দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor

দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor প্রকাশক,সম্পাদক গুলজার হোসেন সৈকত,নিউজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ
০১৭১১৫৭৭৭০০,dailychatKhilkhabar.com

সম্পাদক ও প্রকাশকঃ হোসেন সৈকত, সহ-সাধারণ সম্পাদক, চাটখিল প্রেসক্লাব, নোয়াখালী। মোবাইলঃ +৮৮ ০১৭১১ ৫৭৭৭০০, ইমেইলঃ [email protected]

চাটখিলে প্রবাসীর জায়গা জবর দখলের অভিযোগ চাটখিল প্রতিনিধিঃচাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের জোগার বাড়...
07/09/2025

চাটখিলে প্রবাসীর জায়গা জবর দখলের অভিযোগ

চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের জোগার বাড়ির প্রবাসী শাহিন হোসেনের ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক জবর দখলের অভিযোগ পাওয়া গেছে, এ বিষয়ে প্রবাসীর স্ত্রী মর্জিনা আক্তার (৩৫) একই বাড়ির ওমর ফারুক জাজু (৬০) ফেরদৌসী আক্তার ঝর্না (৪০) রাকিব হোসেন (৩৫) এর বিরুদ্ধে প্রবাসীর জায়গায় থাকা গাছ-গাছড়া কেটে, টিউবওয়েল টয়লেট ভাঙচুর করে ওই জায়গায় দেওয়াল নির্মাণের অভিযোগ এনে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, শাহিন প্রবাসে থাকায় অভিযুক্তরা তার স্ত্রী মর্জিনা আক্তার ও ছোট ছোট শিশু বাচ্চাদের উপরে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকালে অভিযুক্তরা এক যোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহিনের ভোগ দখলীয় বসত ঘরের পাশে কতগুলো গাছ কেটে রান্নাঘর, টিউবওয়েল, টয়লেট ও হাঁস মুরগির ঘর ভাঙচুর করে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এবং ওই স্থানে জোরপূর্বক দেওয়াল নির্মাণ করে। এ সময় শাহিনের স্ত্রী এগিয়ে এলে অভিযুক্তরা তাকে বিভিন্ন গালমন্দ করে ভয় ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী মর্জিনা আক্তার।

এ বিষয়ে চাটখিল থানার এসআই তদন্তকারী কর্মকর্তা অলি উল্লাহর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনাইমুড়ীতে  যুবক আটক : পুলিশের দাবি পেশাদার ডাকাত সোনাইমুড়ী প্রতিনিধিঃনোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ; হাতঘড়ি, বেসলাইট,...
29/08/2025

সোনাইমুড়ীতে যুবক আটক : পুলিশের দাবি পেশাদার ডাকাত

সোনাইমুড়ী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ; হাতঘড়ি, বেসলাইট, দুটি মোবাইল ফোন, একটি টি-শার্ট ও নগদ ২ হাজার টাকাসহ এক যুবককে আটক করে পেশাদার ডাকাত দাবি করছে। আটককৃত আমিনুল ইসলাম (২৫) নারায়নগঞ্জের আড়াইহাজার থানাধানী মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া ভূঁইয়া বাড়ির বাতেন ভূঁইয়ার ছেলে। সোনাইমড়ী থানায় দায়েরকৃত ডাকাতি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোনাইমুড়ী থানার ‍ওসি মোহাম্মদ মোরশেদ আলমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমিনুলকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়নগঞ্জের আড়াই হাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, তিনি সোনাইমুড়ী থানায় যোগদান করেছেন কিছুদিন আগে। তার বিরুদ্ধে আর কোন মামালা আছে কিনা তার জানা নেই।

অল্পের জন্য প্রাণে বাঁচল ৮০ জন বাস যাত্রীসোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর সোনাইমুড়ীতে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটন...
29/08/2025

