Mohammad Nur

Mohammad Nur লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

24/02/2025

ইনশাআল্লাহ

23/08/2024

আজকের পর থেকে ভারতের পক্ষে যে কথা বলবে ভাই বন্ধু ফ্যামিলি মেম্বার যেই হোক সাথে সাথে ব্লক তার সাথে আর কোনো যোগাযোগ রাখবোনা

হে মালিক রহম করুন আপনি ছাড়া আমাদের সাহায্য করার মত কেউ নেই আপনি জালিমদের ধ্বংস করে দিন আমিন🥲🥲
14/08/2024

হে মালিক রহম করুন আপনি ছাড়া আমাদের সাহায্য করার মত কেউ নেই আপনি জালিমদের ধ্বংস করে দিন আমিন🥲🥲

12/08/2024

কত নির্লজ্জ হলে একজন মুসলিম দাবিদার নিজেকে হিন্দু পরিচয় দিয়ে আন্দোলন করে!
আহারে ক্ষমতা!🤔

11/08/2024

আপনারা রাত জেগে মন্দির আর মুর্তি পাহারা দিলেন

দিনের বেলা শাহবাগে স্লোগান দিলো, " আমার ঘরে হামলা কেন, ইন্ডিয়া চুপ কেন? "

পুরো দেশ মিলে ২ টা মহিলাকে সামলাতে পারছে না।অথচ ব্যাডা'রা ৪ টা বিয়ে করতে চায় 🥴
10/08/2024

পুরো দেশ মিলে ২ টা মহিলাকে সামলাতে পারছে না।
অথচ ব্যাডা'রা ৪ টা বিয়ে করতে চায় 🥴

08/08/2024

অন্ধদল ভক্তি অতি ভয়ংকর যা, বর্তমানে বুঝা যাচ্ছে।

08/08/2024

আমি ছাত্রলীগের কিছু মানুষকে দেখেছি যারা মানুষের যে কোনো প্রয়োজন দৌড়ে আসতো। প্রয়োজনে তারা তাদের দলের কর্মীদের বিরুদ্ধে যেতো।
ক্ষমতা থাকার পরেও যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তারা আরও বেশি সম্মান আর ভালোবাসার পাওয়ার যোগ্য।
অবশ্যই এরকম কিছু ভাই ও বন্ধু আপনাদের ও আছে।
ভুলেও এদের গায়ে ফুলের টোকা ও দিতে দিবেন না।
মানুষের মত, পছন্দ অপছন্দ অমিল থাকতেই পারে তাই বলে প্রত্যেক ধর্ম বর্ণ খারাপ না, প্রত্যেক জাতি গোষ্ঠী খারাপ না।

মানুষের যেকোনো প্রয়োজনে যারা পাশে ছিলো,
আমার জানা মতে কেউ কেউ আছে যারা কাউকে আঘাত করে নাই,অনেক সময় অনেক কিছু থেকে ওরা মানুষকে রক্ষা করেছে।
আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
এদেরকে কেউ দয়া করে কিছু করিয়েন না, রিকোয়েস্ট।
Collected.

07/08/2024

"আকাশ রং বদলায়, মানুষের সময় বদলায়" একটি চমৎকার প্রবাদ যা জীবনের পরিবর্তনশীলতা বোঝায়।

আকাশের রং বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়, যেমন সকালে, বিকেলে, বা রাতে। একইভাবে, মানুষের জীবনের সময় ও পরিস্থিতি পরিবর্তিত হয়। এটি বোঝাতে চায় যে, যেমন প্রকৃতি পরিবর্তিত হয়, তেমনই মানুষের জীবনেও পরিবর্তন আসে। সুখ-দুঃখ, সফলতা-ব্যর্থতা—সবই জীবনের অংশ এবং সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তিত হয়।

এই প্রবাদটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবর্তন জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদেরকে সবসময় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে।

"কারো পৌষ মাস, কারো সর্বনাশ" একটি বাংলা প্রবাদ যার বাস্তব উদাহরণ বর্তমানে আমাদের সামনে পতিয়মান যা দুই বিপরীত অভিজ্ঞতার কথা বলে।

"পৌষ মাস" বলতে শীতের সময় বোঝানো হয়েছে, যা কৃষকদের জন্য ফসল কাটার এবং আর্থিক সমৃদ্ধির সময়। এটি এক ধরনের সুখ ও সমৃদ্ধির প্রতীক। অন্যদিকে, "সর্বনাশ" অর্থ বিপর্যয় বা দুর্দশা। এই প্রবাদটি বোঝাতে চায় যে, এক পক্ষের জন্য যা সুখ ও সমৃদ্ধির সময় হতে পারে, অন্য পক্ষের জন্য সেটাই বিপর্যয় ও দুর্দশার কারণ হতে পারে।

এটি মূলত জীবনের বিভিন্ন দিকের তুলনা করার জন্য ব্যবহার করা হয়, যেখানে একই পরিস্থিতি বা ঘটনা ভিন্ন ভিন্ন মানুষের জন্য ভিন্ন ফল বয়ে আনে।

05/08/2024

পালাইছেরে😁😁

Address

Sonaimuri
Noakhali Sadar Upazila

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Nur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share