
14/07/2025
বিয়ে করে ঠকে যাওয়ার পর,
সংসার করা কোন মামুলি বিষয় না।
হাজব্যান্ড কে বলছিলাম কিছু টাকা দাও আমি হসপিটাল যাব।
আমার পায়ের অবস্থা তো খুবই খারাপ, অসুস্থ পায়ের ব্যথায়, যন্ত্রণায় গায়ে জ্বর এসে গেছিল রাত্রে, হাজব্যান্ড তো পাশে শুয়ে ছিল, দেখেও না দেখার ভান করে ছিল।
সকালে আমি টাকা চেয়েছিলাম হসপিটাল যাওয়ার জন্য। না শুনার ভান করে চলে গেল।
অথচ তার নিজেরই বলা উচিত ছিল পায়ের অবস্থা তো খুবই খারাপ, হাসপাতাল যাও ডাক্তার দেখাও।
ভালোবাসা তো বাদই দিলাম, এটা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না......
কিন্তু আমার তো হাসপাতাল যাওয়াই লাগবে...
শশুরের থেকে টাকা চাইলাম, শশুর মশাই বরাবরই হিসাবী।
১৫ টাকা দিল,
হাসপাতাল আবার বাড়ি থেকে কাছে, আসা যাওয়া ৫ টাকা করে ১০ টাকা। আর হাসপাতালের রিসিট ৫ টাকা। (সরকারি হাসপাতাল)
জীবনটা কোথায় আটকে আছে জানেন!!
এই ১৫ টাকার মধ্যে, আমার কাছেই এই ১৫ টাকা খুব গুরুত্বপূর্ণ, না হলে যে হাসপাতাল যেতে পারতাম না।
এভাবে মরতে মরতে হয়তো অনেক নারী বেঁচে আছে,
শুধু বাঁচার জন্যই বেঁচে আছে......... 😥😥