H"M"Rahman Blogs

H"M"Rahman Blogs আসুন! কোরআনের আলোকে জীবনকে সাঝাই. ইসলাম

04/06/2025

❤️চমৎকার আলোচনা❤️

04/06/2025

"‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর রা. থেকে বর্ণিত : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلاَةَ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً
জামা’আতে সালাতের ফযীলত একাকী আদায়কৃত সালাতের থেকে সাতাশ গুণ বেশী।

সহীহ বুখারী, হাদীস ৬৪৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৬১৭(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকা:
এ সওয়াব পুরুষদের জন্যে। আর মহিলাদের জন্যে নিজ ঘরে নামাজ পড়াই উত্তম। সহীহ হাদীসে এমনই বলা হয়েছে।"

28/05/2025

"পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَ بَنٰتِكَ وَ نِسَآءِ الْمُؤْمِنِیْنَ یُدْنِیْنَ عَلَیْهِنَّ مِنْ جَلَابِیْبِهِنَّ ؕ ذٰلِكَ اَدْنٰۤی اَنْ یُّعْرَفْنَ فَلَا یُؤْذَیْنَ ؕ وَ كَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا۝
হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে আর মু’মিনদের নারীদেরকে বলে দাও- তারা যেন তাদের চাদর নিজেদের (মুখের) উপর নামিয়ে দেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

সূরা আল-আহযাব, আয়াত ৫৯সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন

পাদটীকা:
এই আয়াত থেকে স্পষ্টই প্রমাণিত হয়, নারীর চেহারাও তার পর্দার অন্তর্ভুক্ত। বেগানা ও গায়রে মাহরাম পুরুষের সামনে চেহারা খোলা রাখার কোন সুযোগ নেই।"

27/05/2025

বিসমিল্লাহির রহমানির রহিম
]۞ لَتُبلَوُنَّ فى أَموٰلِكُم وَأَنفُسِكُم وَلَتَسمَعُنَّ مِنَ الَّذينَ أوتُوا الكِتٰبَ مِن قَبلِكُم وَمِنَ الَّذينَ أَشرَكوا أَذًى كَثيرًا ۚ وَإِن تَصبِروا وَتَتَّقوا فَإِنَّ ذٰلِكَ مِن عَزمِ الأُمورِ
অবশ্য ধন-সম্পদে এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরেকদের কাছে বহু অশোভন উক্তি। আর যদি তোমরা ধৈর্য্য ধারণ কর এবং পরহেযগারী অবলম্বন কর, তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার।
[সূরা আলে ইমরান।।আয়াত--186]
You shall certainly be tried and tested in your wealth and properties and in your personal selves, and you shall certainly hear much that will grieve you from those who received the Scripture before you (Jews and Christians) and from those who ascribe partners to Allâh; but if you persevere patiently, and become Al-Muttaqûn (the pious - See V.2:2) then verily, that will be a determining factor in all affairs (and that is from the great matters which you must hold on with all your efforts).

26/05/2025

"আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
حُجِبَتِ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُجِبَتِ الْجَنَّةُ بِالْمَكَارِهِ.
জাহান্নামকে বিভিন্ন লোভনীয় বিষয় দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে। আর জান্নাতকে বেষ্টন করে রাখা হয়েছে কষ্টকর বিষয় দ্বারা।

সহীহ বুখারী, হাদীস ৬৪৮৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৬০৪৩ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

22/05/2025

"আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
قَبَّلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْحَسَنَ بْنَ عَلِيٍّ وَعِنْدَهُ الأَقْرَعُ بْنُ حَابِسٍ التَّمِيمِيُّ جَالِسًا فَقَالَ الأَقْرَعُ إِنَّ لِي عَشَرَةً مِنَ الْوَلَدِ مَا قَبَّلْتُ مِنْهُمْ أَحَدًا فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ مَنْ لاَ يَرْحَمُ لاَ يُرْحَمُ.
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাসান ইবনু আলীকে চুম্বন করেন। সে সময় তাঁর নিকট আক্‌রা’ ইবনু হাবিস তামীমী রা. বসা ছিলেন। আক্‌রা’ ইবনু হাবিস রা. বললেন : আমার দশটি পুত্র আছে, আমি তাদের কাউকেই কোন দিন চুম্বন দেইনি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দিকে তাকালেন। অতঃপর বললেন : যে দয়া করে না, সে দয়া পায় না।

সহীহ বুখারী, হাদীস ৫৯৯৭ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৫৫৭১(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

22/05/2025

আল্লাহর গজব কেনো আসে??

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Awal, Mst Janata
18/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Awal, Mst Janata

16/05/2025

"আবু আমর সুফয়ান ইবনে আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِى فِى الإِسْلاَمِ قَوْلاً لاَ أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ - وَفِى حَدِيثِ أَبِى أُسَامَةَ غَيْرَكَ - قَالَ « قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِمْ »
আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! ইসলাম সম্পর্কে আমাকে এমন কোনো কথা বলে দিন, যে সম্পর্কে আমি আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞেস করব না। তিনি বললেন, বলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। তারপর তুমি (এর ওপর) সুপ্রতিষ্ঠিত থাকো।

সহীহ মুসলিম, হাদীস ৩৮ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৬৬ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)সূত্র : রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৮৫

পাদটীকা:
ঈমানের ওপর সুপ্রতিষ্ঠিত থাকার অর্থ শরিয়তের যাবতীয় আদেশ ঠিক সেভাবে মানা, যেভাবে তা মানতে বলা হয়েছে। তাতে কোনোরকম কমবেশি না করা। কোনো একদিকে সরে না যাওয়া এবং কোনোরকম বাড়াবাড়ি ও শৈথিল্যের শিকার না হওয়া। সেই সঙ্গে যা কিছু নিষেধ করা হয়েছে তা থেকেও পরিপূর্ণরূপে বেঁচে থাকা।"

12/05/2025

"আবু কাতাদা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا شَرِبَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَفَّسْ فِي الإِنَاءِ ، وَإِذَا أَتَى الْخَلاَءَ فَلاَ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ ، وَلاَ يَتَمَسَّحْ بِيَمِينِهِ.
তোমাদের কেউ যখন পানি পান করে, তখন সে যেন পাত্রে নিঃশ্বাস না ছাড়ে। আর যখন শৌচাগারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন ইসতিনজা না করে।

সহীহ বুখারী, হাদীস ১৫৩ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ১৫৫(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"

12/05/2025

৪টি শর্ত!!নামায কবুল হওয়ার জন্য

Address

Noakhali Sadar Upazila
3809

Alerts

Be the first to know and let us send you an email when H"M"Rahman Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H"M"Rahman Blogs:

Share