Dr. Md Jahedul Islam

Dr. Md Jahedul Islam I am Dr. Md.

Jahedul Islam 👨‍⚕️a dedicated and experienced specialist in Medicine 💊 and Respiratory Diseases 🫁 with over 14 years in the medical profession ⏳
MBBS 🩺 BCS 🇧🇩📘 MD (Chest Medicine) 🫁📚 FCPS (Course) 🎓📖 MACP (Medicine), America 🇺🇸💊 🏅 এমডি ডিগ্রিতে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকারী
👨‍⚕️ ডাঃ মোঃ জাহিদুল ইসলাম
🩺 এমবিবিএস | এমডি (চেস্ট মেডিসিন) | এফসিপিএস (কোর্স)

🏥 প্রাক্তন মেডিকেল অফিসার:

ঢাকা

মেডিকেল কলেজ, ঢাকা

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা

🌐 সদস্য:

ইউরোপিয়ান রেসপিরেটরি সোসাইটি

আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান

🎓 বর্তমানে কর্মরত:
নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল, নোয়াখালী।

🧑‍⚕️ চেম্বার:
📍 রুম নং – ৩৩৫
🏥 প্রাইম হসপিটাল লিঃ
হাসপাতাল রোড, মাইজদী, নোয়াখালী।

🕓 সাক্ষাতের সময়:
প্রতিদিন বিকাল ৪টা – রাত ৮টা (শুক্রবার বন্ধ)

📞 যোগাযোগ:
📱 +880 1860-066630

💡 চিকিৎসা প্রদান করা হয় যেসব রোগে:

⚕️ মেডিসিন সংক্রান্ত সকল সমস্যা

😮‍💨 শ্বাসকষ্ট

🤧 সর্দি-কাশি

🌬️ এ্যাজমা

🚬 সিওপিডি (ধূমপানজনিত শ্বাসকষ্ট)

🦠 করোনা পরবর্তী জটিলতা

🤒 দীর্ঘমেয়াদি কাশি

🌾 এলার্জি ও তার প্রভাব

🧫 যক্ষ্মা (টিবি)

❤️ হৃদরোগ

🐄 আইএলডি (খামার সংশ্লিষ্ট রোগ)

🫁 ফুসফুসের দীর্ঘমেয়াদি প্রদাহ

🎗️ ফুসফুসের ক্যান্সার

🧪 স্পাইরোমেট্রি ও ফুসফুসের পরীক্ষাসমূহ

💤 ঘুমের মধ্যে শ্বাসকষ্ট (OSA)

💨 অক্সিজেন মাত্রা বিশ্লেষণ, BIPAP/CPAP পরামর্শ

30/07/2025

রক্তচাপ (Blood Pressure) মাপছেন ঠিকমতো?
অনেকে না জেনেই ভুলভাবে প্রেসার মাপেন—ফলে রিপোর্ট আসে ভুল!

📌 Dr. Md. Jahedul Islam (Chest & Medicine Specialist) দেখাচ্ছেন সঠিক নিয়মে প্রেসার মাপার সহজ পদ্ধতি।

✅ প্রেসার মাপার আগে ৫ মিনিট বিশ্রাম
✅ হাত ও কাঁধের সঠিক পজিশন
✅ ভুল সময় বা দুশ্চিন্তায় প্রেসার মাপা যাবে না

ঘরেই সঠিকভাবে BP মাপুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হোন 💙
ভিডিওটি শেয়ার করুন সবাইকে সচেতন করতে!