অল্পের জন্য প্রাণে বাঁচল ৮০ জন বাস যাত্রী

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মাইজদী সোনাপুর- রামগঞ্জ রুটে চলাচলকারী যাত্রী বোঝাই জননী পরিবহনের একটি বাসের যাত্রীরা।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার নদনা পাঁচবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাইজদী থেকে ছেড়ে আসা দ্রুতগতির জননী পরিবহনের যাত্রীবাহী বাসটি ব্রেক ফেল করে। এ সময় চালক দক্ষতার সাথে বাসটি রাস্তার পাশে ক্ষেতে নামিয়ে দেন। এতে বাসটিতে থাকা প্রায় ৮০ থেকে ৯০ জন যাত্রী ছিলেন।

বাস যাত্রী আমেনা বেগম জানান, বাসের ভেতর কেউ আহত না হলেও এ সময় যাত্রীদের মাঝে ভয় ও আতংক ছড়িয়ে পড়ে। একটা বড় ধরনের বিপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করেছেন ।
এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলমের সাথে কথা বললে তিনি বলেন ভবিষ্যতে যেন এ ধরনের দূরঘটনা না ঘটে, সেজন্য বাস মালিকদের গাড়ির যান্ত্রিক ত্রুটি নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন।

১৯ দফায় শুরু ৩১ দফায় মুক্তি ও সুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিগত গৌরবময় সাফল্যের মত ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্...
29/08/2025

১৯ দফায় শুরু ৩১ দফায় মুক্তি ও সুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিগত গৌরবময় সাফল্যের মত ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক।
সৌজন্যেঃ
মিজানুর রহমান চৌধুরী টুলু
আহবায়ক পদপ্রার্থী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি)
চাটখিল পৌরসভা।

27/08/2025

চাটখিলে মোটর সাইকেল দুর্ঘটনায় ১জনের মৃত্যু,গুরুতর আহত ২জন

চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল পৌর শহরের ১১নং পোলের পাশে স-মিলের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে মোটর সাইকেল দুর্ঘটনায় চালকসহ তিনজন গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসা'র জন্য দুজনকে ঢাকা ও একজনকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নাছির উদ্দিন (৫০) আজ বুধবার দুপুরে মারা যায়। অপর দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে শ্রমিক নাছির উদ্দিন ও তার ভায়েরা মোঃ আবুল হোসেন গাছ নিয়ে স-মিলে আসে। মিলের সামনে তারা রাস্তায় দাঁড়ানো অবস্থায় বেপরোয়া গতিতে মোটর সাইকেলটি তাদেরকে ধাক্কা দিলে তারা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় চালক মোঃ হাবিব (১৮) ও গুরুতর আহত হয়। গুরুতর আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নাছির উদ্দিন আজ বুধবার দুপুরে মারা যায়। নাছির চাটখিল পৌরসভার পূর্ব গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। আহত আবুল হোসেন পূর্ব গোবিন্দপুর ভূইয়া বাড়ির বাসিন্দা। চালক মোঃ হাবিব বদলকোট হাজি বাড়ির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে।

চাটখিলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন চাটখিল প্রতিনিধিঃনোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন কর্তৃক বৃহস্পত...
22/08/2025

চাটখিলে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন কর্তৃক বৃহস্পতিবার দুপুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এক সংবর্ধনা সভা চাটখিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসলিমুন নেছা।

বিশেষ অতিথি ছিলেন চাটখিল পাঁচগাঁও মাহাবুব সরকারি কলেজের অধ্যক্ষ মো. শওকত আলী ফারুকী, চাটখিল থানার ওসি মুহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডি'র কেন্দ্রীয় নেতা ও চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, বিএনপি নেতা আহসানুল হক মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাটখিল উপজেলা আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল কামিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সেলিমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সভা পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার আলী হোসেন।

06/08/2025

নোয়াখালীর পূর্ব চন্দ্রগঞ্জের জগদিশপুরের আগে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে, এদের মধ্যে ৩ জন নারী ও ৪ জন শিশু, বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিল তারা ঢাকা বিমানবন্দর থেকে তাদের এক নিকট আত্মীয়কে আনতে গিয়েছিলেন বলে জানা যায়।

