দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor

  • Home
  • দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor

দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor প্রকাশক,সম্পাদক গুলজার হোসেন সৈকত,নিউজ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ
০১৭১১৫৭৭৭০০,dailychatKhilkhabar.com

সম্পাদক ও প্রকাশকঃ হোসেন সৈকত, সহ-সাধারণ সম্পাদক, চাটখিল প্রেসক্লাব, নোয়াখালী। মোবাইলঃ +৮৮ ০১৭১১ ৫৭৭৭০০, ইমেইলঃ [email protected]

14/07/2025

চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা বাজারের পাশের খালে এক অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে, প্রশাসন উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

চাটখিল প্রেসক্লাবে সাবেক এমপি বিএনপি নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময় চাটখিল প্রতিনিধিঃনোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমি...
12/07/2025

চাটখিল প্রেসক্লাবে সাবেক এমপি বিএনপি নেতার সাংবাদিকদের সাথে মতবিনিময়

চাটখিল প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক এমপি এডভোকেট সালাহ উদ্দিন কামরান আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী -১ ( চাটখিল ও সোনাইমুড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি আজ (১২ জুলাই) শনিবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই ঘোষণা দেন।

এডভোকেট সালাহ উদ্দিন কামরান বলেন ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার দায়িত্ব পালন কালে চাটখিলের রাস্তা ঘাট উন্নয়ন, চাটখিল মহিলা কলেজ, সোমপাড়া কলেজ প্রতিষ্ঠা সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

চাটখিল পৌর সভা প্রতিষ্ঠা, গ্যাস সংযোগ, পল্লী অঞ্চলে বিদ্যুতায়ন, সন্ত্রাস দমন, চাটখিল সরকারি হাসপাতাল সম্প্রসারণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের বিবরণ তুলে ধরেন।

তিনি আশাবাদী বিএনপি থেকে মনোনয়ন পেলে তিনি নির্বাচিত হবেন। তিনি তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নোয়াখালী -১ আসনের জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাবেন। সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ করবেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করবেন। তিনি আরো বলেন নির্বাচিত হলে, দুর্নীতি , অনিয়ম দুর করে একটি সুশিক্ষিত সমাজ গড়ে তুলবেন। মতবিনিময় কালে তার সাথে বিএনপি নেতা মিজানুর রহমান টুলু , শামছুদৌহা, সৈয়দ সাইফুল আলম শিমুল, যুবদল নেতা মোঃ ইউসুফ, মোঃ সুমন, জাসাস নেতা বেলাল শাহ, শ্রমিক দল নেতা মাসুদ আলম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, ভারঃ সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সিনিয়র সাংবাদিক সার্জেন্ট (অবঃ)দ্বীন মোহাম্মদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক জসিম মাহমুদ, মনির হোসেন বিএসসি, রহমত উল্লাহ, মামুন চৌধুরী গোলাম সারোয়ার জুয়েল, সাইফুল ইসলাম বাবর ইলিয়াস কাঞ্চন, আলমগীর হোসেন হিরো প্রমূখ

উল্লেখ্য এডভোকেট সালাহ উদ্দিন কামরান চাটখিলে এমপি থাকাকালীন সময়ে দুর্নীতিমুক্ত থেকে তার কার্যক্রম পরিচালনা করেছেন বলে এলাকায় তার সুনাম রয়েছে।

11/07/2025

চাটখিল সরকারি হাসপাতাল থেকে প্রতি নিয়ত অত্যাবশ্যকীয় অতি মূল্যবান ওষুধগুলো পাচার হয়ে যাচ্ছে, অথচ ভর্তি রুগী এবং আউট ডোর রোগীরা গেলে বলে ওষুধ নাই। হাসপাতালের প্রধান হিসেবে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার মোস্তাক আহমাদের প্রত্যক্ষ মদদে আউটসোর্সিং স্টাফ আবুল কালাম সহ অন্যরা এ ওষুধ পাচার কাজের সাথে জড়িত। অবিলম্বেদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।

08/07/2025

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় আজ সকালে গাড়ির চাকা রিপেয়ার করার সময় বাষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু ঘটে।

চাটখিলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা চাটখিল প্রতিনিধিঃচাটখিলে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয...
06/07/2025

চাটখিলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

চাটখিল প্রতিনিধিঃ
চাটখিলে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে রোববার ( ৬ জুলাই) সকালে চাটখিল প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা টি পরিচালনা করেন (ভারঃ) সাধারন সম্পাদক গুলজার হোসেন সৈকত।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক দ্বীন মোহাম্মদ, প্রভাষক জসিম মাহমুদ, প্রধান শিক্ষক মনির হোসেন , মোজাম্মেল হক লিটন ও রফিকুজ্জামান প্রমূখ, বক্তারা বলেন ৫ আগস্ট এর পর থেকে এ পর্যন্ত চাটখিলে আটজন সাংবাদিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এসব ব্যাপারে প্রশাসনে অভিযোগ করেও তেমন কোন লাভ হচ্ছে না।

ক্ষতিগ্রস্থ সাংবাদিকরা হচ্ছেন তালতলা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আশেক এলাহী, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন', সম্পাদক নূর আলম, খালেদ হোসেন জুয়েল, মোজাম্মেল হক লিটন, রুবেল হোসেন, আলমগীর হোসেন হিরু ও রফিকুজ্জামান।
বক্তারা সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
পাশাপশি হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন।

27/06/2025

চাটখিল উপজেলার হালিমা দিঘীরপাড় মোস্তান নগর হালিমাতুস সাদিয়া (রা.) মহিলা (কাওমি) মাদ্রসার এক শিক্ষক কতৃক ১১ বছরের এক ছাত্রীকে শ্রীলতা হানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে চাটখিল থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত আসছে।

যৌথ বাহিনী গতকাল রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে ২ নং রামনারায়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল হোসেনকে তার নিজ এলাকা থেকে ...
24/06/2025

যৌথ বাহিনী গতকাল রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে ২ নং রামনারায়পুর ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল হোসেনকে তার নিজ এলাকা থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করেছে, এ বিষয়ে বিস্তারিত আসছে.....

