কোম্পানীগঞ্জ প্রতিদিন

  • Home
  • কোম্পানীগঞ্জ প্রতিদিন

কোম্পানীগঞ্জ প্রতিদিন সংবাদের সাথে প্রতিদিন ছুটে চলা

19/05/2025

দেশ নায়ক আসছে
গরুর হাট কাপছে..!🤧

— বৈধ মেয়র ইশরাক

14/04/2025

মির্জা থাকাকালীন যে রিপন, লিটন, ফয়সাল মেউ মেউ করতো তারা এখন বসুরহাট বাজারের চাঁদাবাজদের লিডার। ব‍্যাবসায়ীদের নাভিশ্বাস!!

01/10/2024

প্রায় ২মাস হতে চলল কোম্পানীগঞ্জে প্রতিদিন ঘেউ ঘেউ করা কুকুরটা নাই। মির্জাহীন কোম্পানীগঞ্জটা কেমন লাগছে কমেন্টে জানান।

আওয়ামীলীগের ১৫বছরের দখলদারিত্বের পর নতুন বাংলাদেশে দখলদারিত্বের নতুন ছবি !! আপনি কি মনে করেন ??
12/09/2024

আওয়ামীলীগের ১৫বছরের দখলদারিত্বের পর নতুন বাংলাদেশে দখলদারিত্বের নতুন ছবি !! আপনি কি মনে করেন ??

তোতা হত্যাকান্ড নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির অন্তর্দ্বন্দ্ব চরমে!!————————————————-স্থানীয় প্রতিবেদকঃচরএলাহী ইউনিয়নে...
09/09/2024

তোতা হত্যাকান্ড নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির অন্তর্দ্বন্দ্ব চরমে!!
————————————————-
স্থানীয় প্রতিবেদকঃ
চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবদুল মতিন তোতা হত্যাকান্ড নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মধ্যে বিভাজন ও অন্তর্দ্বন্দ্ব চরমে। উপজেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম এবং অনুসারীদের দায়ী করছে স্থানীয় নেতৃবৃন্দের একটি বড় অংশ। এ ঘটনায় আরেকটি পক্ষ তোতা হত্যাকান্ডের বিচার চেয়ে উপজেলার বিভিন্ন জায়গায় ফখরুল ইসলামের ফাঁসি চেয়ে পোস্টার সাঁটিয়েছে।

যদিও পোস্টার ঘটনার পরবর্তীদিন উপজেলার স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ তোতা হত্যাকান্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। এসময় নেতৃবৃন্দ স্থানীয় আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান আব্দুর রাজ্জাকসহ কয়েকজনের বিচার দাবী করেন। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নরুল আলম শিকদার তার বক্তব্যে নিজেদের মধ্যে বিভাজনের কথা স্বীকার করে দলীয় কর্মীদের শান্ত থাকতে বলেন।
উল্লেখ্য নিজ বাড়ীতে নিশংস সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে ৩০আগস্ট বিএনপি নেতা আবদুল মতিন তোতা(৬৫) রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরন করেন। হত্যাকান্ডের ঘটনায় তার ছেলে যুবদল নেতা ইমাম উদ্দিন সবুজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনায় অভিযুক্ত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।

অপরদিকে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে চাইলে স্থানীয়রা অনেকে জানায়, ৫আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই রাজ্জাক চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগের বেশিরভাগ নেতাই গা ঢাকা দিয়েছে।

04/08/2024

নোয়াখালীর মাইজদীতে মেয়র আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জাসহ ছাত্রলীগ নেতাদের ছাত্র জনতার দাওয়া। আহত তাশিক মির্জাসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী।

সে কখনো বিএনপি, কখনো জাসদ, কখনো জাতীয় পার্টি, আবার ঢাকার বিভিন্ন দপ্তরে তার পরিচয় আওয়ামী লীগ(কাদের সাহেবের আত্মীয়)। নাম ...
01/08/2024

সে কখনো বিএনপি, কখনো জাসদ, কখনো জাতীয় পার্টি, আবার ঢাকার বিভিন্ন দপ্তরে তার পরিচয় আওয়ামী লীগ(কাদের সাহেবের আত্মীয়)। নাম মোখসেদুর রহমান মানিক। প্রতিটি জাতীয় নির্বাচনে নোয়াখালী-৫ আসনে প্রার্থী। ভোট সর্বোচ্চ সব মিলিয়ে ২০০র কম বেশি। ঈদ একটা আসলে অফিসের পিয়ন থেকে সে হয়ে যায় একটা টিস্যু পেপার পত্রিকার সম্পাদক। চিন্তা করা যায় আসলে এই ব্যাক্তির পেশাটা কি এবং তার ধান্ধাটাই বা কি ??

