন – সোশ্যাল মিডিয়ার কারণে অনেক মানুষ বাস্তব জীবনে কষ্ট পেলেও বাহ্যিকভাবে সুখী থাকার অভিনয় করে। এতে অন্যদের মধ্যেও ভুল প্রত্যাশা তৈরি হয়, যা হতাশা বাড়ায়।

12. নারী ও শিশু নির্যাতন – ঘরে-বাইরে নারী ও শিশুরা নিরাপদ নয়। নির্যাতন, হয়রানি, বৈষম্য—এসব সমস্যা সমাজকে কলুষিত করছে।

13. প্রকৃতির প্রতি অবহেলা – পরিবেশ দূষণ, বন উজাড়, জলবায়ুর পরিবর্তন নিয়ে অনেক কথা হলেও কার্যকর কোনো পদক্ষেপ কমই নেওয়া হচ্ছে। মানুষ স্বার্থের জন্য প্রকৃতির ক্ষতি করে চলেছে।

সমাজের এই অবস্থা দেখে হয়তো খুব হতাশ লাগে, কিন্তু পরিবর্তন সম্ভব। ছোট ছোট ভালো কাজ, সচেতনতা ও সৎভাবে চলার চেষ্টা করলেই একদিন সমাজকে পরিবর্তন করে দিতে পারে....

Alhamdulillah🥰
04/02/2025

Alhamdulillah🥰

MPN: 83EM000MLK
Model:Lenovo IdeaPad Slim 3i 15IRH8
Processor: Intel Core i5-13420H (12M Cache, 3.4 GHz up to 4.6 GHz)
RAM: 8GB DDR5, Storage: 512GB SSD
Display: 15.6" FHD (1920 x 1080)
Features: Type-C, Stereo Speakers

26/01/2025

হে আল্লাহ..!
কার মৃত্যু কখন, কোথায় কিভাবে রেখেছো, তা এক মাত্র তুমি'ই জানো আল্লাহ.. 🥺
মৃত্যু নিশ্চিত,শুধু সময়টা অনিশ্চিত, হে আল্লাহ মৃত্যুকে সহজ করে দিয়েন, ঈমানের সহিত মৃত্যু দিয়েন। আমিন..!🤲

18/01/2025

Wise people never boast of knowledge....

14/01/2025

Time is very expensive. Time will not come back.
He who values ​​time, time will not value him.

31/12/2024

Another year has passed from life.
I don't know how much I have escaped Allah's right this year🥹🥹🥹

29/12/2024

One day I will leave too.
All men and women have to taste death.

26/12/2024

২০ মিনিটে দশটা কল দিছে বন্ধু সে বন্ধুর প্রতি অভিমান করছে.....
🎙️আনিসুর রহমান আশরাফী

Address

Noakhali
Noakhali Sadar Upazila
3803

Telephone

+8801978930844

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Mahmudur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Mahmudur Rahman:

Share