দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor

দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor প্রকাশক,সম্পাদক গুলজার হোসেন সৈকত,নিউজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ
০১৭১১৫৭৭৭০০,dailychatKhilkhabar.com

সম্পাদক ও প্রকাশকঃ হোসেন সৈকত, সহ-সাধারণ সম্পাদক, চাটখিল প্রেসক্লাব, নোয়াখালী। মোবাইলঃ +৮৮ ০১৭১১ ৫৭৭৭০০, ইমেইলঃ [email protected]

হাতিয়ায় দলীয় টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন তিনবারের সাবেক সাংসদ স্বামী-স্ত্রীহাতিয়া প্রতিনিধিঃনোয়াখালী-৬ (হাতি...
30/12/2025

হাতিয়ায় দলীয় টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন তিনবারের সাবেক সাংসদ স্বামী-স্ত্রী

হাতিয়া প্রতিনিধিঃ
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের তিনবারের সাবেক সাংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত দলীয় টিকিট পাননি তিনি।
দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর মোহাম্মদ ফজলুল আজিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। একইসঙ্গে তার স্ত্রী শামীমা আজিমও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তাদের পক্ষে নেতাকর্মীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
স্বামী–স্ত্রীর একসঙ্গে নির্বাচনী মাঠে নামাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
জানা গেছে, নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আবদুল হান্নান মাসউদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো. মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ ফজলুল আজিম, শামীমা আজিম, তানভীর উদ্দিন রাজিব, মুহাম্মদ নুরুল আমীন।

এ ছাড়া, জাতীয় পার্টি (জাপা) থেকে এ. টি. এম নবী উল্যাহ, নাছিম উদ্দিন মো. বায়েজীদ। অন্যান্য দলের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মোহাম্মদ আবদুল মোতালেব, গণঅধিকার পরিষদের মোহাম্মদ আজহার উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোহাম্মদ আবুল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই পরিবার থেকে একাধিক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণ ভোটের হিসাবকে জটিল করে তুলতে পারে। এতে ভোট বিভাজনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠছে।
স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এমন পদক্ষেপ দলীয় রাজনীতিতে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে ফজলুল আজিমের ঘনিষ্ঠদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকায় জনগণের ওপর আস্থা রেখেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

মো. রাশেদুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, নোয়াখালী–৬ (হাতিয়া) আসনে এবারের নির্বাচন বহুমাত্রিক ও আলোচিত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা বেশ কঠিন হবে।
এদিকে একাধিক নেতাকর্মী বলেন, হাতিয়ার রাজনীতিতে ফজলুল আজিমের উল্লেখযোগ্য অবদান রয়েছে। হাতিয়ার উন্নয়নে তার ভূমিকা রয়েছে এবং স্থানীয়ভাবে তার সমর্থন এখনও শক্ত অবস্থানে আছে। তবে তিনি শারীরিকভাবে ফিট না, তা ছাড়া তার ঋণ খেলাপি রয়েছে। সম্ভবত তার প্রার্থীতা বাতিল হতে পারে সেজন্য তিনি স্ত্রীকেও প্রার্থী করেছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিমের সাথে কথা বললে তিনি জানান, আমি ১৯৯০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করি। এরপর তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছি। এর মধ্যে দুইবার ধানের শীষ প্রতীক নিয়ে এবং একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে। দীর্ঘ ৩৫ বছর ধরে ধানের শীষের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও এবার আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। তবুও আমি আশাবাদী, দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষ আমাকে শেষবারের মতো নির্বাচিত করে সংসদে পাঠাবেন। আমি সংসদে গিয়ে দ্বীপ হাতিয়ার মানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায্য দাবিগুলো দৃঢ়ভাবে তুলে ধরতে চাই। একইসঙ্গে এই আসনটি বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের কাছে উপহার দিতে চাই।
আরেক স্বতন্ত্র প্রার্থী তার স্ত্রী শামীমা আজিম বলেন, যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতি করেছেন এবং নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন, তারাই আজ ধানের শীষের প্রার্থী হয়ে মাঠে নেমেছেন এবং তাদের পক্ষে কাজ করছেন—এটি অত্যন্ত দুঃখজনক। আমার স্বামী এই সংসদীয় এলাকার ধানের শীষের আন্দোলন ও রাজনীতির একজন প্রধান সংগঠক ও কান্ডারী ছিলেন। তাকে সহযোগিতা করতেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। আমরা আশাবাদী, হাতিয়ার মানুষ বিভ্রান্তি ও ছদ্মবেশী রাজনীতির বেড়াজাল ভেঙে ঐক্যবদ্ধ হবেন এবং নিজেদের প্রকৃত, পরীক্ষিত ও ত্যাগী নেতাকে চিনে নেবেন।

নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নোয়াখালীর ছয়টি আসনে ৮৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৬২ জন প্রার্থী। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন মওদুদ আহমদের স্ত্রীনোয়াখালী প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদ নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্...
30/12/2025

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন মওদুদ আহমদের স্ত্রী

নোয়াখালী প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে দলের মনোনয়ন না পেয়ে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদদীন মওদুদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান নাহিদের মাধ্যমে কোম্পানীগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসনা জসীম উদদীন মওদুদ পল্লীকবি জসীম উদদীনের মেয়ে। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে স্বামী ব্যরিস্টার মওদুদ আহমদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।
এবার এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ব্যবসায়ী মো. ফখরুল ইসলাম। তিনিও একইদিন বিএনপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সন্ধ্যায় হাসনা জসীম উদদীন মওদুদ নিজের ফেসবুকে লেখেন- আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি নোয়াখালী-৫ হতে দলীয়ভাবে বিএনপির একজন প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা করেছি। যেখানে আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার সেবা করেছি। আওয়ামী লীগের প্রতিহিংসার কারণে ২০১৭ সাল থেকে আমি আমার বাড়ি হারিয়েছি; কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে, দলীয় মনোনয়নপত্র ছাড়া দলীয়ভাবে কারও মনোনয়ন জমা নেওয়া হবে না। এটা শুনে আমি অনেক আশাহত হয়েছি। তাই বাধ্য হয়ে আমি স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করলাম। আমি আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

নোয়াখালী-৫ আসনে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় পার্টি মনোনীত ব্যারিস্টার খাজা তানভীর আহাম্মদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মোহাম্মদ শামছুদ্দোহা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত কামাল উদ্দিন পাটোয়ারী, স্বতন্ত্র (বিএনপি সমর্থিত) হাসনা জসীম উদদীন মওদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আবু নাছের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মুন তাহার বেগম, স্বতন্ত্র ওমর আলী, মুহাম্মদ ইউনুছ, মোহাম্মদ নওশাদ, জনতার দল শওকত হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মোহাম্মদ আনিছুল হক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ তৌহিদুল ইসলাম, খেলাফত মজলিস আলী আহমদ।

বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোরে ফজরের পর পরই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও...
30/12/2025

বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোরে ফজরের পর পরই ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তার জন্য দোয়া করছি এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসন হতে  ইসলামী আন্দোলনের  মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব জহিরুল ইসলাম। একটি নির্ভরযোগ্য সুত্র থে...
29/12/2025

নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসন হতে ইসলামী আন্দোলনের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব জহিরুল ইসলাম। একটি নির্ভরযোগ্য সুত্র থেকে জানা গেছে, সমমনা জোটের মনোনয়ন ও তিনি পেতে যাচ্ছেন।

চাটখিল প্রেসক্লাবের কমিটি গঠিত সভাপতি হাবিব, সাধারণ সম্পাদক সৈকত চাটখিল প্রতিনিধিঃনোয়াখালীর ঐতিহ্যবাহী চাটখিল প্রেসক্লা...
27/12/2025

চাটখিল প্রেসক্লাবের কমিটি গঠিত সভাপতি হাবিব, সাধারণ সম্পাদক সৈকত

চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর ঐতিহ্যবাহী চাটখিল প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা আজ শনিবার দুপুরে চাটখিল প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভায় ঐতিহ্যবাহী চাটখিল প্রেসক্লাবের সুনাম অক্ষুন্ন রাখা উন্নয়ন ও অগ্রগতি সম্পর্ক বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২৭ ইং সালের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হচ্ছেন, সভাপতি মোঃ হাবিবুর রহমান( দৈনিক সংবাদ), সহ-সভাপতি জসিম মাহামুদ(দৈনিক কালের কন্ঠ), সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত(দৈনিক সমকাল), সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ রহমত উল্লাহ(দৈনিক দিনকাল), অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন(দৈনিক খবর),দপ্তর সম্পাদক আসদুল্লাহ গালিব রুবেল(দৈনিক জনকণ্ঠ) কার্যকরী কমিটির সদস্যরা হলেন দ্বীন মোহাম্মদ(দৈনিক স্বাধীন মত),মামুন হোসেন(দৈনিক মানব জমিন),সাঈদ মোহাম্মদ তুষার(দৈনিক স্বদেশ প্রতিদিন)।
সভা শেষে সভার সভাপতি মোঃ হাবিবুর রহমান উপস্থিত সাংবাদিকদের নিকট কৃতজ্ঞতা জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের সবার সহযোগিতা কামনা করেন।