সোনাইমুড়িতে নিখোঁজের ২দিন পর ব্যক্তির লাশ মিলল পুকুরেসোনাইমুড়ী প্রতিনিধিঃনোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাও ইউনিয়নে নিখ...
23/06/2025

সোনাইমুড়িতে নিখোঁজের ২দিন পর ব্যক্তির লাশ মিলল পুকুরে

সোনাইমুড়ী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারগাও ইউনিয়নে নিখোঁজের দু’দিন পর কামরুল হুদা (৪০) নামে এক ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) বিকেল ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরুল হুদা মোল্লাপাড়া গ্রামের সামছুল হক মোল্লা বাড়ির মৃত গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে কামরুল হুদার সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২০ জুন কামরুল হুদা সকালে বাড়ির থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন নিকট আত্মীয় স্বজনসহ সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় গত শনিবার রাতে তার মা মফিজা খাতুন সোনাইমুড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
রোববার বিকেলে স্থানীয় লোকজন বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের মধ্যে কামরুল হুদার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, নিহতের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা করা হয়েছে। যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেখানে পানিতে ডুবে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেখানে সর্বোচ্চ কোমর পরিমাণ পানি হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টা নিয়ে আমরা তদন্ত করছি। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটখিলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিল প্রতিনিধিঃচাটখিল আইনশৃঙ্খলা কমিটির সভা আজ রোববার দুপুরে উপজেলা সভাকক্ষে অন...
22/06/2025

চাটখিলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল আইনশৃঙ্খলা কমিটির সভা আজ রোববার দুপুরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ, চাটখিল পল্লী বিদ্যুতের ডিজিএম মো.জুনায়দুর রহমান, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা মোস্তফা কামাল, বিএনপি' নেতা শাহজাহান রানা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার মুনা, চাটখিল প্রেসক্লাবের (ভারঃ) সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সাংবাদিক আবু তৈয়ব ও মামুন হোসেন, আনিস আহমদ হানিফ, ছাত্রনেতা সাইফুল ইসলাম প্রমূখ।

সভায় সাংবাদিক গুলজার হোসেন সৈকত তার বক্তব্যে বলেন, চাটখিল পৌরসভা সহ উপজেলা ব্যাপী মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে এতে যুব সমাজ ধ্বংস হচ্ছে, মাদক ব্যবসায়ীদের কে পুলিশ ধরে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করার ১০/১৫ দিন পর তারা জামিনে এসে পুনরায় জমজমাট ভাবে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আরো জোরদার ভূমিকা রাখার জন্য তিনি থানা পুলিশের প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্বের কারণে মানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে না বলে তার বক্তব্যে উল্লেখ করেন এবং দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান।

সভায় উপস্থিত সকলে সভায় উত্থাপিত বিভিন্ন বিষয়ে প্রতিকার গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে অনুরোধ করেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান আগামী সভার আগে এসব বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন।

17/06/2025

বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সন্তান আমাদের তাদের ভালো-মন্দ দেখার ও দায়িত্ব আমাদের।

16/06/2025

চাটখিলের সোমপাড়া বাজারে সামান্য কথা কাটাকাটি জেরে মারামারিতে কিরণ (৩৫) নামের এক অটো শ্রমিক হত্যাকান্ডের স্বীকার হয়েছেন। বিস্তারিত আসছে।

চাটখিলে তিন বছর ধরে নির্যাতনের শিকার কৃষক পরিবার, বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেচাটখিল প্রতিনিধিঃচাটখিল পৌরসভার ৯নং ওয়...
16/06/2025

চাটখিলে তিন বছর ধরে নির্যাতনের শিকার কৃষক পরিবার, বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে

চাটখিল প্রতিনিধিঃ
চাটখিল পৌরসভার ৯নং ওয়ার্ডের শাহ নেয়ামতপুর জুনুত গাজী ব্যাপারী বাড়ির কৃষক মহসিন আলী দুলালের পরিবার গত তিন বছর ধরে নির্যাতনের শিকার হয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। বিচার না পেয়ে অসহায় এই পরিবার অমানবিকভাবে জীবনযাপন করছে।

কৃষক মহসিন আলী দুলালের স্ত্রী কাজল রেখা (৫০) গতকাল রোববার দুপুরে চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তার পরিবারের উপর নির্যাতনের বণর্না দেন। এ সময় তিনি জানান, তাদের বাড়ির আব্দুল লতিফ এর ছেলে মোঃ সোহেল (৩৫) গত ৩ বছর ধরে তাদের সম্পত্তি জবর দখল, একাধিক বার তাদেরকে মারধর করে গুরুতর আহত করা, চলাচলের পথে বেড়া দিয়ে বাঁধা সৃষ্টি সহ বিভিন্ন ভাবে তাদেরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এই বিষয়ে থানা পুলিশ, পৌর প্রশাসক ও আদালতে মামলা করেও কোন লাভ হয়নি বলে কাজল রেখা জানান। তিনি আরো জানান, আদালতে মামলা করার পর মোঃ সোহেল ক্ষিপ্ত হয়ে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে এবং তাদেরকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছে বলে কাজলরেখা জানান। বর্তমানে তারা আতঙ্কে দিন কাটাচ্ছে।

তিনি তার পরিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতা কামনা করেছেন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক চাটখিল খবর - Daily Chatkhil Khobor:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share