কি ঝড় যে আসতেছে !!
18/07/2024

কি ঝড় যে আসতেছে !!

জসিম মিয়ার মার্কা, চশমা 😎 মার্কা।
14/05/2024

জসিম মিয়ার মার্কা, চশমা 😎 মার্কা।

মার্কা আনারস(🍍), বুঝিয়েন কিন্তু !
14/05/2024

মার্কা আনারস(🍍), বুঝিয়েন কিন্তু !

মিথ্যাচার করে লাভ নেই:বাদলের আমলেই শ্রেষ্ঠ উপজেলা হয়েছিল কোম্পানীগঞ্জ=======================================প্রশান্ত সুভ...
05/05/2024

মিথ্যাচার করে লাভ নেই:
বাদলের আমলেই শ্রেষ্ঠ উপজেলা হয়েছিল কোম্পানীগঞ্জ
=======================================

প্রশান্ত সুভাসঃ
ভেবেছিলাম কথা বলবো না, কিন্তু না বলে পারলাম না। বলতেই হচ্ছে। কারণ অন্যায়কারী এবং অন্যায় সহ্যকারী উভয়ই সমান অপরাধী। আমরা কোম্পানীগঞ্জবাসী হিসেবে এসব অন্যায়ের প্রতিবাদ করা উচিত।

শুরুতে বলে রাখি, এখন আমি কোম্পানীগঞ্জে থাকি না সুতরাং মিজানুর রহমান বাদল উপজেলা চেয়ারম্যান হলেও আমার কোনো লাভ নেই, হারলেও আমার কোনো দু:খ নেই। তবে একখান কথা আছে,

আমি কখনো কোনো নিরপরাধ মানুষকে হয়রানি হতে দেখলে কথা বলার চেষ্টা করি। এখানেও সেই অভ্যাসের প্রতিফলন ঘটেছে। আমার কাছে মনে হয়েছে মিজানুর রহমান বাদলকে হয়রানি করা হচ্ছে। তাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। অপমান করা হচ্ছে। তার জনপ্রিয়তাকে ঠেকানোর অপকৌশল গ্রহণ করা হচ্ছে।

কোম্পানীগঞ্জে যারা রাজনীতি করে তাদের সকলেরই একটা অতীত আছে। আছে পারিবারিক ইতিহাস। সেটি কারো ভালো কারো খারাপ(অর্থনৈতিক)। কার পরিবার কত ধনী ছিল তা সকলেই জানে। কারা আঙুল ফুলে কলাগাছ হয়েছে তাও জানা আছে সকলের।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও দেখেছি, সেখানে শুনলাম জনৈক ব্যক্তি মিজানুর রহমান বাদলকে নিয়ে বেশ কটূক্তি করছেন। তার স্বভাব-চরিত্র ও কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করছেন।

আমি শুনে অবাক হলাম। আর মনে মনে ভাবলাম, এমন মিথ্যাচারও কী কেউ করতে পারে? পরে এ ভেবে প্রবোধ নিলাম যে, আধুনিক যুগ। সকলের সম্পর্কে সকলে জানে। কার কী চরিত্র সকলের জানা আছে। মিথ্যাচার করে লাভ নেই।

কোম্পানীগঞ্জবাসী আপনার হতভাগা। হয়ত বলবেন কেন?
জানতে চান? তাহলে শুনুন,

উপজেলা পরিষদ গঠনের পর থেকে এ পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে মাত্র তিনজন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথমজন হলেন প্রয়াত বজলুর রহমান, দ্বিতীয়জন মো. সাহাব উদ্দিন এবং তৃতীয়জন মিজানুর রহমান বাদল। অথচ কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ইতিহাসে একমাত্র মিজানুর রহমান বাদলের আমলেই কোম্পানীগঞ্জ জেলা এবং বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে। দুর্ভাগ্য কোম্পানীগঞ্জবাসীর। তার আমলেই কোম্পানীগঞ্জ দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হতো। কিন্তু তা হয়নি। কেন হয়নি, কার কারণে হয়নি তা আমরা জানি।

05/05/2024

উপজেলা নির্বাচনে শাহাদাত কাদেরের মনোনয়ন পত্র বাতিল।ঘরের শত্রু বিভীষন এমনটাই ধারনা করছেন রাজনৈতিকজ্ঞরা !!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when কোম্পানীগঞ্জ প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোম্পানীগঞ্জ প্রতিদিন:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share