হাতিয়ায় রণক্ষেত্র: ২ দিন পর মিলল নিখোঁজ কোপা শামসুর লাশ, মোট মৃত্যু ৬হাতিয়া প্রতিনিধিঃনোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে ...
26/12/2025

হাতিয়ায় রণক্ষেত্র: ২ দিন পর মিলল নিখোঁজ কোপা শামসুর লাশ, মোট মৃত্যু ৬

হাতিয়া প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা ‘জাগলার চর’ দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিখোঁজ শামছু প্রধানের (৫৮) লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে এই সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শামসুদ্দিন ওরফে শামছু উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ওই চরের নিয়ন্ত্রণ নিয়ে শামছু গ্রুপ ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলি হয়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলে ঘটনাস্থলেই আলাউদ্দিনসহ ৫ জন নিহত হন এবং আহত হন অন্তত ৭-৮ জন। ওই দিনের পর থেকেই শামছু প্রধান নিখোঁজ ছিলেন। ঘটনার দুই দিন পর আজ বনের ভেতর তার মরদেহের সন্ধান মেলে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নিহত শামছুর ভাই আবুল বাশার বাদী হয়ে হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। মামলা নং-২১।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘নিখোঁজ শামছু প্রধানের লাশ বনের ভেতর পড়ে থাকার খবর পেয়েছি। আমরা দ্রুত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ চলমান রয়েছে।’

হাতিয়ায় চর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৫নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে চর দখলকে কেন্দ্র ক...
23/12/2025

হাতিয়ায় চর দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৫

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে জাগলার চর এলাকায় এ সংঘর্ষ শুরু হয়।
নিহতদের মধ্যে আলাউদ্দিন নামে একজনের নামপরিচয় জানা গেছে। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। নিহত অন্য চারজনের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, চরের খাসজমি দখলকে কেন্দ্র করে সকালে জাগলার চর এলাকায় সামছুদ্দিন গ্রুপ ও আলাউদ্দিন গ্রুপ সংঘর্ষে জড়ায়। দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আলাউদ্দিন সহ পাঁচজন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ নোয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, জাগলার চরের জমি এখন পর্যন্ত সরকারিভাবে কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ সুযোগে গত ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী ওই চরের বেশ কিছু জমি বিক্রি করে। পরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ওই জমির দখল নিতে মরিয়া হয়ে ওঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। উভয় পক্ষ আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালাতে থাকে।

অভিযোগ রয়েছে, চর দখলের সঙ্গে যুক্ত ডাকাত আলাউদ্দিনের সঙ্গে সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম ও আওয়ামিলীগ নেতা নিজাম মেম্বার ও বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠতা রয়েছে। তাদের সহযোগিতায় কোপা সামছু বাহিনীকে চর থেকে বিতাড়িত করে জমির দখল নিতে আলাউদ্দিন বাহিনীর সঙ্গে আঁতাত করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে আলাউদ্দিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর চারজনের মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

স্থানীয়দের ধারণা, জাগলার চরে সংঘর্ষে তিন বাহিনী— ফরিদ কমান্ডার, শামসু বাহিনী এবং আলাউদ্দিন বাহিনী মুখোমুখি হয়ে গুলি চালিয়েছে। এতে সামসু বাহিনীর প্রধান এবং আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন নিহত হয়েছেন। তবে ফরিদ ডাকাত তার বাহিনী নিয়ে পালিয়ে গেছে।
বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই চর এলাকায় উশৃঙ্খলা বিরাজ করছে। সংঘর্ষের সময়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাহিনীগুলো এখান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দা হাছান উদ্দিনের সথে কথা বলে জানা যায়, চর নিয়ে চলমান দ্বন্দ্বে তিন বাহিনী— ফরিদ কমান্ডার, শামসু বাহিনী এবং আলাউদ্দিন বাহিনী মুখোমুখি হয়ে গোলাগুলিতে জড়ায়। এতে সামসু বাহিনীর প্রধান সামসুদ্দিন ও আলাউদ্দিন বাহিনীর প্রধান আলাউদ্দিন নিহত হয়েছেন। তবে ফরিদ ডাকাত তার বাহিনী নিয়ে পালিয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই চর এলাকায় উশৃঙ্খলা বিরাজ করছে। বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাহিনীগুলো এখানে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নোয়াখালী জেনারেল হাসপাতালে একটি মরদেহ রাখা আছে, চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চলের কারণে পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

