Assraf Hossain

Assraf Hossain বিভিন্ন প্রকার মজার ভিডিও ও পোষ্টের মাধ্যমে আপনাদের বিনোদন দেওয়াই আমার পেজ এর মূল লক্ষ।

"Assraf Hossain " পেজ এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার-

🔰- শর্ট ভিডিও ,
🔰- ফানি ভিডিও ,
🔰- কমেডি ভিডিও
🔰- পার্সোনাল ব্লগ ভিডিও ,
🔰-টিক টক ভিডিও ,
🔰- স্নেক ভিডিও ,
🔰-রিলস ভিডিও ,
🔰-পোষ্ট করব।

" Assraf Hossain " পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
❤ ধন্যবাদ সবাইকে ❤

With সখীপুর অনলাইন নিউজ -Tangailnews24 – I just got recognized as one of their top fans! 🎉
26/07/2025

With সখীপুর অনলাইন নিউজ -Tangailnews24 – I just got recognized as one of their top fans! 🎉

26/07/2025

এই দেশের "রাজনীতি" 'শকুনের 'প্রজনন কেন্দ্র,,
"গণতন্ত্রের' 'গর্ভপাত' হয় প্রতিদিন,
নতুন নতুন 'রক্ত খাওয়া 'চোষকের' জন্ম দিয়ে।

এখনো জেগে আছে মাটির নিচে সেই নীরব 'চিৎকার,,
ওপরে শুধু 'রাজনীতির' মেলায় —বিক্রি হয় 'লাশের দাম!
'লাশের নামে চলছে নিলাম,,
'চিৎকারের বাজারদরে, 'ক্ষমতার হাট বসেছে 'নকল শোকের মুদ্রায়!

কে পাবে আয়েন্দা 'শোষণের সুবিধা,,
"একটা দুর্ঘটনা" তো ক্ষমতার চাবি ঘুরানোর,, এইতো সময়,,
"নদীর ভিতর গিলিয়ে দেয়া,, ডুবন্ত সাক্ষীকে,
চুরি হয় 'মৃতদের ভাষা,,
সত্যের 'কফিনে পেরেক মেরে রাখা,, নীরবতা,,
ক্ষুধার্ত 'রাজনীতির' মুখে,, উগরে পড়ে থাকে মিথ্যা 'সান্ত্বনার বর্জ্য'!.. জন্ম থেকে জ্বলছে দেশ!!

নীতি 'বিকৃত এই দেশে,,
একেকটা 'সাংবাদিকের 'জিহ্বা বাঁধা,, 'নেতাদের পার্সেলে,,
চলে 'সেন্সরশিপের জমজমাট নগদ বাণিজ্য!
'দেশ তলিয়ে গেলেও,,
এই দেশ উন্নতি হয় 'লাশের শিল্পকারখানা” গড়ে
'রাষ্ট্রযন্ত্রই চালায় 'মৃত্যুর ফ্যাক্টরি, উৎপাদন বাড়ে শুধু 'লাশের ইউনিটে'!

একবার শুধু,,
এই 'ক্ষমতার হাটের নথিতে ধরাও আগুন,,—
ডাকো সেই সন্তান হারা মাকে,,
দেখবে যে "দাবানল,, 'দাউদাউ করে,,
তাতে ঘি দেয়া,, লক্ষ 'মায়ের চোখের 'জল !!

—————
শোকের মুদ্রায়!
সাজিদুল্লাহ ফরহাদ।

11/07/2025
With অর্ধাঙ্গিনী – I just got recognized as one of their top fans! 🎉
10/07/2025