21/07/2025

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা( নির্বাহী ম্যাজিস্ট্রেট) মিজানুর রহমানের নেতৃত্বে চাটখিল পৌর শহরে বিভিন্ন মিষ্টির দোকান ও হোটেলে অভিযান পরিচালনা করা হয়, এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ করার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

14/07/2025

চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা বাজারের পাশের খালে এক অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে, প্রশাসন উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

চাটখিল প্রেসক্লাবে সাবেক এমপি বিএনপি নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময় চাটখিল প্রতিনিধিঃনোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমি...
12/07/2025

চাটখিল প্রেসক্লাবে সাবেক এমপি বিএনপি নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময়

চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক এমপি এডভোকেট সালাহ উদ্দিন কামরান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী -১ ( চাটখিল ও সোনাইমুড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি আজ (১২ জুলাই) শনিবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই ঘোষণা দেন।

এডভোকেট সালাহ উদ্দিন কামরান বলেন ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার দায়িত্ব পালন কালে চাটখিলের রাস্তা ঘাট উন্নয়ন, চাটখিল মহিলা কলেজ, সোমপাড়া কলেজ প্রতিষ্ঠা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

চাটখিল পৌর সভা প্রতিষ্ঠা, গ্যাস সংযোগ, পল্লী অঞ্চলে বিদ্যুতায়ন, সন্ত্রাস দমন, চাটখিল সরকারি হাসপাতাল সম্প্রসারণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিবরণ তুলে ধরেন।

তিনি আশাবাদী বিএনপি থেকে মনোনয়ন পেলে তিনি নির্বাচিত হবেন। তিনি তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নোয়াখালী -১ আসনের জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাবেন। সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করবেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করবেন। তিনি আরো বলেন নির্বাচিত হলে, দুর্নীতি , অনিয়ম দুর করে একটি সুশিক্ষিত সমাজ গড়ে তুলবেন। মতবিনিময় কালে তার সাথে বিএনপি নেতা মিজানুর রহমান টুলু , শামছুদৌহা, সৈয়দ সাইফুল আলম শিমুল, যুবদল নেতা মোঃ ইউসুফ, মোঃ সুমন, জাসাস নেতা বেলাল শাহ, শ্রমিক দল নেতা মাসুদ আলম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, ভারঃ সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সিনিয়র সাংবাদিক সার্জেন্ট (অবঃ)দ্বীন মোহাম্মদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জসিম মাহমুদ, মনির হোসেন বিএসসি, রহমত উল্লাহ, মামুন চৌধুরী গোলাম সারোয়ার জুয়েল, সাইফুল ইসলাম বাবর ইলিয়াস কাঞ্চন, আলমগীর হোসেন হিরো প্রমূখ

উল্লেখ্য এডভোকেট সালাহ উদ্দিন কামরান চাটখিলে এমপি থাকাকালীন সময়ে দুর্নীতিমুক্ত থেকে তার কার্যক্রম পরিচালনা করেছেন বলে এলাকায় তার সুনাম রয়েছে।

11/07/2025

চাটখিল সরকারি হাসপাতাল থেকে প্রতি নিয়ত অত্যাবশ্যকীয় অতি মূল্যবান ওষুধগুলো পাচার হয়ে যাচ্ছে, অথচ ভর্তি রুগী এবং আউট ডোর রোগীরা গেলে বলে ওষুধ নাই। হাসপাতালের প্রধান হিসেবে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোস্তাক আহমাদের প্রত্যক্ষ মদদে আউটসোর্সিং স্টাফ আবুল কালাম সহ অন্যরা এ ওষুধ পাচার কাজের সাথে জড়িত। অবিলম্বেদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।

08/07/2025

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় আজ সকালে গাড়ির চাকা রিপেয়ার করার সময় বাষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু ঘটে।

Address

Chatkhil
Noakhali Sadar Upazila
3870

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor:

Share