#রক্তচাপ
#প্রেসার
#স্বাস্থ্যসচেতনতা





30/07/2025

বৃষ্টি ❤️

জ্বরে পট্টি দেওয়া হয় শরীরের তাপমাত্রা কমাতে। নিচে সঠিকভাবে পট্টি দেওয়ার ধাপগুলো দেওয়া হলো:জ্বরে পট্টি দেওয়ার সঠিক পদ্ধতি...
29/07/2025

জ্বরে পট্টি দেওয়া হয় শরীরের তাপমাত্রা কমাতে। নিচে সঠিকভাবে পট্টি দেওয়ার ধাপগুলো দেওয়া হলো:

জ্বরে পট্টি দেওয়ার সঠিক পদ্ধতি:

1. পানি ব্যবহার করুন:
সাধারণ ঠান্ডা (room temperature) পানি নিন। খুব ঠান্ডা বা বরফ ঠান্ডা পানি ব্যবহার করবেন না, এতে হঠাৎ শক হতে পারে।

2. কাপড় বা তোয়ালে ভিজিয়ে নিন:
পাতলা কাপড় বা পরিষ্কার তোয়ালে পানিতে ভিজিয়ে নিংড়ে নিন।

3. কোথায় পট্টি দেবেন:
- কপালে
- বগলের নিচে (armpits)
- হাত-পায়ের গোড়ালি ও তালুতে
- গলায় (প্রয়োজনে)

4. পট্টি কিছুক্ষণ পরপর পরিবর্তন করুন:
৩–৫ মিনিট পর পর তোয়ালে আবার পানিতে ভিজিয়ে নিংড়ে দিয়ে পুনরায় লাগান।

5. শরীর না ঢেকে রাখুন:
হালকা কাপড় দিন, যেন শরীরের তাপমাত্রা বের হতে পারে।

6. শিশুর ক্ষেত্রে:
খুব নরম কাপড় ব্যবহার করুন। ঠান্ডা পানির বদলে হালকা কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে।

- শিশুর কাঁপুনি বা হাইপোথারমিয়া দেখা দিলে পট্টি দেওয়া বন্ধ করুন।

প্রয়োজনে ওষুধের পাশাপাশি এই পদ্ধতি ব্যবহার করা যায়।

29/07/2025

প্রতিদিন রুচি বাড়ানোর ঔষধ খাচ্ছেন? ⚠️ সতর্ক হন!
এই ধরনের ওষুধ প্রতিদিন খাওয়া শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানিয়েছেন Dr. Md. Jahedul Islam। ❌
❗ দয়া করে স্বেচ্ছায় ওষুধ খাওয়া বন্ধ করুন এবং প্রাকৃতিক উপায়ে রুচি বাড়ান। 🌿
সুস্থ থাকতে সচেতন হন আজই!

#স্বাস্থ্য_সচেতনতা #রুচি_বাড়ানো #অতিরিক্তঔষধ #সতর্কবার্তা

29/07/2025

"আমার প্রিয় ছোটো কিউট রুগীরা যারা জ্বর, কাশি বা শ্বাসকষ্টে ভুগছো তোমাদের জন্য কিছু সহজ উপদেশ।"

পরিষ্কার ফুসফুস মানেই স্বাভাবিক শ্বাস ও সুস্থ জীবন।ধূমপান, ধুলাবালি ও দূষণ থেকে দূরে থাকুন।আপনার ফুসফুসকে ভালো রাখুন, ভব...
28/07/2025

পরিষ্কার ফুসফুস মানেই স্বাভাবিক শ্বাস ও সুস্থ জীবন।
ধূমপান, ধুলাবালি ও দূষণ থেকে দূরে থাকুন।
আপনার ফুসফুসকে ভালো রাখুন,
ভবিষ্যৎকে নিরাপদ করুন।
Dr. Md Jahedul Islam

এই ভদ্রলোক আমার চিকিৎসাধীন ছিলেন। চেম্বারে আমার ছেলেকে দেখে খুব খুশি হয়ে পকেট থেকে ২০০ টাকা বের করে দিলেন, বললেন :“নানা,...
28/07/2025

এই ভদ্রলোক আমার চিকিৎসাধীন ছিলেন। চেম্বারে আমার ছেলেকে দেখে খুব খুশি হয়ে পকেট থেকে ২০০ টাকা বের করে দিলেন, বললেন :
“নানা, তোমাকে দিলাম, কিছু খেয়ে নিও।”

এমন মানুষ আজকাল খুব কমই দেখা যায় যাঁদের হৃদয়ে এখনো মানুষত্ব বেঁচে আছে।
সালাম ও শ্রদ্ধা এমন সব ভালো মানুষের জন্য।