চাটখিলে নিজের পিকাপের নিচে চা'পা পড়ে চালকের মৃত্যু চাটখিল প্রতিনিধিঃনোয়াখালী চাটখিলে নিজের পিকাপের নিচে  চা'পা পড়ে এক ...
23/12/2025

চাটখিলে নিজের পিকাপের নিচে চা'পা পড়ে চালকের মৃত্যু

চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী চাটখিলে নিজের পিকাপের নিচে চা'পা পড়ে এক চালকের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের বারাই বাড়ির ব্রিজ সংলগ্ন স্থানে। নিহত রবিউল ইসলাম (২৫) ছয়ানী টবগা (ছাড়া মােল্লা) বাড়ির লোকমান হোসেনের ছেলে, সে জামায়াতে ইসলামী রাজনীতির সাথে একজন সক্রিয় কর্মী হিসেবে জড়িত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম মঙ্গলবার দুপুরে বারাই বাড়ি ব্রিজ সংলগ্ন স্থানে নিজের পিক- আপ গাড়িটি চালু রেখে নিচে নেমে আসে। এর কিছুক্ষণ পর দাঁড়িয়ে থাকা পিক-আপটি ব্রিজ থেকে নিচের দিকে নামতে দেখে রবিউল গাড়ির সামনে গিয়ে ধাক্কা দিয়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে গাড়ির নিচে চা'পা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুবল পাল তাকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা গ্রেফতারহাতিয়া প্রতিনিধিঃনোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এ...
22/12/2025

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

হাতিয়া প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নন্দরোড বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম ইসরাত রায়হান অমি (২৭)। তিনি হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল হান্নান মাসউদকে ফেসবুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির ঘটনায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। হান্নান মাসউদের চাচা ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ এই জিডিটি করেন।

জিডিতে মোট সাতজনের নাম উল্লেখ করে বলা হয়, বিবাদীরা বিভিন্ন সময় নানা কৌশলে আব্দুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের হত্যার হুমকি দিয়ে আসছে। এতে আশঙ্কা প্রকাশ করা হয় যে, বিবাদীরা যেকোনো সময় বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে। এ ঘটনায় গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া থানার প্রধান ফটকের সামনে বিক্ষুব্ধ জনতা সমবেত হয়ে হুমকিদাতাদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশ - বিদেশে সামাজিক ও মানবিক কল্যাণে বিশেষ অবদান রাখায় আলহাজ্ব জহিরুল ইসলাম কে চাটখিল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প...
20/12/2025

দেশ - বিদেশে সামাজিক ও মানবিক কল্যাণে বিশেষ অবদান রাখায় আলহাজ্ব জহিরুল ইসলাম কে চাটখিল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান

চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালীর ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক সি আই পি আলহাজ্ব জহিরুল ইসলাম চাটখিল - সোনাইমুড়ী তথা নোয়াখালীর এবং দেশ - বিদেশে সামাজিক উন্নয়নে ও মানবিক কল্যাণে বিশেষ অবদান রাখায় চাটখিল প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আজ শনিবার ( ২০ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলহাজ্ব জহিরুল ইসলাম তার বক্তব্যে বলেন - ওনাকে সম্মাননা প্রদান করায় সাংবাদিকদের নিকট তিনি কৃতজ্ঞ। তিনি আরো বলেন দেশ-জাতির কল্যাণে সাংবাদিকরা বিশেষ ভূমিকা রেখেছেন। আমাদের ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে নোয়াখালী সহ বিশ্বের কয়েকটি দেশে সামাজিক ও মানবিক কল্যাণে কাজ করে আসছেন। এছাড়া তিনি বলেন তার নিজ এলাকার জনগণের অনুরোধে তিনি আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার আশ্বাস পোষণ করেন। নোয়াখালী বিভাগ বাস্তবায়নে আন্দোলনে তার ভূমিকা অপরিসীম। তিনি সবার উদ্দেশ্যে বলেন,তিনি যদি সুযোগ পান আরও বড় পরিসরে এলাকাসহ দেশবাসীর উন্নয়নে ভূমিকা রাখার আশ্বাস পোষণ করেন।
প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক জসিম মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Address

Chatkhil
Noakhali Sadar Upazila
3870

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor:

Share