With অর্ধাঙ্গিনী – I just got recognized as one of their top fans! 🎉

18/03/2025

উগ্র অন্ধ ধর্মানুভূতি বিস্তারের পেছনে কাজ করে দারিদ্র্য, অশিক্ষা, দুর্নীতি ও রাজনীতি। দরিদ্রের শিক্ষালাভের সুযোগ নেই, তাই জ্ঞানের সব এলাকাই তার অজানা; তার জ্ঞানহীন মনের ভেতর প্রতিবেশ সহজেই সংক্রামিত করে অযুক্তি ও অপবিশ্বাস; আর তাতে সে খুঁজে পায় শান্তি ও শক্তি। তার কিছু নেই ব’লে তার সাথে থাকে এক অলৌকিক মহাশক্তি, যা তাকে বাস্তবে কিছু দেয় না, কিন্তু মানসিকভাবে সবল ক’রে রাখে। দুর্নীতি ধর্মের পক্ষে কাজ করে; দুর্নীতিপরায়ণ মানুষেরা নিজেদের অপরাধ ঢেকে রাখার জন্যে জাগিয়ে তোলে ধর্মীয় উগ্রতা। তাই সমাজে যতো দুর্নীতি বাড়ে ততো বাড়ে ধর্ম। রাজনীতিবিদেরাও ব্যবহার করে ধর্মকে; তারা দেখতে পায় ক্ষমতায় যাওয়ার সহজ উপায় ধর্মের উদ্দীপনা সৃষ্টি; তাদের কল্যাণ করতে হয় না মানুষের, বিকাশ ঘটাতে হয় না সমাজের- এগুলো কঠিন কাজ; সবচেয়ে সহজ হচ্ছে ধর্মকে ব্যবহার ক’রে ক্ষমতায় যাওয়া ও থাকা। কিন্তু এতে সমাজ নষ্ট থেকে নষ্টতর হ’তে থাকে, যা এখন ঘটছে বাঙলাদেশে। রাষ্ট্রকে মুক্ত হওয়া দরকার পৌরাণিক আবেগ থেকে, কেননা পৌরাণিক আবেগ গত কয়েক সহস্রকে মানুষের কল্যাণ বিশেষ করে নি, ক্ষতিই করেছে বেশি; এবং আজো ক্ষতি ক’রে চলছে।
---- হুমায়ুন আজাদ

18/03/2025

এ উপন্যাসে ধর্ষিতা ময়না আত্মহত্যা করেনি, অভিযোগ করেনি। সে তার অবৈধ সন্তানটিকে একটি ধারালো দা দিয়ে টুকরো টুকরো করে প্রতিশোধ নিয়েছে।

"বিজ্ঞ দায়রা জজের কোর্টে একদিন তার মামলা ওঠে।
ময়নাকে দাঁড়াতে হয় বিজ্ঞ জজের সামনে।
বিজ্ঞ জজ জিজ্ঞেস করে, তুমি তোমার পোলারে খুন করছ?
ময়না বলে, হ্যাঁ, করছি।
জজ চমকে ওঠে, সে এই ভাষা ও কণ্ঠস্বর শুনবে বলে আশা করেনি।
বিজ্ঞ জজ জিজ্ঞেস করে, ক্যান খুন করছ?
ময়না বলে, সে জাউরা ছিল।
বিজ্ঞ জজ বলে, জাউরা আছিল? এই কতার কি মানে?
ময়না বলে, পাটক্ষেতে চারটা শুয়োর তাকে এক বিকেলে ধর্ষণ করেছিল। তার ফলে ঐ বাচ্চাটা হয়েছিল। সে শুয়োরগুলোকে খুন করতে পারেনি, তাই শুয়োরের বাচ্চাটিকে টুকরো টুকরো করেছে।
বিজ্ঞ জজ বলে, তুমি অই রেপিস্টগো বিরুদ্দে মামলা করো নাই?
ময়না বলে, না, করি নাই।
বিজ্ঞ জজ বলে, তুমি তাগো চিনতে পারছিলা?
ময়না বলে, হ, চিনতে পারছিলাম
জজ বলে, তাইলে মামলা করো নাই ক্যা?
ময়না বলে, মামলা কইরা কি অইবো? এই হুয়রের দ্যাশে হুয়োরগো বিরুদ্দে মামলা কইরা কি অইবো?
বিজ্ঞ জজ বলে, তুমি এইডা কি কইতে আছ?
ময়না বলে, জজ সাব আপনে কি জানেন আমারে থানায় আইন্যা চাইর দিন ওসি আর দারোগাপুলিশে ধর্ষণ করছে?
বিজ্ঞ জজ বলে, তুমি কও কি?
ময়না বলে, আহেন, আপনেও আমারে ধর্ষণ করেন। আহেন আপনে আমারে পাটখ্যাতে হালাইয়া ধর্ষণ করেন"..
"ময়না বলে, আহেন দ্যাশের সব উকিল, মুক্তার, পুলিশ, দারোগা, মৌলবি, মওলানা, চেয়ারম্যান, মেম্বর, এমপি, প্রেসিডেন্ট আমারে ধর্ষণ করেন; আমারে পাটখ্যাতে হালাইয়া ধর্ষণ করেন; আহেন আমার প্যাড জাউরায় ভইরা দ্যান; আহেন জাউরাগো দ্যাশটারে আমি জাউরায় ভইরা দেই...
ময়না আর কথা বলতে পারে না। সে কাঠগড়ায় লুটিয়ে পড়ে।"

--- হুমায়ুন আজাদ

18/03/2025

আপনার জীবনকে রূপান্তরিত করুন 7 টি ধাপে সদগুরুর সাথেরেজিস্টার করুন: https://sadhguru.org/ie-bnসদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী, জ....

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
18/03/2025

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

ছিদ্দিক মুন্সীর বাড়ি, চর যাত্রা, এলাহী বাজার. কোম্পানি গন্জ
Noakhali Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Assraf Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share