28/07/2025

যারা নিয়মিত হোটেলের খাবার, বাইরের ভাজাপোড়া, সিঙ্গারা, সমুচা, পুরি জাতীয় খাবার খান এবং সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধও খান সতর্ক হোন।

এই অভ্যাস দীর্ঘমেয়াদে পেটে মারাত্মক ক্ষতি করতে পারে, এমনকি ক্যান্সার হওয়ার ঝুঁকিও বাড়ায়।

যক্ষা এখন সম্পূর্ণ সেরে উঠা যায় এমন একটি রোগ।নিয়মিত ঔষধ আর চিকিৎসায় রোগী ফিরে পায় স্বাভাবিক জীবন।ভয় নয়, সচেতনতা ও চিকিৎস...
27/07/2025

যক্ষা এখন সম্পূর্ণ সেরে উঠা যায় এমন একটি রোগ।
নিয়মিত ঔষধ আর চিকিৎসায় রোগী ফিরে পায় স্বাভাবিক জীবন।
ভয় নয়, সচেতনতা ও চিকিৎসাই যক্ষা থেকে মুক্তির পথ।JahedulIslam

Dr. Md. Jahedul Islam | Chest & Medicine Specialist
Welcome to the official YouTube channel of Dr. Md. Jahedul Islam, a Medicine and Chest Disease Specialist with over 14 years of experience.
👨‍⚕ MBBS, BCS (Health), MD (Chest Medicine), FCPS (Course), MACP (USA)
🏅 1st Position Nationwide in MD Exam

🇧🇩 বর্তমানে লেকচারার, নোয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল
📍 চেম্বার: প্রাইম হসপিটাল, মাইজদী, নোয়াখালী

This channel aims to:
🔹 Educate patients about common respiratory and general medicine diseases
🔹 Provide awareness about asthma, COPD, allergy, TB, and lung cancer
🔹 Share expert tips on managing chronic cough, sleep apnea, and post-COVID complications
🔹 Encourage early detection and proper treatment of respiratory illnesses

📌 Subscribe for trusted medical advice in Bangla from a certified specialist.
📞 For Appointment: +880 1860-066630

#যক্ষা #যক্ষারচিকিৎসা

করোনা সেরে গেলেওঅনেকের থাকে লম্বা সময় শ্বাসকষ্ট।ফুসফুস দুর্বলতা, ক্ষত বা ফাইব্রোসিস হতে পারে কারণ।নিয়মিত চেকআপ ও শ্বাস প...
26/07/2025

করোনা সেরে গেলেও
অনেকের থাকে লম্বা সময় শ্বাসকষ্ট।
ফুসফুস দুর্বলতা, ক্ষত বা ফাইব্রোসিস হতে পারে কারণ।
নিয়মিত চেকআপ ও শ্বাস প্রশ্বাসের ব্যায়ামেই মিলবে উপশম।
. Md Jahedul Islim

26/07/2025

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুধুমাত্র একটা লাইট দিয়ে কিডনি চেক করুন. ..

ধূমপান ছাড়লে ফুসফুস কতদিনে ভালো হয়?ধূমপান ছাড়ার ১ সপ্তাহের মধ্যে ফুসফুস ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে।১ বছরে ক্যানসার...
25/07/2025

ধূমপান ছাড়লে ফুসফুস কতদিনে ভালো হয়?
ধূমপান ছাড়ার ১ সপ্তাহের মধ্যে ফুসফুস ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে।
১ বছরে ক্যানসারের ঝুঁকি কমে যায়।
সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগে ১ থেকে ৫ বছর পর্যন্ত।JahedulIslam

#ধূমপানবিরোধী #ধূমপানত্যাগ #স্বাস্থ্যসচেতনতা
#ধূমপাননিষেধ #ডাঃজাহিদ
#লাংসক্যান্সার #স্বাস্থ্যবার্তা
#স্বাস্থ্যকরজীবন

Address

Noakhali Prime Hospital , Hospital Road, মাইজদী
Noakhali Sadar Upazila
3800

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md Jahedul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share